গোয়েন্দা গোগোল
গোয়েন্দা গোগোল একটি বাংলা রহস্যকাহিনি মূলক চলচ্চিত্র। এটি অরিন্দম দে'র পরিচালনায় সাহিত্যিক সমরেশ বসুর লেখা জনপ্রিয় গোয়েন্দা চরিত্র গোগোল এর কাহিনি সোনালী পাড়ের রহস্য অনুসারে নির্মিত[১] ও ঈশানী ফিল্মসের প্রযোজনায় ২৪ মে ২০১৩ সালে প্রকাশিত হয়।[২]
কাহিনি
সম্পাদনাপুরীর সমুদ্রের ধারে একটি পরিত্যক্ত বাড়ীতে একটি পরিবার ঢোকার পরে তারা নিখোঁজ হয়ে যায়। এর কিছুকাল পরে গোগোল তার মা ও বাবার সাথে ছুটিতে পুরী বেড়াতে আসে। সে রহস্যময় বাড়ীটার কথা জানতে পেরে দুরন্ত কৌতুহলে বাড়ীটিতে ঢুকতে যায়। এমন সময় একজন আগন্তুক এসে তাকে নিবৃত্ত করেন। তার নাম নীল সেনাপতি, পেশায় অধ্যাপক বলে পরিচয় দেন তিনি। গোগোল অনেক কিছু জেনে ফেলেছে এই আশংকায় তাকে অপরাধীরা অপহরণ করে ও আটকে রাখে সেই হানাবাড়ীর ভেতর। গোগোল অনেক চেষ্টার পর তাদের ফাকি দিয়ে পালায়। রাস্তায় নৈহাটির বিখ্যাত গোয়েন্দা অশোক ঠাকুর তাকে জানান তিনিও এই অপরাধচক্রকে ধরতে চাইছেন। ওই বাড়ীর ভেতরে কোকেন আর হিরে পাচারকারীরা আস্তানা, তারা ওখানে কেউ গেলেই তাদের খুন করে। তদন্তের কাজে গোগোল শোক ঠাকুরকে সাহায্য করে।[৩]
অভিনয়
সম্পাদনা- ইন্দ্রনীল সেনগুপ্ত - অশোক ঠাকুর
- অহিজিৎ ঘোষ
- রচনা বন্দ্যোপাধ্যায় - গোগোলের মাতা
- দেবদূত ঘোষ - নীল সেনাপতি
- সাহেব চট্টোপাধ্যায় - গোগোলের পিতা
- সুমিত সমাদ্দার - তমাল কুন্ডু
- অঙ্কিতা মজুমদার
- শমীক সিনহা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আনন্দবাজার পত্রিকা - মনোরঞ্জন"। archives.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১০।
- ↑ "Goenda Gogol Movie Review {3/5}: Critic Review of Goenda Gogol by Times of India"।
- ↑ "একটু গোল গোল, তবু নস্টালজিয়া টানে-রিভিউ"। ২০১৯-০৯-১০।