ঠাকুরগঞ্জ রেলওয়ে স্টেশন

বিহারের রেলওয়ে স্টেশন

ঠাকুরগঞ্জ রেলওয়ে স্টেশন ভারতের বিহার রাজ্যের কিষাণগঞ্জ জেলার ঠাকুরগঞ্জ শহরে পরিষেবা দেয়। কাছাকাছি প্রবাহিত মেচি নদী এই অঞ্চলে নেপাল ও ভারতের মধ্যে সীমানা তৈরি করে। সীমান্তের ওপারে, পৃথিবীনগর হল নেপালের ঝাপা জেলার একটি গ্রাম উন্নয়ন কমিটি

ঠাকুরগঞ্জ রেলওয়ে স্টেশন
ভারতীয় রেল স্টেশন
অবস্থানরাজ্য মহাসড়ক ৬৩, ঠাকুরগঞ্জ, বিহার
ভারত
স্থানাঙ্ক২৬°২৫′৩৬″ উত্তর ৮৮°০৭′৪৫″ পূর্ব / ২৬.৪২৬৮° উত্তর ৮৮.১২৯৩° পূর্ব / 26.4268; 88.1293
উচ্চতা৭৯ মিটার (২৫৯ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতউত্তর-পূর্ব সীমান্ত রেল
লাইনকাটিহার-শিলিগুড়ি রেলপথ
প্ল্যাটফর্ম
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংনা
অন্য তথ্য
স্টেশন কোডTKG
অঞ্চল উত্তর-পূর্ব সীমান্ত রেল
বিভাগ কাটিহার
অবস্থান
ঠাকুরগঞ্জ রেলওয়ে স্টেশন বিহার-এ অবস্থিত
ঠাকুরগঞ্জ রেলওয়ে স্টেশন
ঠাকুরগঞ্জ রেলওয়ে স্টেশন
বিহারের মানচিত্র #ভারতের মানচিত্র
ঠাকুরগঞ্জ রেলওয়ে স্টেশন ভারত-এ অবস্থিত
ঠাকুরগঞ্জ রেলওয়ে স্টেশন
ঠাকুরগঞ্জ রেলওয়ে স্টেশন
বিহারের মানচিত্র #ভারতের মানচিত্র

ট্রেন সম্পাদনা

  • বালুরঘাট-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস
  • কাটিহার-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস
  • রাধিকাপুর-শিলিগুড়ি জংশন ডেমু
  • শিলিগুড়ি জংশন-মালদা কোর্ট ডেমু
  • শিলিগুড়ি জংশন-কাটিহার ডেমু
  • এনজেপি- দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস
  • এপিডিজে-দিল্লি মহানদা এক্সপ্রেস
  • এপিডিজে-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস

ব্যুৎপত্তি সম্পাদনা

স্থানটির নামকরণ করা হয়েছে রবীন্দ্র নাথ ঠাকুর

ইতিহাস সম্পাদনা

ঠাকুরগঞ্জ জংশন ছিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অংশ, ঠাকুরগঞ্জ জংশন ছিল ডিএইচআর এবং আউথ তিরুহাট রেলওয়ের সংযোগকারী পয়েন্ট।

আলুবাড়ি-শিলিগুড়ি সেকশনকে মিটারগেজ থেকে ব্রডগেজে রূপান্তরের কাজ ২০০৮ সালে নেওয়া হয়, এই বিভাগের ট্রেন পরিষেবাগুলি স্থগিত করা হয় এবং রূপান্তরের কাজ ২০১১ সালের প্রথম দিকে সম্পন্ন হয়।

মনীশ কুমার ঠাকুরগঞ্জ স্টেশনে ২০১৯ সালের মে মাসে স্টেশন সুপারিনটেনডেন্ট হিসাবে যোগদান করেন।নিম্নলিখিত কর্মীরা বর্তমানে ঠাকুরগঞ্জ রেলওয়ে স্টেশনে কাজ করছেন:

(i) স্টেশন সুপারিনটেনডেন্ট: মণীশ কুমার

(ii) স্টেশন মাস্টার: নরেশ কুমার হেমব্রম

(iii) স্টেশন মাস্টার: রাহুল সাহা[১][২][৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Delayed but new route helps trains"The Telegraph। ২৯ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-১২-১০ 
  2. "Railways to partially restore Siliguri-Bagdogra service"The Times of India। ১৬ মার্চ ২০১০। ৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১২-১০ 
  3. Alam, Mudassir। "Rail movement begins on Kishanganj–Thakurganj–Siliguri Section"। KishanganjBihar.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-০২