কোরি রুটি

ম্যাঙ্গালোরিয়ান মুরগির মাংসের খাবার, যা রুটি দিয়ে খায়

কোরি রুটি হল টুলু উডুপি-ম্যাঙ্গালোরিয়ান খাবারের মধ্যে একটি মশলাদার খাবার, লাল-মরিচ এবং নারকেল দুধের মুরগির তরকারি এবং সিদ্ধ চাল থেকে তৈরি, শুকনো চালের পাপড়/ রুটির সংমিশ্রণ।[১][২] টুলু ভাষায় কোরি মানে মুরগি। কোরি রুটি কোরি গাসসি নামেও পরিচিত।[৩]

কোরি রুটি
অন্যান্য নামকোরি রুটি
ধরনরুটি এবং তরকারি
প্রকারপ্রধান
উৎপত্তিস্থলভারত
অঞ্চল বা রাজ্যদক্ষিণ কর্ণাটক

রন্ধনপ্রণালী সম্পাদনা

 
কোরি রুটি বানানোর উপকরণসমূহ

প্রথমে মুরগির মাংসের টুকরাগুলো সাথে হলুদ গুড়ালবণ মাখিয়ে একটি পাত্রে রেখে দিতে হবে। একটি কড়াইতে পর্যাপ্ত ঘি/নারিকেল তেল গরম করে তাতে শুকনা লাল মরিচ, ধনে, জিরা, গোলমরিচ, মেথি,এলাচ,দারুচিনি,কারী পাতালবঙ্গ একসাথে পেস্ট করে কষিয়ে নিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে রসুন, পেয়াজ, গুড়া নারিকেল হালকা আঁচে ভেজে নিতে হবে। এরপর সবগুলো উপাদান একসাথে গুড়া হলুদ আর পানি দিয়ে মিশিয়ে পেস্ট বানাতে হবে। তারপর একটি পাত্রে গরম ঘিতে পেয়াজ, রসুন, মাখানো মাংস, ও মশলার পেস্ট একসাথে রান্না করে নিলেই মাংসের কারি তৈরি হয়ে যাবে।[৪]

আর পেষা চালের সাথে পানি মিশিয়ে একটি তরল মিশ্রণ বানানো হয়। একটি গরম তাওয়াতে এই মিশ্রণ ছড়িয়ে দিয়ে রুটি বানানো হয়। রুটিটা কিছুটা মচমচে করে ভাজা হয়। এই রুটিটি এতটাই মচমচে করা হয় যাতে হাতে অল্প চাপ দিলেই রুটি ভেঙ্গে যায়। এরপরে এই রুটি ছিঁড়ে তার উপর কারি ঢেলে অথবা আলাদা পাত্রে কোরি রুটি পরিবেশন করা হয়।

আরও দেখুন সম্পাদনা


তথ্যসূত্র সম্পাদনা

  1. Shirin Mehrotra (২০১৯-০৩-৩১)। "Following the trail of the ghee roast in Mangaluru"Livemint 
  2. "Have you had these seven iconic Mangalore dishes?"The Indian Express। ২০১৬-০৪-১৮। 
  3. "kori ruti"। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৩ 
  4. "Chicken Curi for Kori Rutti"। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৩