খালিশা চাপানী ইউনিয়ন

নীলফামারী জেলার ডিমলা উপজেলার একটি ইউনিয়ন

খালিশা চাপানী ইউনিয়ন বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[২]

খালিশা চাপানী
ইউনিয়ন
ডাকনাম: খালিশা চাপানী ইউপি
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলানীলফামারী জেলা
উপজেলাডিমলা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানআতাউর রহমান সরকার
উচ্চতা[১]৫৩ মিটার (১৭৪ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৮,৮৩৫
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৩৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান সম্পাদনা

খালিশা চাপানী ইউনিয়ন নীলফামারী জেলার ডিমলা উপজেলা অবস্থিত। চাপানী ইউনিয়নের উত্তরে গয়াবাড়ী ইউনিয়ননাউতারা ইউনিয়ন, পূর্বে হাতীবান্ধা উপজেলা, দক্ষিণে ঝুনাগাছা চাপানী ইউনিয়ন এবং পশ্চিমে নাউতারা ইউনিয়ন অবস্থিত। এ ইউনিয়নের মাঝ বরাবর নাউতারা নদী প্রবাহিত হয়েছে।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

খালিশা চাপানী ইউনিয়ন ৫টি মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।[৩]

মৌজা সমূহ-

  • ছোটখাতা
  • ডালিয়া
  • বাইশপুকুর
  • কাকিনা চাপানী
  • খালিশা চাপানী

ইতিহাস সম্পাদনা

জনসংখ্যা সম্পাদনা

খালিশা চাপানী ইউনিয়নের মোট জনসংখ্যা= ২৮,৮৩৫ জন।[৪]

শিক্ষা সম্পাদনা

এ ইউনিয়নে কলেজ ১টি, মাধ্যমিক বিদ্যালয় ৪টি, মাদ্রাসা ২টি, প্রাথমিক বিদ্যালয় ১৮টি, কিন্ডারগার্ডেন ২টি রয়েছে।

উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান-

অর্থনীতি সম্পাদনা

ছোটখাতা গ্রামে একসময় অনেক জমির মালিক ছিলো,, আবুল মেম্বার, চটকু মামুদ, কছির উদ্দিন,, এই সব ব্যাক্তিবগের সমায়ের পরিবর্তন এ এই সব জমির ও মালিকানা পরিবর্তন হয়,,, সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Geographic coordinates of Dalia, Bangladesh" (ইংরেজি ভাষায়)। DATEANDTIME.INFO। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৭ 
  2. জাতীয় তথ্য বাতায়ন
  3. প্রশাসনিক বিভাগ[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "খালিশা চাপানী ইউনিয়নের জনসংখ্যা"www.lcgbangladesh.org। ২৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৫