খসড়া:গিয়াস উদ্দিন তাহেরী

মুফতি

গিয়াস উদ্দিন তাহেরী
ব্যক্তিগত তথ্য
জন্ম (1985-03-01) ১ মার্চ ১৯৮৫ (বয়স ৩৯)[১]
ধর্মইসলাম
জাতীয়তাবাংলাদেশি
সন্তান
পিতামাতা
  • নজিব উদ্দিন (পিতা)
  • মোহছেনা বেগম (মাতা)
জাতিসত্তাবাঙালি
যুগআধুনিক
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
প্রধান আগ্রহ
উল্লেখযোগ্য কাজওয়াজ-মাহফিল
যেখানের শিক্ষার্থী

গিয়াস উদ্দিন তাহেরী (জন্ম: ১ মার্চ ১৯৮৫) একজন বাংলাদেশি আলোচিত ও সমালোচিত ইসলামি বক্তা।[৩][৪] তিনি ধর্মীয় মাহফিলে তার বিতর্কিত কর্মকাণ্ড, বক্তব্যের জন্য সর্বাধিক পরিচিত।[৫] তিনি দাওয়াতে ঈমানী বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।[৬][৭] তিনি তার বক্তব্যে "চা খাবেন", "ঢেলে দেই?", "বসেন বসেন, বইসা যান" প্রভৃতি সংলাপের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছেন।[৮]

তাহেরী ১৯৮৫ সালের ১ মার্চ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নজিব উদ্দিন এবং মাতার নাম মোহছেনা বেগম। তার পিতা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক এবং মাতা গৃহিণী।[৯]

তাহেরী ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেন। এরপর ঢাকার কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল পাশ করেন।[৯] তাহেরী প্রধানত ধর্মীয় মাহফিলে বক্তব্য দেন। তিনি দাওয়াতে ঈমানী বাংলাদেশ নামক একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।[১০][১১][১২] তাহেরী ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তার প্রতীক ছিল ডাব। নির্বাচনে তিনি পরাজিত হন।[১৩]

ব্যক্তিগত জীবনে তাহেরী দুই সন্তানের জনক। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।[৯]

সমালোচনা

সম্পাদনা

তাহেরী বিভিন্ন ধর্মীয় মাহফিলে তার বিতর্কিত কর্মকাণ্ড, বক্তব্যের জন্য সমালোচিত হয়েছেন।[১৪] তার বক্তব্যের মধ্যে বলা 'চা খাবেন, ঢেলে দেই?', 'বসেন বসেন, বইসা যান', 'পরিবেশটা সুন্দর না, কোনো হৈচৈ আছে?' সহ বিভিন্ন সংলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।[৮][১৫] এছাড়াও মাহফিলে গান গাওয়া, নাচানাচি করে জিকির করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।[১৬][১৭]

২০১৯ সালের ১ সেপ্টেম্বর তাহেরীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের উপর আঘাত সৃষ্টির অভিযোগে মামলা করা হয়।[১৮] বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে এ মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য মো. ইব্রাহিম খলিল।[১৯][২০] মামলার বাদী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন,

২০১৯ সালের ৩ সেপ্টেম্বর বিচারক আসসামছ জগলুল হোসেন মামলাটি খারিজ করে দেন।[২১][২২] মামলা খারিজের কারণ হিসেবে তিনি জানিয়েছেন তাহেরীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাতে ভিন্ন কিছু খুঁজে পাওয়া যায়নি। একেক মানুষের বক্তব্য উপস্থাপনের ধরন একেক রকম। তাহেরীর বক্তব্য উপস্থাপনের ধরন অন্যদের চেয়ে আলাদা।[২৩]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. bvnews24.com। "মুফতী তাহেরীর জন্মদিন পালনের ছবি ও ভিডিও ভাইরাল"BVNEWS24 || বিভিনিউজ২৪ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৫ 
  2. প্রতিনিধি। "তাহেরীর সভা বন্ধ করে দিল পুলিশ"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৫ 
  3. "তাহেরীর গাড়ি ভাঙচুর"somoynews.tv। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৪ 
  4. "সিলেটের আদালতে তাহেরি"dbcnews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৫ 
  5. "আহমাদুল্লাহর সঙ্গে দ্বন্দ্ব কীভাবে, জানালেন তাহেরি"jugantor.com। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৪ 
  6. "গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে মামলা"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৫ 
  7. রিপোর্টার, স্টাফ। "ফেসবুকে ভাইরাল: কে এই গিয়াস উদ্দিন আত-তাহেরী?"DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৫ 
  8. "'ঢেলে দেই' বক্তা তাহেরী নজরদারিতে"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৫ 
  9. "কে এই তাহেরী?"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৫ 
  10. "পুলিশি বাধায় পণ্ড তাহেরীর সভা | banglatribune.com"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৫ 
  11. "পুলিশি বাধায় তাহেরীর সভা পণ্ড"somoynews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৫ 
  12. Television, Jamuna। "ভাইরাল হওয়া সহজ না: তাহেরী"Jamuna Television (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৫ 
  13. "সংসদ নির্বাচনে ডাব নিয়ে 'ডাব্বা মেরেছিলেন' তাহেরী"NTV Online (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-২৮। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৫ 
  14. "টাকা নিয়েও আসলেন না তাহেরি, সিলেটে অবাঞ্ছিত ঘোষণা"somoynews.tv। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৪ 
  15. টেলিভিশন, Ekushey TV | একুশে। "আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে 'ঢেলে দেই' তাহেরী"Ekushey TV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৫ 
  16. "ফেসবুক, ইউটিউবে বছরজুড়ে ভাইরাল যা কিছু"BBC News বাংলা। ২০২০-০১-০১। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৫ 
  17. "কে এই মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী? | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৫ 
  18. "'বসেন, বসেন' তাহেরীর বিরুদ্ধে মামলা"NTV Online (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৯-০১। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৫ 
  19. "তাহেরীর বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা করেছেন, বললেন ইব্রাহিম খলিল"kalerkantho.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৫ 
  20. "তাহেরীর বিরুদ্ধে মামলা"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৯-০১। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৫ 
  21. অনলাইন, চ্যানেল আই (২০১৯-০৯-০৩)। "তাহেরীর বিরুদ্ধে মামলা খারিজ"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৫ 
  22. Channel24। "'ঢেলে দেই' বক্তা তাহেরীর বিরুদ্ধে মামলা নেয়নি আদালত"Channel 24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৫ 
  23. "যে কারণে তাহেরীর বিরুদ্ধে মামলা খারিজ হল"jugantor.com। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৪