গ্বিনিথ পালট্রো

আমেরিকান অভিনেত্রী, গায়ক এবং খাদ্য লেখক
(গিনিথ পালট্রো থেকে পুনর্নির্দেশিত)

গ্বিনিথ কেট পালট্রো মার্টিন[১][২] (ইংরেজি: Gwyneth Kate Paltrow Martin; জন্ম: ২৭ সেপ্টেম্বর ১৯৭২) হলেন একজন মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, সমাজকর্মী, গায়িকা ও রান্না বিষয়ক লেখিকা।[৩][৪] সেভেন (১৯৯৫), এমা (১৯৯৬), স্লাইডিং ডোরস্‌ (১৯৯৮), এবং আ পারফেক্ট মার্ডার চলচ্চিত্রে অভিনয় দিয়ে তিনি সকলের নজর কাড়েন এবং শেকসপিয়ার ইন লাভ (১৯৯৮) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারসেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।

গ্বিনিথ পালট্রো
Gwyneth Paltrow
২০১১ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবে পালট্রো
জন্ম (1972-09-27) ২৭ সেপ্টেম্বর ১৯৭২ (বয়স ৫১)
জাতীয়তামার্কিন
পেশাঅভিনেত্রী, ব্যবসায়ী, গায়িকা, লেখিকা
কর্মজীবন১৯৮৯-বর্তমান
দাম্পত্য সঙ্গীক্রিস মার্টিন
(বি. ২০০৩; বিচ্ছেদ. ২০১৬)

তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল দ্য ট্যালেন্টেড মিস্টার রিপলি (১৯৯৯), দ্য রয়্যাল টেনেনবমস (২০০১), শ্যালো হাল (২০০১), প্রুফ (২০০৫) ও ট্রু লাভারস (২০০৮)। তিনি ফক্স টেলিভিশনের ধারাবাহিক গ্লি-এর পাঁচ পর্বে হলি হলিডে চরিত্রে কাজ করে ২০১১ সালে হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন। তিনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের আয়রন ম্যান (২০০৮), আয়রন ম্যান টু (২০১০), দ্য অ্যাভেঞ্জার্স (২০১২), আয়রন ম্যান থ্রি (২০১৩), স্পাইডার-ম্যান: হোমকামিং (২০১৭) এবং অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (২০১৮) চলচ্চিত্রে পেপার পটস চরিত্রে অভিনয় করেন। তিনি ২০১৯ সালে মুক্তি প্রতীক্ষমাণ অ্যাভেঞ্জার্স ফোর চলচ্চিত্রে তার এই চরিত্রে পুনরায় কাজ করবেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

পালট্রো ১৯৭২ সালের ২৭শে সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেস শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা চলচ্চিত্র প্রযোজক-পরিচালক ব্রুস পালট্রো (১৯৪৩-২০০২) এবং মাতা অভিনেত্রী ব্লাইদ ড্যানার। তার ছোট ভাই জেক পালট্রো একজন পরিচালক ও চিত্রনাট্যকার। পালট্রোর পিতা ইহুদি ধর্মাবলম্বী,[৫] অন্যদিকে তার মাতা খ্রিস্টান ধর্মাবলম্বী।[৬] তিনি ইহুদি ও খ্রিস্টান দুই ধর্মের উৎসব পালন করেই বেড়ে ওঠেছেন।[৭] তার পিতার আশকেনাৎসি ইহুদি পরিবার বেলারুশ ও পোল্যান্ড থেকে অভিবাসিত হয়ে যুক্তরাষ্ট্রে এসেছিল[৮][৯][১০][১১][১২] এবং তার মাতা পেন্সিলভানিয়ায় জন্মগ্রহণ করেন, তার পূর্বপুরুষগণ ওলন্দাজ (জার্মান) ও কিছু অংশ ইংরেজ ছিল।[১৩][১৪][১৫] পালট্রোর প্র-প্র-পিতামহ পোল্যান্ডের নওয়োগ্রদের র‍্যাবাই ছিলেন এবং ক্রাকোউয়ের সুপরিচিত "পালট্রোউইচ" পরিবারের বংশধর ছিলেন।[১৬][১৭] পালট্রো তার মায়ের দিক থেকে অভিনেত্রী ক্যাথরিন মোনিংয়ের খালাতো বোন, এবং পিতার দিক থেকে সাবেক কংগ্রেসপন্থী গ্যাব্রিয়েল গিফোর্ডসের চাচাতো বোন।[১৮] তার মামা হ্যারি ড্যানার একজন অপেরা গায়ক ও অভিনেতা এবং তার কন্যা অভিনেত্রী হিলারি ড্যানার পালট্রোর মামাতো বোন ও ঘনিষ্ঠ বন্ধু।[১৯]

কর্মজীবন সম্পাদনা

প্যালট্রো অভিনয়ে অভিষেক ঘটে ১৯৮৯ সালে তার পিতার পরিচালিত টিভি চলচ্চিত্র হাই দিয়ে। ম্যাসাচুসেট্‌সের উইলিয়ামসটাউন থিয়েটার উৎসবে তার মাতার অভিনয় দেখার পর ১৯৯০ সালে তার মঞ্চনাটকে অভিষেক ঘটে।[২০] তার চলচ্চিত্রে অভিষেক ঘটে সঙ্গীতধর্মী প্রণয়মূলক শাউট (১৯৯১) চলচ্চিত্রে জন ট্রাভোল্টার বিপরীতে এবং একই বছর তিনি স্টিভেন স্পিলবার্গের ব্যবসাসফল রোমাঞ্চকর হুক (১৯৯১) চলচ্চিত্রে তরুণী ওয়েন্ডি ডার্লিং চরিত্রে অভিনয় করেন।[২০] পরের বছরগুলোতে তিনি টিভি চলচ্চিত্র ক্রুয়েল ডাউট (১৯৯২) ও ডেডলি রিলেশন্স (১৯৯৩)-এ অভিনয় করেন। তিনি ১৯৯৩ সালে নোয়া নাট্যধর্মী ফ্লেশ অ্যান্ড বোন (১৯৯৩)-এ জেমস কানের থেকে বয়সে ছোট প্রেমিকা চরিত্রে অভিনয় করেন। দ্য নিউ ইয়র্ক টাইমস-এর জ্যানেট মাসলিন প্যালট্রোর অভিনয়ের প্রশংসা করে বলেন, "তিনি ব্লিদ ড্যানারের কন্যা এবং তার মায়ের মত ক্যামেরাকে তার প্রতি ভালোবাসাতে জানেন।"[২১] তিনি রোমহর্ষক সেভেন (১৯৯৫) চলচ্চিত্রে একজন তরুণ গোয়েন্দার (ব্র্যাড পিট) স্ত্রী চরিত্রে অভিনয় করেন, যাকে একজন ধারাবাহিক খুনী তার খুনের তালিকায় যোগ করে। সেভেন এই বছরের সপ্তম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র,[২২] এবং এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে স্যাটার্ন পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

তিনি এমা (১৯৯৬), স্লাইডিং ডোরস্‌ (১৯৯৮), এবং আ পারফেক্ট মার্ডার চলচ্চিত্রে অভিনয় দিয়ে সকলের নজর কাড়েন এবং শেকসপিয়ার ইন লাভ (১৯৯৮) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার[২৩] এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারসেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[২৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. এলিজাবেথ, লোগান (২ সেপ্টেম্বর ২০১৮)। "Why Gwenyth Paltrow Kept Chris Martin's Last Name After Their Divorce"ডব্লিউ ম্যাগাজিন। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮ 
  2. "Gwyneth Paltrow And Jessica Alba Share Life Advice"বাজফিড সেলেবইউটিউব। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮ 
  3. "Gwyneth Paltrow Close to Signing Record Deal"রোলিং স্টোন। ৭ মার্চ ২০১১। ৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮ 
  4. "She Acts. She Sings. She Cooks?"দ্য নিউ ইয়র্ক টাইমস। ১৩ এপ্রিল ২০১১। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮ 
  5. রাথে, অ্যাডাম (জুলাই ২১, ২০১১)। "Gwyneth Paltrow decides to raise kids Apple and Moses as Jewish - despite not believing in religion"নিউ ইয়র্ক ডেইলি নিউজ। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮ 
  6. বুটনিক, স্টেফানি (সেপ্টেম্বর ৫, ২০১৪)। "GWYNETH PALTROW REPORTEDLY CONVERTING TO JUDAISM"ট্যাবলেট। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮ 
  7. পুইগ, ক্লডিয়া (ডিসেম্বর ১৭, ২০১০)। "Gwyneth Paltrow is staying 'Country Strong' on all fronts"ইউএসএ টুডে। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮ 
  8. ব্রাউন, জোনাথন (এপ্রিল ১১, ২০০৬)। "Second child for Chris and Gwyneth is the baby Moses"দি ইন্ডিপেন্ডেন্ট। London, UK। এপ্রিল ২৬, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮ 
  9. "Land of Ancestors: Gwyneth Paltrow"। ডিসেম্বর ১৫, ২০১২। নভেম্বর ৬, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮ 
  10. বার্নবম, ব্রায়ান (ফেব্রুয়ারি ১৭, ২০০১)। "Blythe And Bruce: The Family Union"সিবিএস নিউজ সানডে মর্নিং। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮ 
  11. স্মিথ, এমিলি (সেপ্টেম্বর ৪, ২০১৪)। "Gwyneth Paltrow is converting to Judaism"Page Six - New York Post। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮ 
  12. বেলেন, অ্যাশলি (জানুয়ারি ৪, ২০১১)। "Gwyneth Paltrow's long lineage of rabbis"ওয়াইনেটনিউজ। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮ 
  13. স্টেইনগার্টেন, জেফ্রি (জুলাই ১৫, ২০১০)। "Gwyneth Paltrow: Beauty and the Feast"ভোগ। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮ 
  14. "Hollywood celebrity finds family links in Barbados"দ্য বার্বাডোস অ্যাডভোকেট। মার্চ ৩১, ২০১১। জানুয়ারি ১৯, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮ 
  15. হার্ডল, নাটাঙ্গা স্মিথ (মার্চ ৩১, ২০১১)। "Gwyneth Paltrow visits Barbados seeking roots"দ্য ডেইলি নেশন। এপ্রিল ২৮, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮ 
  16. "Archived copy"। অক্টোবর ১৫, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮ , দি ইন্ডিপেন্ডেন্ট, April 2006
  17. "Lauder Foundation"। Obozylaudera.lauder.lodz.pl। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮ 
  18. "Giffords is 1st female Jew elected from Ariz."। অ্যারিজোনা ডেইলি স্টার। মার্চ ৪, ২০০৭। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮ 
  19. "Hillary Danner, Stunning in Three Dots Red" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ জুলাই ২০১৭ তারিখে, Three Dots, May 23, 2012
  20. "Gwyneth Paltrow Biography"Yahoo!। জুন ২৩, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২৮, ২০১১ 
  21. Maslin, Janet (নভেম্বর ৫, ১৯৯৩)। "Building a Future on a Shaky Past"The New York Times। সংগ্রহের তারিখ এপ্রিল ১৯, ২০১২ 
  22. "1995 Yearly Box Office Results – Box Office Mojo"www.boxofficemojo.com 
  23. Bernard Weinraub (মার্চ ২২, ১৯৯৯)। "'Shakespeare' Best Picture But Spielberg Best Director"The New York Times 
  24. "Shakespeare in Love (1998) – Awards"The New York Times। ১৯৯৮। নভেম্বর ৪, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২৮, ২০১১ 

বহিঃসংযোগ সম্পাদনা