ক্যাচ মি ইফ ইউ ক্যান

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত জীবনীভিত্তিক অপরাধধর্মী মার্কিন চলচ্চিত্র

ক্যাচ মি ইফ ইউ ক্যান একটি মার্কিন ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত জীবনীভিত্তিক অপরাধ চলচ্চিত্র। জেফ নাথানসনের চিত্রনাট্য থেকে চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিচালনা করেছেন স্টিভেন স্পিলবার্গ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, টম হ্যাঙ্কস, ক্রিস্টোফার ওয়াকেন, মার্টিন শিননাথালি বে। চলচ্চিত্রটি ফ্র্যাঙ্ক অ্যাবেগনেলের আত্মজীবনী অবলম্বনে নির্মিত, যিনি তার ১৯ বছর পূর্ণ হওয়ার পূর্বেই একজন প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজের পাইলট, একজন জর্জিয়ান ডাক্তার ও একজন লুইজিয়ানার প্যারিশ কূসলী ছদ্মবেশে মিলিয়ন ডলার উপার্জন করেছিলেন। তার প্রধান অপরাধ ছিল চেক জালিয়াতি, তিনি এতটাই দক্ষতা অর্জন করেছিলেন যে এফবিআই পরবর্তীকালে তার কাছে চেক জালিয়াতদের ধরার জন্য সাহায্য চায়।

‎ক্যাচ মি ইফ ইউ ক্যান
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকস্টিভেন স্পিলবার্গ
প্রযোজক
চিত্রনাট্যকারজেফ নাথানসন
উৎসফ্রাঙ্ক অ্যাবেগনেল
ও স্ট্যান রেডিং কর্তৃক 
ক্যাচ মি ইফ ইউ ক্যান
শ্রেষ্ঠাংশে
সুরকারজন উইলিয়ামস
চিত্রগ্রাহকইয়ানুৎস কামিন্‌স্কি
সম্পাদকমাইকেল কান
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকড্রিমওয়ার্কস পিকচার্স
মুক্তি
  • ২৫ ডিসেম্বর ২০০২ (2002-12-25)
স্থিতিকাল১৪১ মিনিট[১]
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৫২ মিলিয়ন
আয়$৩৫২.১ মিলিয়ন

চলচ্চিত্রটি ২০০২ সালের ২৫শে ডিসেম্বর মুক্তি পায় এবং সমালোচনামূলক ও ব্যবসায়িকভাবে সফল হয়। ৭৫তম একাডেমি পুরস্কারে ক্রিস্টোফার ওয়াকেন ও জন উইলিয়ামস যথাক্রমে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতাশ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে মনোনয়ন লাভ করেন।

অভিনয়ে সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "CATCH ME IF YOU CAN (12A)"ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ডিসেম্বর ১৩, ২০০২। জানুয়ারি ১৪, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৩, ২০১৬ 
  2. Van Luling, Todd (অক্টোবর ১৭, ২০১৪)। "11 Easter Eggs You Never Noticed In Your Favorite Movies"হাফপোস্ট। TheHuffingtonPost.com, Inc.। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৯, ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা