গঙ্গানন্দপুর ইউনিয়ন

যশোর জেলার ঝিকরগাছা উপজেলার একটি ইউনিয়ন

গঙ্গানন্দপুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার অন্তর্গত ঝিকরগাছা উপজেলার একটি অন্যতম ইউনিয়ন।[][] এলাকাটি ঝিকরগাছা- চৌগাছা সড়কের পাশে কপোতাক্ষ নদের অপর পার্শ্বে অর্থাৎ উত্তর -পশ্চিম দিকে অবস্থিত।অন্যতম ঐতিহ্যবাহী গঙ্গানন্দপুর গ্রামের নামানুসারে ইউনিয়নটির নামকরণ করা হয়। এলাকাটির ৪নং ওয়ার্ডের ছুটিপুর গ্রাম সংলগ্ন ইউনিয়ন পরিষদ  স্থাপন করা হয়েছে,যার মাধ্যমে এলাকার জন সাধারণ এর সেবা ও  উন্নয়ন মুলক কাজ করতে সক্ষম হবে।

গঙ্গানন্দপুর ইউনিয়ন
ইউনিয়ন
গঙ্গানন্দপুর ইউনিয়ন
গঙ্গানন্দপুর ইউনিয়ন খুলনা বিভাগ-এ অবস্থিত
গঙ্গানন্দপুর ইউনিয়ন
গঙ্গানন্দপুর ইউনিয়ন
গঙ্গানন্দপুর ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
গঙ্গানন্দপুর ইউনিয়ন
গঙ্গানন্দপুর ইউনিয়ন
বাংলাদেশে গঙ্গানন্দপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১০′১৫.৬″ উত্তর ৮৯°১′৪০.১″ পূর্ব / ২৩.১৭১০০০° উত্তর ৮৯.০২৭৮০৬° পূর্ব / 23.171000; 89.027806 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাযশোর জেলা
উপজেলাঝিকরগাছা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসন৮৬,যশোর ২
সরকার
আয়তন
 • মোট১১৭.৮৭ বর্গকিমি (৪৫.৫১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩০,৫২৬
 • জনঘনত্ব২৬০/বর্গকিমি (৬৭০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭৪২০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
এলাকার টেলিফোন কোড০৪২১
মানচিত্র
মানচিত্র

ভৌগোলিক অবস্থান

সম্পাদনা

ভৌগোলিক অবস্থান অনুযায়ী গঙ্গানন্দপুর ইউনিয়ন যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় অবস্থিত। ঝিকরগাছা থেকে প্রায় ৯-১০- কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। ইউনিয়নটি ১৬টি গ্রাম এবং ১৫টি মৌজা নিয়ে গঠিত হয়েছে।

গঙ্গানন্দপুর ইউনিয়নে মোট ১৬টি গ্রাম রয়েছে।

  1. ব্যাংদাহ
  2. গুলবাগপুর
  3. দত্তপাড়া
  4. শ্রীচন্দ্রপুর
  5. আটলিয়া
  6. মৌতা
  7. গোয়ালহাটি
  8. ছুটিপুর
  9. বিষহরী
  10. বালিয়া,
  11. গৌরসুটি
  12. কাগমারী
  13. কৃষ্ণচন্দ্রপুর
  14. গঙ্গানন্দপুর
  15. নবগ্রাম
  16. জিউলীগাছা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "গঙ্গানন্দপুর ইউনিয়ন"ganganandapurup.jessore.gov.bd। ২০২০-০২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭