খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ

খুলনায় অবস্থিত খুলনা জেলা প্রশাসন পরিচালিত একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ খুলনা জেলায় অবস্থিত খুলনা জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টির ছাত্র-ছাত্রীদের পাবলিক পরীক্ষার ফলাফল এবং খেলাধুলা, সাংস্কৃতিক ও অন্যান্য সহশিক্ষা কর্মকাণ্ডের ভিত্তিতে খুলনা জেলার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গণ্য হয়ে আসছে। কঠোর শৃঙ্খলা রক্ষা, মানসম্মত শিক্ষা প্রদান ও পাবলিক পরীক্ষাসমূহে ধারাবাহিক ভালো ফলাফল এবং সুসংগঠিত ও নিয়মিত সহশিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে সুনাগরিক গঠনে খুলনা অঞ্চলে খুলনা ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ বিখ্যাত।[১]

খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ
প্রাতিষ্ঠানিক লোগো
অবস্থান
খুলনা মহানগর, ২২নং ওয়ার্ড,

,
খুলনা সদর–৯০০০,

তথ্য
ধরনস্কুল ও কলেজ
প্রতিষ্ঠাকাল২ মে ২০১৫; ৮ বছর আগে (2015-05-02)
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
বিদ্যালয় জেলাখুলনা জেলা
সেশনজানুয়ারি–ডিসেম্বর
বিদ্যালয় কোড১৩৭৬৭৫
ইআইআইএন১৩৭৬৭৫ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রধান শিক্ষকপ্রফেসর এম. আবুল বাশার মোল্লা
অনুষদবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা
শিক্ষকমণ্ডলী২৭
শ্রেণী৩য়–দ্বাদশ
লিঙ্গবালক, বালিকা
ভাষাবাংলা
ক্যাম্পাসের ধরনশহুরে
ওয়েবসাইটwww.kcpscbd.edu.bd

ইতিহাস সম্পাদনা

২০১৪ সালে খুলনার শিক্ষার মান বৃদ্ধির তৎকালীন জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেন; যার অর্থায়নের ভার ছিলো খুলনা জেলা প্রশাসনের হাতে। পরবর্তীতে খুলনার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সুশীল সমাজ, সাংবাদিক এবং জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দের সমন্বিত সিদ্ধান্তের ভিত্তিতে ৮ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখে খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত হয়।[১]

নেতৃত্ব সম্পাদনা

খুলনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ সরাসরি খুলনা জেলা প্রশাসন এর তত্ত্বাবধানে পরিচালিত হয়। বিদ্যালয়টির পরিচালনা পর্ষদ সভাপতি, অধ্যক্ষ তথা সদস্য সচিব, স্কুল ও কলেজ শাখা থেকে একজন করে শিক্ষক প্রতিনিধি, তিনজন অভিভাবক প্রতিনিধির সমন্বয়ে গঠিত।[২]

প্রতিষ্ঠানের বর্তমান সভাপতিঃ মোঃ মনিরুজ্জামান তালুকদার

অধ্যক্ষঃ এম আবুল বাশার মোল্লা

শ্রেণি, বিভাগ ও শাখা সমূহ সম্পাদনা

বিদ্যালয়টিতে ছেলে এবং মেয়ে উভয়ের অধ্যয়নের সুযোগ থাকে। বিদ্যালয়টি মূলত একটি প্রাথমিক বিদ্যালয় সংযুক্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বর্তমানে এ বিদ্যালয়ে ৩য় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাদান করা হয়।

ইউনিফর্ম সম্পাদনা

  • ছেলেদের খাকি শার্ট     , নেভি ব্লু প্যান্ট     , সাদা কেডস্      এবং কালো বেল্ট     ; কলেজ শাখার জন্য কালো জুতা     
  • মেয়েদের ম্যাজেন্টা কামিজ     , কামিজের উপর নীল ক্রস বেল্ট     , কোমরে নীল বেল্ট      এবং সাদা কেডস্     ; কলেজ শাখার কালো জুতা     

ফলাফল সম্পাদনা

বিদ্যালয়ে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশের হারের তালিকাঃ[৩]

সাল পরীক্ষার নাম পরীক্ষার্থী উত্তীর্ণ পাশের হার
২০১৯ এইচএসসি ৪৩ ৪৩ ১০০
২০২০ এইচএসসি ৫৯ ৫৯ ১০০
২০২১ এইচএসসি ৩৮ ৩৬ ৯৪.৭৪

সহশিক্ষা কার্যক্রম সম্পাদনা

এ প্রতিষ্ঠানে খেলাধুলা, সাংস্কৃতিক ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রম সাফল্যের সাথে পরিচালিত হয়।

ক্লাব কথন সম্পাদনা

  1. বিতর্ক ক্লাব
  2. ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব
  3. সাহিত্য ক্লাব

অন্যান্য কার্যক্রম সম্পাদনা

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পরিক্রমা, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজ"kcpscbd.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৬ 
  2. "পরিচালনা পর্ষদ, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজ"kcpscbd.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৬ 
  3. "ফলাফল"banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৬