কোপাই নদী

ভারতের নদী

কোপাই নদী (অপর নাম শাল নদী) হলো ময়ূরাক্ষী নদীর একটি উপনদী।[][][] এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতন, বোলপুর, কঙ্কালীতলালাভপুরের পাশ দিয়ে প্রবাহিত।[] এটি একটি ছোটো নদী। তবে বর্ষাকালে এই নদীতে বন্যা দেখা যায়।[][]

কোপাই নদী
বীরভূম জেলার বল্লভপুরে কোপাই নদী
বীরভূম জেলার বল্লভপুরে কোপাই নদী
বীরভূম জেলার বল্লভপুরে কোপাই নদী
দেশ ভারত
রাজ্য পশ্চিমবঙ্গ
উপনদী
 - বাঁদিকে বক্রেশ্বর নদ
নগরসমূহ শান্তিনিকেতন, লাভপুর
কোপাই

সাহিত্যে উল্লেখ

সম্পাদনা

এই নদীর অববাহিকায় মাটির রং লাল। এই মাটিতে ভূমিক্ষয়ের ফলে যে ছোটো ছোটো খাত সৃষ্টি হয়েছে তা খোয়াই নামে পরিচিত। এই মাটি স্থানীয় সাহিত্যিকদের অনুপ্রেরণার কাজ করেছে।[] রবীন্দ্রনাথ ঠাকুর এই নদীর বর্ণনায় লিখেছেন:

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। []

এই নদীর বাঁকগুলি অনেকটা হাঁসুলির আকৃতিবিশিষ্ট। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই নামে রচনা করেন হাঁসুলি বাঁকের উপকথা নামে একটি উপন্যাস। এই উপন্যাস অবলম্বনে একই নামে তপন সিংহ একটি চলচ্চিত্রও নির্মাণ করেছিলেন।[][]

এছাড়া এই নদীর তীরে রয়েছে ৫১ পিঠের অন্যতম সতী পিঠ কঙ্কালীতলা।এখানে মায়ের মন্দির ও শ্মশান রয়েছে। এখানে নদীটি মন্দিরের কাছ হইতে উত্তর মুখে ধাবিত হয়েছে,যা অলৌকিক মানা হয়ে থাকে।

পুরাতাত্ত্বিক নিদর্শন

সম্পাদনা

অজয়-কুনুর-কোপাই নদী উপত্যকায় খ্রিস্টপূর্ব ১২৫০-১০০০ অব্দের মাইক্রোলিথ স্ফটিক পাথর ও প্রস্তরীভূত কাঠ পাওয়া গিয়েছে।[১০]

পাদটীকা

সম্পাদনা
  1. বন্দ্যোপাধ্যায়, দিলীপকুমার (২০০৭)। বাংলার নদনদী। কলকাতা: দে’জ পাবলিশিং। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Rivers"। West Bengal Tourism। ২০০৯-১১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১৪ 
  3. "River System"। Birbhum district administration। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১৪ 
  4. "Birbhum"। bangalinet। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১৪  [অকার্যকর সংযোগ]
  5. Halder, Ritam (২০০৮-০৭-০৪)। "Next weekend you can be at ...Santiniketan"। Calcutta, India: The Telegraph, 4 July 2008। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১৪ 
  6. "Kopai River"। india9.com। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১৪ 
  7. Sahaj Path by Rabindranath Tagore
  8. Mukhopadhyay Manabendra, Tarashankarer Birbhum, Paschim Banga, Birbhum Special issue, pp. 259–268, February 2005, Information and Culture Dept., Govt. of West Bengal.
  9. ইন্টারনেট মুভি ডেটাবেজে Hansuli Banker Upakatha (ইংরেজি)
  10. "Ancient Bengal in Ancient India"। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১৪