বাগডোগরা রেলওয়ে স্টেশন
ভারতের পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন
বাগডোগরা ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার পাঁচটি রেলওয়ে স্টেশনের মধ্যে অন্যতম একটি। এটি শিলিগুড়ির সাথে রেল যোগাযোগে ব্যবহৃত হয়। অন্য স্টেশনগুলি হল: শিলিগুড়ি জংশন, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি টাউন ও মাটিগাড়া। এটি একটি ছোট স্টেশন যার তিনটি প্লাটফর্ম রয়েছে, যার মধ্যে দুটি ব্রড গেজ ও একটি মিটার গেজ লাইনের জন্য। স্টেশনটি শিলিগুড়ি শহরের কেন্দ্রস্থল থেকে ১২ কিমি (৭.৫ মা) ও বাগডোগরা বিমানবন্দর থেকে ৪.৬ কিমি (২.৯ মা) দূরে অবস্থিত।
বাগডোগরা রেলওয়ে স্টেশন | |
---|---|
যাত্রীবাহী ট্রেন স্টেশন | |
অবস্থান | নর্থ বেঙ্গল রোড (জাতীয় সড়ক ৩১), দার্জিলিং জেলা, পশ্চিমবঙ্গ ভারত |
স্থানাঙ্ক | ২৬°৪১′৫২″ উত্তর ৮৮°১৯′২৮″ পূর্ব / ২৬.৬৯৭৭৭° উত্তর ৮৮.৩২৪৪৫৫° পূর্ব |
উচ্চতা | ১২০ মিটার (৩৯০ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | উত্তর-পূর্ব সীমান্ত রেল |
লাইন | কাটিহার - শিলিগুড়ি লাইন |
প্ল্যাটফর্ম | ৪ [৩ ব্রড গেজ ও ১ মিটার গেজ] |
রেলপথ | ৫ |
সংযোগসমূহ | অটো রিকশা, ই-রিকশা, বাস, ট্যাক্সি, ক্যাব, বাইক |
নির্মাণ | |
গঠনের ধরন | আদর্শ (ভূপৃষ্ঠ) |
পার্কিং | সহজলভ্য |
অন্য তথ্য | |
অবস্থা | চালু (সক্রিয়) |
স্টেশন কোড | BORA |
অঞ্চল | উত্তর-পূর্ব সীমান্ত রেল |
বিভাগ | কাটিহার |
ইতিহাস | |
চালু | ১৯৪৯ |
বৈদ্যুতীকরণ | কাজ চলছে |
আগের নাম | উত্তরবঙ্গ রাজ্য রেলওয়ে |
অবস্থান | |
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি রেলওয়ে স্টেশন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |