খসড়া আলোচনা:২০২৩ বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা

সাম্প্রতিক মন্তব্য: NahidHossain কর্তৃক ১ বছর পূর্বে "কপি-পেস্ট" অনুচ্ছেদে

কেন? সম্পাদনা

@প্রলয়স্রোত: সুধী, আপনি নিবন্ধটি তৈরির সময় বিশেষ:স্থায়ী সংযোগ/6534614 একটি বাক্যে লিখেছেন কাদিয়ানী মুসলিম সম্প্রদায়ের ছেলেকে জবাই করে হত্যা করা হয় সেখানে বিবিসি বাংলার তথ্যসূত্র ব্যবহার করেছেন। অথচ তথ্যসূত্রে এমন কোনো লেখা উল্লেখ নেই। আপনি এমন লেখা কেন যোগ করেছেন এটির বিস্তারিত জানতে চাচ্ছি। সেই সাথে নিবন্ধর বাকি অংশেও যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো ভুল করে থাকেন তা সংশোধনের অনুরোধ করা যাচ্ছে। এই ধরনের নিবন্ধ তৈরিতে শব্দচয়নে অধিক সতর্কতা অবলম্বন জরুরি। @Robin Saha এবং NahidHossain: নিবন্ধের অবদানকারী হিসেবে আপনাদেরকেও বিষয়টি অবগত করলাম, সেই সাথে আপনাদের সম্পাদনাও পরীক্ষা করার জন্য অনুরোধ রইলো। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৮:০৩, ১১ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

শব্দ চয়নের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন করা হয়েছে। নিবন্ধে উল্লেখিত এবং অনুল্লেখিত সূত্রে কাদিয়ানী সম্প্রদায় বা আহমাদিয়া সম্প্রদায় শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে এই দুই শব্দের মাঝখানে মুসলিম শব্দ যোগ করে দেয়া হয়েছে। মৃত্যুর খবর সম্পর্কে কিছুটা ধোঁয়াশা সংবাদ প্রকাশিত হয়েছে বলে সমস্যা তৈরি হয়েছে। কিছু তথ্যসূত্র বলছে এটা গুজব এবং পুলিশ এটাতে কান না দিয়ে সবাইকে শান্ত থাকতে বলেছে। আমি দুইজন মারা যাওয়ার খবর যুক্ত করে দিলাম। -- NahidHossain (আলাপ) ১৮:১৫, ১১ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
এইধরনের কোনো সমস্যা আসলে অনেকক্ষেত্রে নিজেও সমাধান করতে পারেন। ধন্যবাদ। প্রলয় (আলাপ) ১৯:০৯, ১১ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@প্রলয়স্রোত: আমি আপনার বার্তার মাধ্যমে বিস্তারিত উত্তর পাইনি। এক লাইনে উত্তর দেওয়ার জন্য আপনাকে বার্তাটি দেওয়া হয়নি। উইকিপিডিয়া সবার জন্য সেটা আমি জানি, কিন্তু এখানে মনগড়া, অবিশ্বকোষীয়, অনিরপেক্ষ এবং তথ্যসূত্রবিহীন উস্কানিমূলক শব্দ ব্যবহার করা যাবে না। উপরে চিহ্নিত বাক্যটি আপনি তথ্যসূত্র ছাড়াই যোগ করেছেন। তাই এধরনের সম্পাদনার ভার আপনার ওপরই বর্তায়, এটা অন্য কেউ সংশোধন করলেও আপনি এটা কেন করেছেন তার উত্তর অবশ্যই প্রদান করতে হবে। আমি ওপরেই বলেছি এসব নিবন্ধ তৈরিতে শব্দচয়নেও সতর্ক হতে হবে সেই সাথে নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়া তথ্য যোগ করা যাবে না। সেজন্য আপনাকে আবারও অনুরোধ করা যাচ্ছে নিবন্ধে ভুল তথ্য যোগ করে থাকলে তা সংশোধন করুন এবং নিরপেক্ষতা বজায় রেখে সম্পাদনা করুন। কেউ যদি এসব ইচ্ছে করেই করে থাকে তাহলে তা ধ্বংসপ্রবণতার পর্যায়ে পড়ে। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৩:১৪, ১২ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

কপি-পেস্ট সম্পাদনা

@Robin Saha: আপনি বিশেষ:পার্থক্য/6534740 সম্পাদনা পুরোটাই প্রদত্ত তথ্যসূত্র থেকে কপি-পেস্ট করেছেন। এধরনের কপি-পেস্ট না করার অনুরোধ রইল। একইসাথে, এরকম নিবন্ধের জন্য অনির্ভরযোগ্য উৎস ব্যবহার করবেন না। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:৩১, ২০ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ছোট খাটো প্রায় সব ঘটনার সাথে কিঞ্চিৎ ধর্ম নিয়ে কথা থাকেই। এমনকি ব্যক্তিগত ঝগড়া বিবাদেও ধর্মীয় বিভিন্ন শব্দ বা ইস্যু লোকালি ব্যবহার করা হয়। সাম্প্রদায়িক সহিংসতা শিরোনামের এরকম সেনসিটিভ একটা পাতায় অগুরুত্বপূর্ন ঘটনা অনির্ভরযোগ্য উৎস কে উদ্ধৃতি করে নিবন্ধে যোগ করার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা উচিৎ বলে মনে করছি। -- NahidHossain (আলাপ) ০৬:২৪, ২০ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"২০২৩ বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা" পাতায় ফেরত যান।