গাংনী পৌরসভা
মেহেরপুর জেলার গাংনী উপজেলার পৌরসভা
গাংনী পৌরসভা বাংলাদেশের খুলনা বিভাগের মেহেরপুর জেলার গাংনী উপজেলার অন্তর্গত 'খ' শ্রেণির একটি পৌরসভা।[১]
গাংনী পৌরসভা | |
---|---|
পৌরসভা | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | মেহেরপুর জেলা |
উপজেলা | গাংনী উপজেলা |
প্রতিষ্ঠা | ২১-০৬-২০০১ |
সরকার | |
• মেয়র | আহম্মেদ আলী |
আয়তন | |
• মোট | ১৭.১২ বর্গকিমি (৬.৬১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪০,৫৪০ |
• জনঘনত্ব | ২,৪০০/বর্গকিমি (৬,১০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | 7110 |
অবস্থান ও সীমানা
সম্পাদনাগাংনী পৌরসভা মেহেরপুর জেলাধীন গাংনী উপজেলার একটি পৌর শহর। গাংনী শহর একটি প্রাচীনতম বাণিজ্যিক কেন্দ্র। গত ২১/০৬/২০০১ তারিখে সাহারবাটী ইউনিয়ন, ধাখোলা ইউনিয়ন ও গাংনী ইউনিয়নের কিছু অংশ নিয়ে পৌরসভা নামকরণ হয়। ৩টি মৌজা ও ১০ মৌজা ম্যাপে ১৭.১২ বঃকিঃ আয়তন নিয়ে পৌরসভা গঠিত হয়। উত্তর-পশ্চিমে ধানখোলা ইউনিয়ন, পুর্ব-দক্ষিনে রায়পুর ও ষোলটাকা ইউনিয়ন, দক্ষিন-পশ্চিমে সাহারবাটী। গাংনী উপজেলার ঠিক মধ্যভাগে গাংনী পৌরসভা অবস্থিত।
প্রশাসনিক এলাকা
সম্পাদনা- ওয়ার্ডঃ ০৯ টি
- মৌজাঃ ০৩ টি[১]
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাশিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা*শিক্ষার হারঃ
*শিক্ষা প্রতিষ্ঠানঃ[১]
- কলেজ - ০৭ টি
- সরকারি প্রাঃ বিদ্যালয় - ১৩ টি
- বে-সরকারি প্রাঃ বিদ্যালয় - ০ টি
- কেজি স্কুল - ০৬ টি
- হাইস্কুল - ০৫ টি
- টেকনক্যিাল কলেজ - ০১ টি
- হোমিও কলজে - ০১ টি
- মাদ্রাসা - ১০ টি
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান মেয়রঃ আহম্মেদ আলী