ক্যাপিটাল এক্সপ্রেস (ভারত)

ভারতের দূরপাল্লার ট্রেন

১৩২৪৭/৪৮ কামাখ্যা-রাজেন্দ্র নগর ক্যাপিটাল এক্সপ্রেস এবং ১৩২৪৫/৪৬ নিউ জলপাইগুড়ি-রাজেন্দ্র নগর ক্যাপিটাল এক্সপ্রেস হলো পূর্ব মধ্য রেলওয়ে অঞ্চলের অন্তর্গত এক্সপ্রেস ট্রেন যেটি ভারতের কামাখ্যা জংশন, নিউ জলপাইগুড়িরাজেন্দ্রনগর টার্মিনালের মধ্যে চলে। এটি বর্তমানে ১৩২৪৭/৪৮ ও ১৩২৪৫/৪৬ ট্রেন নম্বর দিয়ে যথাক্রমে সপ্তাহে চার দিন এবং তিন দিন পরিচালনা করা হচ্ছে।[১][২][৩]

ক্যাপিটাল এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনএক্সপ্রেস
অবস্থাসক্রিয়
স্থানবিহার, পশ্চিমবঙ্গ, আসাম
বর্তমান পরিচালকপূর্ব মধ্য রেল
যাত্রাপথ
শুরুরাজেন্দ্রনগর টার্মিনাল (RJPB)
শেষকামাখ্যা (KYQ), নিউ জলপাইগুড়ি (NJP)
ভ্রমণ দূরত্ব৯৪২ কিমি, ৪৯০ কিমি
যাত্রার গড় সময়২৪ ঘন্টা, ১৪ ঘন্টা
পরিষেবার হারসপ্তাহে ৪ দিন ও ৩ দিন
রেল নং১৩২৪৭/৪৮, ১৩২৪৫/৪৬
যাত্রাপথের সেবা
শ্রেণীAC 2 Tier (2A), AC 3 Tier (3A), Sleeper (SL)
আসন বিন্যাসউপলভ্য
খাদ্য সুবিধাউপলভ্য
মালপত্রের সুবিধাউপলভ্য
কারিগরি
গাড়িসম্ভারLHB coaches
ট্র্যাক গেজব্রডগেজ
পরিচালন গতিগড় ৩৯ কিমি/ঘঃ
পথের মানচিত্র
ক্যাপিটাল এক্সপ্রেস (রাজেন্দ্রেনগর পাটনা–গুয়াহাটি) (রাজেন্দ্রনগর–পাটনা–নিউ জলপাইগুড়ি) যাত্রাপথ

পরিসেবা সম্পাদনা

১৩২৪৫/৪৬ ক্যাপিটাল এক্সপ্রেসের গড় গতি ৩৫ কিমি/ঘন্টা এবং ৪৯০ পথ ১৪ ঘন্টায় অতিক্রম করে। ১৩২৪৭/৪৮ ক্যাপিটাল এক্সপ্রেসের গড় গতি ৩৯ কিমি/ঘন্টা এবং ৯৪২ কিমি পথ ২৪ ঘন্টায় অতিক্রম করে।

যাত্রাপথ ও থামার স্থান সম্পাদনা

ট্রেনটির গুরুত্বপূর্ণ থামার স্থানসমূহ:

আসাম

পশ্চিমবঙ্গ

বিহার

তথ্যসূত্র সম্পাদনা

  1. Railway orders probe into Patna–Guwahati Capital Express derailment, 3 suspended
  2. Railway stops train movement over Dooars section to save elephant
  3. "NFR train services resume"। ২৩ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২২