খোকা ৪২০
খোকা ৪২০ একটি ২০১৩ সালের বাংলা চলচ্চিত্র। এই চলচ্চিত্রের নাম অভিনেতা দেবের খোকাবাবু চলচ্চিত্রের গান খোকা ৪২০ থেকে নেয়া হয়েছে। এতে অভিনয় করেছেন দেব, শুভশ্রী গাঙ্গুলী, নুসরাত জাহান, রজতাভ দত্ত, তাপস পাল প্রমুখ ব্যক্তি। এটি তেলুগু চলচ্চিত্র বৃন্দাবনম-এর কাহিনি থেকে নেয়া হয়েছে। খোকাবাবু চলচ্চিত্রের পরের এই চলচ্চিত্রটি পুরোপুরি পুনঃনির্মাণ নয়। কারণ কেবল নাম আর নায়কের নাম ছাড়া কাহিনিগত কোনই মিল নেই।[১] এই চলচ্চিত্রটি পশ্চিম বাংলায় বিখ্যাত হয়।[২]
খোকা ৪২০ | |
---|---|
পরিচালক | রাজিব বিশ্বাস |
প্রযোজক | অশোক ধানুকা এসকে মুভিজ |
রচয়িতা | শায়াক গাঙ্গুলী |
কাহিনিকার | পেলে |
শ্রেষ্ঠাংশে | দেব নুসরাত জাহান শুভশ্রী গাঙ্গুলী |
সুরকার | ঋষি চন্দ স্যাভি গুপ্ত শ্রী প্রীতম সৃজিত |
চিত্রগ্রাহক | সৃষা রায় |
সম্পাদক | মোহাম্মদ কালাম খান, সৈকত সেনগুপ্ত |
পরিবেশক | এসকে মুভিজ |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৬৬ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
আয় | ৮কোটি |
কাহিনি
সম্পাদনাএই চলচ্চিত্রের মুখ্য নায়ক কৃষ (দেব) এবং অভিনেত্রী ভূমি (শুভশ্রী গাঙ্গুলী)।[৩] কৃশ ধনাঢ্য ব্যক্তির সন্তান। সে মেঘাকে (নুসরাত জাহান) ভালবাসে। এ পর্যায়ে মেঘার সাথে পরিচয় হয় ভূমির। তারা দুইজনে বন্ধু হয়। ভূমি মেঘাকে তার সমস্যার কথা বলে যে তার এক কাকাতো ভাই তাকে বিয়ে করতে চায়, পরিবারও তাই চায়, কিন্তু সে চায় না। তাই মেঘা তাকে সাহায্য করার জন্য কৃষকে ভূমির প্রেমিক হিসেবে পাঠায়। কৃষ প্রথমে রাজি না হলেও পরে জোরাজুরি করায় রাজি হয়। কাহিনির এক পর্যায়ে কৃষ সত্যি সত্যিই ভূমিকে ভালবেসে ফেলে। ভূমিও তাকে ভালবাসে। এদিকে পরে জানা যায় ভূমি ও মেঘার বাবা পরস্পরের সৎ ভাই ও শত্রু।[৪] কৃষ তাদেরকে এক করে দেয়। এদিকে মেঘাও বুঝতে পারে কৃষ তার কাছ থেকে দূরে সরে গেছে। কাহিনি নতুন মোড় নেয় যখন হারাধন বন্দ্যোপাধ্যায় মারা যায় এবং এখানেই এটি তেলুগু চলচ্চিত্র বৃন্দাবনম থেকে পৃথক হয়ে যায়।
অভিনয়ে
সম্পাদনা- কৃষ চরিত্রে দেব
- ভূমি চরিত্রে শুভশ্রী গাঙ্গুলী
- মেঘা চরিত্রে নুসরাত জাহান
- ভূমির বাবা চরিত্রে তাপস পাল
- মেঘার বাবা চরিত্রে রজতাভ দত্ত
- ভূমি ও মেঘার দাদু চরিত্রে হারাধন বন্দ্যোপাধ্যায়
- কৃষের সঙ্গী চরিত্রে অরিত্র দত্ত বণিক ও শুভজিৎ ভৌমিক
- পার্থ সারথী চৌধুরী
সংগীত
সম্পাদনাখোকা ৪২০ | |
---|---|
স্যাভি গুপ্ত, ঋষি চন্দ, শ্রী প্রীতম, সৃজিত কর্তৃক চলচ্চিত্রের গান | |
মুক্তির তারিখ | মে ২০১৩ |
শব্দধারণের সময় | ২০১৩ |
ঘরানা | চলচ্চিত্রের গান |
দৈর্ঘ্য | ৩৪:৫০ মিনিট |
সঙ্গীত প্রকাশনী | এসকে মুভিজ (ধুম মিউজিক) |
প্রযোজক | অশোক ধানুকা |
স্যাভি গুপ্ত ও ঋষি চন্দ এই চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেন। তবে ৪ সুরকারকে এই সংগীত দেয়া হয়। তারা নিজেদের মত সুরারোপ করেন এবং সবচেয়ে ভালটাই বেছে নেয়া হয়।[৫] খোকা ৪২০ সর্বমোট ৫১ কোটি টাকা আয় করে পাগলু ২কেও হারিয়ে দেয়।
গানের নাম | গায়ক | রেটিং | হিট |
---|---|---|---|
০১. ম্যাড আই অ্যাম ম্যাড | মিকা সিং ও সাবেরী ভট্টাচার্য | ৮.০ | হ্যাঁ |
০২. সলিড কেস খেয়েছি | বাপ্পী লাহিড়ী ও পূর্ণিমা শ্রেষ্ঠা | ৮.০ | হ্যাঁ |
০৩. বিন তেরে তেরে বিন | জুবিন গার্গ | ৯.৫ | হ্যাঁ (সবথেকে জনপ্রিয় গান) |
০৪. গভীর জলের ফিশ (টাইটেল ট্র্যাক) | অভিজিৎ ও আকৃতি কক্কর | ৮.০ | হ্যাঁ |
০৫. ও বন্ধু আমার | শান ও মহালক্ষী আইয়ের | ৮.৬ | হ্যাঁ |
০৬. জয় গোবিন্দা জয় গোপালা | অভিজিৎ ও মহালক্ষী আইয়ের | ৮.৫ | হ্যাঁ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ফিল্মের নতুন ল্যাজ"। Anandabazar Patrika। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৩।
- ↑ "ফের দেখাল খোকা"। Anandabazar Patrika। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Biswas, Jaya (১৬ জুন ২০১৩)। "Khoka 420 movie review"। Times of India। The Times Group। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৩।
- ↑ "খোকা ৪২০'-এর এই দৃশ্যের শুটিং"। Anandabazar Patrika। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০১৩-১২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-১০-১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে খোকা ৪২০ (ইংরেজি)