খাগড়াছড়ি সরকারি কলেজ

খাগড়াছড়ি জেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান

খাগড়াছড়ি সরকারি কলেজ খাগড়াছড়ি জেলার কলেজ রোড, চেঙ্গি চত্তরে অবস্থিত একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটি সমতল ভূমিতে অবস্থিত। খাগড়াছড়ি সরকারি কলেজ অত্র জেলার নামকরা কলেজগুলোর মধ্যে একটি। এ কলেজে উচ্চমাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের শিক্ষাকার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধিভুক্ত।

খাগড়াছড়ি সরকারি কলেজ
অত্র কলেজের ৩ নং একাডেমিক ভবন
অবস্থান
মানচিত্র
কলেজ রোড, চেঙ্গি চত্বর, খাগড়াছড়ি

,
৪৪০০
স্থানাঙ্ক২৩°০৬′৪৮″ উত্তর ৯১°৫৮′৪০″ পূর্ব / ২৩.১১৩৪৩৬৪° উত্তর ৯১.৯৭৭৭৯৮৬° পূর্ব / 23.1134364; 91.9777986
তথ্য
ধরনসরকারি
নীতিবাক্যজ্ঞানই আলো
প্রতিষ্ঠাকাল১৯৭৪ সালে
প্রতিষ্ঠাতাবীরেন্দ্র কিশোর রোয়াজা
বিদ্যালয় জেলাখাগড়াছড়ি
বিদ্যালয় কোড১০৬৭৮৯
ইআইআইএন১০৬৭৮৯ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষপ্রফেসর মিছবাহুদ্দীন আহমেদ
শিক্ষার্থী সংখ্যা৬৫০০+
ভাষাবাংলা
শিক্ষায়তনপ্রায় ৯ একর
ক্যাম্পাসের ধরনশহর
ক্রীড়াফুটবল, ক্রিকেট, বাস্কেটবল
অন্তর্ভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
শিক্ষা বোর্ডচট্টগ্রাম শিক্ষা বোর্ড
ওয়েবসাইটkgc-edu.gov.bd
অত্র কলেজের গেইট

ইতিহাস

সম্পাদনা

শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার অর্জনের লক্ষ‍্যে ১০ই মার্চ ১৯৭৪ সালে পানখাইয়া পাড়ার স্বল্প সংখ‍্যক শিক্ষকের সহযোগিতায় মানবিক ও ব‍্যবস‍ায় শিক্ষা বিভাগে স্বল্প সংখ‍্যক শিক্ষার্থী নিয়ে বেসরকারিভাবে প্রথম প্রতিষ্ঠিত হয় খাগড়াছড়ি সরকারি কলেজ। এর কয়েক বছর পর বর্তমান চেঙ্গি স্কয়ার এলাকায় কলেজটি স্থানান্তর করা হয়। ১ মার্চ ১৯৮০ সালে কলেজটি সরকারিকরণ করা হয়। [][].সাবেক এম. এল. এ. বীরেন্দ্র কিশোর রোয়াজা (ত্রিপুরা) কলেজটির উন্নয়নের জন্য ২৫ লাখ টাকা সরকার হতে অনুদান এনে দিয়েছিলেন।[]

অনুষদ ও বিভাগসমূহ

সম্পাদনা

বর্তমানে এ কলেজে "উচ্চমাধ্যমিক" শাখায় বিজ্ঞান, মানবিক ও ব‍‍্যবসা বিভাগে পাঠদান করা হয়। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, ব‍্যবস্থাপনা ও রসায়ন বিষয়ে সম্মান, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাস্টার্স এবং বি. এ. (পাস), বি. বি. এ. (পাস) ও বি. এস. এস. (পাস) কোর্স চালু রয়েছে। উল্লেখ‍্য যে, হিসাববিজ্ঞান, ইংরেজি ও দর্শন বিষয়ে সম্মান কোর্সের অনুমোদন শিক্ষা মন্ত্রনালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। ব্যবসায় শিক্ষা, কলা ও সমাজবিজ্ঞান অনুষদে ৯ টি বিষয় পড়ানো হয়।

কলা অনুষদ

সম্পাদনা
  • বাংলা
  • ইংরেজি
  • ইতিহাস
  • দর্শন

সামাজিক বিজ্ঞান অনুষদ

সম্পাদনা
  • অর্থনীতি
  • রাষ্ট্রবিজ্ঞান
  • সমাজবিজ্ঞান

ব্যবসায় শিক্ষা অনুষদ

সম্পাদনা
  • হিসাববিজ্ঞান
  • ব্যবস্থাপনা

কলেজ ভবন

সম্পাদনা
  • একাডেমিক ভবন ১
  • একাডেমিক ভবন ২
  • একাডেমিক ভবন ৩
  • ছাত্রী হোস্টেল ভবন
  • রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ভবন
  • প্রশাসনিক ভবন

কলেজের অভ্যন্তরেই বিশাল আকৃতির মাঠ রয়েছে। প্রতি বছর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়ে থাকে।

পাঠাগার

সম্পাদনা

কলেজের অভ‍্যন্তরে একটি গ্রন্থাগার রয়েছে যেখানে পর্যাপ্ত বই রয়েছে।

মিলনায়তন

সম্পাদনা

কলেজে একটি ছাত্র ও একটি ছাত্রী মিলনায়তন রয়েছে।

বোটানিক‍্যাল গার্ডেন

সম্পাদনা

কলেজ চত্বরে পদার্থবিজ্ঞান বিভাগের সামনে জীববিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে একটি বোটানিক‍্যাল গার্ডেন আছে।

যানবাহন

সম্পাদনা

কলেজে একটি বাস গাড়ি রয়েছে ছাত্র-ছাত্রীদের কলেজে যাতায়তের জন্য।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন

সম্পাদনা

কলেজে ছাত্র ছাত্রীদের জন‍্য যুব রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, গার্লস গাইড ও ফটোগ্রাফি ক্লাব এ অংশগ্রহণ এর সুযোগ রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. / পাঠ পরিকল্পনা ও একাডেমিক ক‍্যালেন্ডার, খাগড়াছড়ি সরকারি কলেজ
  2. / https://kgc-edu.gov.bd/home/college_history.php ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ এপ্রিল ২০২১ তারিখে
  3. "বীরেন্দ্র কিশোর রোয়াজা"এলেংচা এক্সপ্রেস। ১৬ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারী ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা