ক্ষতিপূরণ

মালেক আফসারী পরিচালিত ১৯৮৯-এর চলচ্চিত্র
(ক্ষতিপূরণ (চলচ্চিত্র) থেকে পুনর্নির্দেশিত)

ক্ষতিপূরণ মালেক আফসারী পরিচালিত ১৯৯১ সালের বাংলাদেশী পারিবারিক-নাট্যধর্মী চলচ্চিত্র। রোজী আফসারী ও খোশনূর আলমগীরের প্রযোজনায় রোজী ফিল্মসের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির কাহিনী লিখেছেন আহাদ খান এবং চিত্রনাট্য লিখেছেন মালেক আফসারী। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন আলমগীর, রোজিনা, আহমেদ শরীফ ও দিলারা। এটি মালয়ালম ভাষার পুবিনু পুতিয়া পুনতেন্নাল (১৯৮৬) চলচ্চিত্রের পুনর্নির্মাণ।

ক্ষতিপূরণ
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকমালেক আফসারী
প্রযোজক
চিত্রনাট্যকারমালেক আফসারী
কাহিনিকারআহাদ খান
শ্রেষ্ঠাংশে
সুরকারআবু তাহের
চিত্রগ্রাহককাজী বশির
সম্পাদকআনোয়ার হোসেন মন্টু
প্রযোজনা
কোম্পানি
রোজী ফিল্মস
পরিবেশকরোজী ফিল্মস
মুক্তি
  • ১৬ জুন ১৯৮৯ (1989-06-16)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

চলচ্চিত্রটি ১৯৮৯ সালের ১৬ই জুন বাংলাদেশে মুক্তি পায়।[১] এটি ১৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতাসহ মোট তিনটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।[২]

অভিনয়শিল্পীদল সম্পাদনা

সঙ্গীত সম্পাদনা

চলচ্চিত্রটির সুরারোপ করেছেন আবু তাহের এবং গীত লিখেছেন খোশনূর আলমগীর। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোররুনা লায়লা

পুরস্কার সম্পাদনা

পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল সূত্র.
জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা আলমগীর বিজয়ী [৩]
শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর
শ্রেষ্ঠ শব্দগ্রাহক মফিজুল হক

তথ্যসূত্র সম্পাদনা

  1. জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৬০৭। আইএসবিএন 984-70194-0045-9 
  2. রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১২ 
  3. "জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা ১৯৭৫-২০১২" (পিডিএফ)বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনঢাকা: তথ্য মন্ত্রণালয় (বাংলাদেশ)। পৃষ্ঠা ১–২৩। ১ নভেম্বর ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা