খাতের আলী ডিগ্রি কলেজ

কুষ্টিয়া জেলার কলেজ

খাতের আলী ডিগ্রি কলেজ কুষ্টিয়া জেলার সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি কলেজ। ১৯৮৪ সালে কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল খালেক চন্টু তার মরহুম পিতা খাতের আলী-এর নামে কলেজটি প্রতিষ্ঠিত করেন।

খাতের আলী ডিগ্রি কলেজ
কলেজের প্রধান ফটক
ধরনএমপিওভুক্ত কলেজ
স্থাপিত১৯৮৪; ৪০ বছর আগে (1984)
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষমোঃ আমিরুল ইসলাম
ঠিকানা
২৩°৪৫′০৭″ উত্তর ৮৯°০৭′৩২″ পূর্ব / ২৩.৭৫১৮৭৩১° উত্তর ৮৯.১২৫৪৯৪৬° পূর্ব / 23.7518731; 89.1254946
ওয়েবসাইটkhateralicollegekushtia.jessoreboard.gov.bd
মানচিত্র

অবস্থান

সম্পাদনা

কলেজটি কুষ্টিয়া জেলার সদর উপজেলার (ইসলামী বিশ্ববিদ্যালয় থানা) হরিনারায়ণপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে অবস্থিত। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশেই কলেজটি অবস্থিত। কুষ্টিয়া থেকে কলেজটির দুরত্ব প্রায় ২০ কিলোমিটার।

শিক্ষা কার্যক্রম

সম্পাদনা

বিভাগসমূহ

সম্পাদনা

কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যশোর বোর্ডের অধীনে ৩টি বিভাগ রয়েছে।[] জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ০২ ধরনের ডিগ্রি কোর্স রয়েছে।[]

ডিগ্রি নং বিষয়
এইচএসসি ০১ বিজ্ঞান
০২ মানবিক
০৩ বানিজ্য
ডিগ্রি (পাস) ০৪ বি.এ.
০৫ বি.এস.এস.

প্রশাসনিক তথ্য

সম্পাদনা
  • ইআইআইএন-১১৭৮১২
  • জাতীয় বিশ্ববিদ্যালয় কোড-১০৩৮

চিত্রশালা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Khater Ali Degree College-117812"মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৭ 
  2. "Khater Ali Degree College-1038"জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৭