খসড়া:বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ব্যবস্থা

বাংলাদেশে উচ্চ শিক্ষার জন্য সরকারি বিশ্ববিদ্যালয় গুলো সমন্বিত / গুচ্ছ এবং একক ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করে ভর্তি নিয়ে থাকে। ঢাবি, রাবি, চবি, জাবি, বুয়েট ও বুটেস্ক আলাদা আলাদা ভাবে একক ভর্তি পরীক্ষার মাধ্যমে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এসএসসি ও এইচএসসি পরিক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি নিয়ে থাকে। ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ৩৭টি সরকারি মেডিকেল কলেজ, ৯টি কৃষি বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাক্রমে ভর্তি নিয়ে থাকে।

সমন্বিত

সম্পাদনা
  1. জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা
  2. কৃষি গুচ্ছ ভর্তি ব্যবস্থা
  3. প্রকৌশল গুচ্ছ ভর্তি ব্যবস্থা
  4. মেডিকেল ভর্তি ব্যবস্থা
  5. ডেন্টাল ভর্তি ব্যবস্থা
  6. নার্সিং ভর্তি ব্যবস্থা
  7. ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ ভর্তি ব্যবস্থা
  1. ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি ব্যবস্থা
  2. রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ব্যবস্থা
  3. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি ব্যবস্থা
  4. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি ব্যবস্থা
  5. জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ব্যবস্থা
  6. বুয়েট ভর্তি ব্যবস্থা
  7. বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ভর্তি ব্যবস্থা

জিএসটি গুচ্ছ ভর্তি ব্যবস্থা

সম্পাদনা

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা (GST- General, Science & Technology) হলো বাংলাদেশের একটি বার্ষিক সমন্বিত ভর্তি ব্যবস্থা। এর মাধ্যমে ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা যাচাই করা হয়।[১] ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ২০২১ সালে সর্বপ্রথম পরিক্ষা অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০২৪ সালে ৩,০৫,৩৪৬ জন শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করে।[২]

কৃষি গুচ্ছ ভর্তি ব্যবস্থা

সম্পাদনা

কৃষি গুচ্ছ ভর্তি ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে নয়টি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানের জন্য শিক্ষার্থী ভর্তির যোগ্যতা যাচাই করা হয়। শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। সর্বশেষ ২০২৪ সালে ৩৭৯৮টি আসনে জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।[৩] ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রায় ৭৫ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছিল।[৪]

কৃষি গুচ্ছ ভর্তি ব্যবস্থা
ধরনভর্তি পরীক্ষা
নম্বর / গ্রেডের সীমা১০০
স্কোর / গ্রেডের স্থায়িত্ব১ বছর
বাধানিষেধসর্বোচ্চ ২ বার
দেশ / অঞ্চলবাংলাদেশ
ভাষাবাংলা ও ইংরেজি
পরীক্ষার্থীদের বার্ষিক সংখ্যা৭৫,০০০+ (২০২৩)
ফি১,২০০ টাকা
স্কোর / গ্রেড ব্যবহারকারীগুচ্ছ বিশ্ববিদ্যালয়সমূহ
ওয়েবসাইটhttps://acas.edu.bd/

বিশ্ববিদ্যালয় ও আসন সংখ্যা

সম্পাদনা
বিশ্ববিদ্যালয় আসন অবস্থান প্রতিষ্ঠা টীকা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১১১৬ ময়মনসিংহ ১৯৬১
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ৪৩৫ ঢাকা ২০০১
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ৬৯৮ গাজীপুর ১৯৯৮
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪৪৮ পটুয়াখালী ১৯৭২
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ২৭০ চট্টগ্রাম ১৯৯৬
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ৪৩১ সিলেট ২০০৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ১৫০ খুলনা ২০১৯
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ৯০ হবিগঞ্জ ২০২০
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ৮০ কুড়িগ্রাম ২০২১

আবেদনের যোগ্যতা

সম্পাদনা

বিগত পাঁচ বছরে এসএসসি/সমমান এবং দুই বছরে এইচএসসি/সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছে, কেবলমাত্র তারাই আবেদন করতে পারে। আবেদনকারীর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হয়। জিসিই এবং এ লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে। এক্ষেত্রে এ ও বি গ্রেডের জন্য যথাক্রমে ৫ ও ৪ জিপিএ গণনা করা হবে।

পরিক্ষার বিষয় ও নম্বর

সম্পাদনা

এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। যা সম্প্রতি সময়ের এইচএসসি/সমমানের পরীক্ষার সিলেবাস অনুযায়ী (ইংরেজি ১০, প্রাণিবিজ্ঞান ১৫, উদ্ভিদবিজ্ঞান ১৫, পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২০ এবং গণিত ২০ নম্বর) প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.০০ (এক) নম্বর প্রদান করা হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যায়। মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হয়। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সাথে এসএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (চতুর্থ বিষয় ব্যতীত) ভিত্তিতে ২৫ এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (চতুর্থ বিষয় ব্যতীত) ভিত্তিতে ২৫ নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষমান তালিকা তৈরি করা হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "২৪ বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের জিএসটি গুচ্ছ, নেতৃত্বে যবিপ্রবি"Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৯ 
  2. অনলাইন, চ্যানেল আই (২০২৪-০৪-২৫)। "শনিবার শুরু হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৯ 
  3. প্রতিবেদক, নিজস্ব (২০২৪-০৪-১৭)। "কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা, যুক্ত আরও এক বিশ্ববিদ্যালয়, ৩৭১৮ আসনের ভর্তির বিস্তারিত দেখুন"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৩ 
  4. "কৃষি গুচ্ছে যত আবেদন পড়ল"thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৩