গাব্রিয়েল মেরকাদো

আর্জেন্টিনীয় ফুটবলার

গাব্রিয়েল ইভান মেরকাদো (স্পেনীয় উচ্চারণ: [ɡaˈβɾjel merˈkaðo]; জন্ম: ১৮ মার্চ ১৯৮৭) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবলার, যিনি লা লীগ ক্লাব সেভিয়া এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন ফুল ব্যাক হলেও তিনি মাঝে মধ্যে একজন সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবেও খেলে থাকেন। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত আর্জেন্টিনীয়।

গাব্রিয়েল মেরকাদো
২০১৬ সালে গাব্রিয়েল মেরকাদো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম গাব্রিয়েল ইভান মেরকাদো
জন্ম (1987-03-18) ১৮ মার্চ ১৯৮৭ (বয়স ৩৭)
জন্ম স্থান পুয়ের্তো মাদ্রাইন, আর্জেন্টিনা
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
সেভিয়া
জার্সি নম্বর ২৫
যুব পর্যায়
রেসিং ক্লাব
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৬–২০১০ রেসিং ক্লাব ৯৬ (১)
২০১০–২০১২ এস্তুদিয়ান্তেস এলপি ৬৬ (১০)
২০১২–২০১৬ রিভার প্লেত ৯৪ (৫)
২০১৬– সেভিয়া ৪০ (৩)
জাতীয় দল
২০০৭ আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ১১ (০)
২০১০– আর্জেন্টিনা ২০ (৩)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪ মে ২০১৭ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৪ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

তিনি রেসিং ক্লাব দে আভেলানেদার হয়ে খেলার মাধ্যমে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। অতঃপর ২০১২ সালে, তিনি ক্লাব আতলেতিকো রিভার প্লেতে যোগদান করেন, যেখানে তিনি ৬টি ঘরোয়া এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা জয়লাভ কর‍তে সক্ষম হন যার মধ্যে কোপা লিবের্তাদোরেস অন্যতম। পরবর্তীতে ২০১৬ সালে, তিনি ২.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে লা লীগ ক্লাব সেভিয়া ফুটবল ক্লাবে যোগদান করেন।

২০১০ সালে, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে তিনি আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তিনি ২০১৬ কোপা আমেরিকায় আর্জেন্টিনা দলের একজন সদস্য ছিলেন।

ক্যারিয়ার পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক গোলসংখ্যা

সম্পাদনা

স্কোর এবং ফলাফলের কলামে আর্জেন্টিনার গোলসংখ্যা প্রথমে উল্লেখ করা হয়েছে।

নং. তারিখ ভেন্যু প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা
২৪ মার্চ ২০১৬ এস্তাদিও নাসিওনাল জুলিও মার্তিনেজ প্রাদানোস, সান্তিয়াগো, চিলি   চিলি
–১
২–১
২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
২৯ মার্চ ২০১৬ এস্তাদিও মারিও আলবের্তো কেম্পেস, কোর্দোবা, আর্জেন্টিনা   বলিভিয়া
–০
২–০
২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
৯ জুন ২০১৭ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন, অস্ট্রেলিয়া টেমপ্লেট:দেশের উপাত্ত BR
–০
১–০
২০১৭ সুপারক্লাসিকো দে লাস আমেরিকাস

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা