ক্বারী গোলাম রসুল

ইসলামী পন্ডিত

ক্বারী গোলাম রসুল (১৯৩৫ - ২০১৪) একজন পাকিস্তানি ক্বারী এবং একজন ইসলামি পণ্ডিত ছিলেন।[২]


গোলাম রসুল
অন্য নামজীনাতুল কুরা
ব্যক্তিগত তথ্য
জন্ম১৯৩৫ (1935)
মৃত্যু৯ মার্চ ২০১৪(2014-03-09) (বয়স ৭৮–৭৯)
ধর্মইসলাম
জাতীয়তাপাকিস্তানি
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
যেখানের শিক্ষার্থীদারুল উলুম হিযবুল আহনাফ
মুসলিম নেতা
যার দ্বারা প্রভাবিত
  • ক্বারী আব্দুল মালেক
পুরস্কারপ্রাইড অফ পারফরম্যান্স[১]

জীবনী সম্পাদনা

তিনি ১৯৩৩ সালে লাহোরের সালামতপুরায় জন্মগ্রহণ করেছিলেন।[৩] তিনি বিখ্যাত মাদ্রাসা দারুল উলুম হিযবুল আহনাফ থেকে শিক্ষা লাভ করেছিলেন। তিনি ক্বারী আবদুল মালিকের কাছ থেকে ক্বিরাত শিখেছিলেন এবং পরবর্তীতে অনন্য গুণাবলীর কারণে বিশ্বজুড়ে বিখ্যাত হয়েছিলেন। তিনি রাষ্ট্রপতি পুরস্কার ছাড়াও অসংখ্য পুরষ্কারে ভূষিত হন।[২] তিনি পিটিভি এবং রেডিও পাকিস্তানে ৫০ বছরেরও বেশি সময় ধরে কুরআন তেলাওয়াত করেছিলেন।

তিনি জামিয়া নিজামিয়ায়ও শিক্ষকতা করেন এবং পরবর্তীতে তিনি নিজের পাঁচটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি শাহ আহমদ নূরানী এবং আবদুল সাত্তার খান নিয়াজির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

মৃত্যু সম্পাদনা

তিনি ২০১৪ সালের ৯ মার্চ লাহোরে মারা যান।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Qari Ghulam Rasool passes away"The Nation। মার্চ ১০, ২০১৪। 
  2. "Qari Ghulam Rasool Dies in Lahore"। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-১৪ 
  3. "قاری غلام رسول خاموش ہوگئے، ان کی آواز تاقیامت قرآن سناتی رہے گی"Daily Pakistan। মার্চ ১০, ২০১৪।