ক্রিলিয়া সভিয়াতভ সামারা
পিএফসি ক্রিলিয়া সভিয়াতভ সামারা (রুশ: Профессиональный футбольный клуб «Крылья Советов» Самара, এছাড়াও ক্রিলিয়া সভিয়াতভ সামারা অথবা শুধুমাত্র ক্রিলিয়া সভিয়াতভ নামে পরিচিত) হচ্ছে সামারা ভিত্তিক একটি রুশ পেশাদার ফুটবল ক্লাব।[১] এই ক্লাবটি বর্তমানে রাশিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ রুশ প্রিমিয়ার লীগে খেলে। এই ক্লাবটি ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। পিএফসি ক্রিলিয়া সভিয়াতভ সামারা তাদের সকল হোম ম্যাচ সামারার সামারা এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৪৪,৯১৮। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইগর অসিনকিন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ভিতালিয় শাশকভ। রুশ গোলরক্ষক সেরগিয় রিঝিকভ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
![]() | |||
পূর্ণ নাম | Профессиональный футбольный клуб Крылья Советов Самара (পেশাদার ফুটবল ক্লাব ক্রিলিয়া সভিয়াতভ সামারা) | ||
---|---|---|---|
প্রতিষ্ঠিত | ১৯৪২ | ||
মাঠ | সামারা এরিনা | ||
ধারণক্ষমতা | ৪৪,৯১৮ | ||
মালিক | সামারা ওব্লাস্ট | ||
সভাপতি | ![]() | ||
ম্যানেজার | ![]() | ||
লিগ | রুশ প্রিমিয়ার লীগ | ||
২০১৯–২০ | ১৫তম (অবনমিত) | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
ঘরোয়া ফুটবলে, পিএফসি ক্রিলিয়া সভিয়াতভ সামারা এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৬টি সোভিয়েত প্রথম লীগ বা রুশ জাতীয় ফুটবল লীগ শিরোপা রয়েছে।
অর্জনসম্পাদনা
ঘরোয়াসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "PFC Krylia Sovetov Samara"। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২১ মে ২০২০।
বহিঃসংযোগসম্পাদনা
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (রুশ)
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)
টেমপ্লেট:পিএফসি ক্রিলিয়া সভিয়াতভ সামারা টেমপ্লেট:রুশ প্রিমিয়ার লীগ