গাজিয়ান্তেপ ফুটবল ক্লাব
তুর্কি ফুটবল ক্লাব
গাজিয়ান্তেপ ফুতবল কুলুবু (তুর্কি: Gaziantep Futbol Kulübü; এছাড়াও গাজিয়ান্তেপ এফকে অথবা শুধুমাত্র গাজিয়ান্তেপ নামে পরিচিত) হচ্ছে গাজিয়ান্তেপ ভিত্তিক একটি তুর্কি পেশাদার ফুটবল ক্লাব।[২][৩][৪][৫] এই ক্লাবটি বর্তমানে তুরস্কের শীর্ষ স্তরের ফুটবল লিগ সুপার লিগে খেলে।[৬] এই ক্লাবটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। গাজিয়ান্তেপ তাদের সকল হোম ম্যাচ গাজিয়ান্তেপের গাজিয়ান্তেপ স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৩,৫০২। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মারিউস সুমুদিকা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মেহমেত বুয়ুকেকশি। তুর্কি গোলরক্ষক গুনায় গুভেঞ্চ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
![]() | ||||
পূর্ণ নাম | গাজিয়ান্তেপ ফুতবল কুলুবু | |||
---|---|---|---|---|
সংক্ষিপ্ত নাম | জিএফকে | |||
প্রতিষ্ঠিত | ১৯৮৮ | |||
মাঠ | গাজিয়ান্তেপ স্টেডিয়াম[১] | |||
ধারণক্ষমতা | ৩৩,৫০২ | |||
মালিক | সাঙ্কো হোল্ডিং | |||
সভাপতি | ![]() | |||
ম্যানেজার | ![]() | |||
লিগ | সুপার লিগ | |||
২০১৯–২০ | ৮ম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "গাজিয়ান্তেপ স্টেডিয়াম"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০।
- ↑ "গাজিয়ান্তেপের অবস্থান"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০।
- ↑ "গাজিয়ান্তেপের ম্যাচের তথ্য"। সোফাস্কোর। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০।
- ↑ "ম্যাচের তথ্য"। সকারওয়ে। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০।
- ↑ "গাজিয়ান্তেপ এফকে সকল তথ্য"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০।
- ↑ "তথ্য"। ইউরোস্পোর্ট। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০।
বহিঃসংযোগ সম্পাদনা
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (তুর্কি)