কোনাবাড়ী বিশ্ববিদ্যালয় কলেজ

কোনাবাড়ী বিশ্ববিদ্যালয় কলেজ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কোনাবাড়ীর প্রাণকেন্দ্রে ১৯৯৫ সালে তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এম.এ মান্নানের নেতৃত্বে ৩৩ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত হয়।[১] এটি প্রাথমিক, নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। এই কলেজটি মূলত তিনটি নামে পরিচিত: কোনাবাড়ী বিশ্ববিদ্যালয় কলেজ, স্থানীয় ভাবে কোনাবাড়ী ডিগ্রি কলেজ বা কোনাবাড়ী কলেজ নামেও পরিচিত।[২] (ইআইআইএন: ১০৯০৩৭)[৩]

কোনাবাড়ী বিশ্ববিদ্যালয় কলেজ
কোনাবাড়ী বিশ্ববিদ্যালয় কলেজ লোগো
কোনাবাড়ী বিশ্ববিদ্যালয় কলেজ লোগো
ঠিকানা

,
১৩৪৬

তথ্য
ধরনবেসরকারি কলেজ
প্রতিষ্ঠাকাল১৯৯৫
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
বিদ্যালয় জেলাগাজীপুর
লিঙ্গ
  • ছেলে
  • মেয়ে
ভাষাবাংলা
ক্যাম্পাসের ধরনশহুরে
ক্রীড়া
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

ইতিহাস সম্পাদনা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ১৯৯৫ সালে তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এম.এ মান্নান এর নেতৃত্বে ৩৩ শতাংশ জমির উপর কোনাবাড়ী ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠিত হয়।[৪] কেয়া কসমেটিক্স লিঃ এর স্বত্বাধিকারী আবুল খালেক পাঠানের আর্থিক সহায়তায় কলেজটি দীর্ঘদিন পরিচালিত হয়। কলেজ গভর্ণিং বডির বর্তমান সভাপতি বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযােদ্ধা আলহাজ্ব এ্যাডঃ আ.ক.ম মােজাম্মেল হক। ৯১ জন শিক্ষানুরাগী ব্যাক্তি পঞ্চাশ হাজার টাকা করে এককালীণ অনুদান দিয়ে আজীবন দাতা সদস্য হন। মন্ত্রী মহােদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার অনুমােদনক্রমে অত্র কলেজের নামে নামমাত্র মূল্যে (১,০০১/-) ষাট শতাংশ জমি অত্র কলেজের নামে বরাদ্দ দেন। যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পক্ষে গাজীপুর জেলা প্রাশাসক মহােদয় ২৭ জানুয়ারি, ২০১৪ তারিখে রেজিষ্ট্রি করে দেন। জমি বরাদ্দ পাওয়ার পরে কলেজের সুপরিশর সুন্দর মাঠটি এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে কলেজের একটি নিজস্ব রাস্তা নির্মান করা হয়। তাছাড়া মাননীয় মন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা ব্যয়ে একটি দ্বিতল ভবন মির্ণাণ করে দেন এবং ২০১২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজটিতে স্নাতক (পাস) শিক্ষাক্রমের বি.এস.এস এবং বি.বি.এস কোর্সের অধিভূক্তি সুযােগ্য পরিচালনা,[৫][৬] বর্তমানে কলেজটি উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে ১১০০ ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে।[৭]

একাডেমিক বিভাগ সম্পাদনা

বিভাগসমূহ:[৮]

পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম সম্পাদনা

পাঠ্যক্রম অধ্যয়নের পাশাপাশি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, বিতর্ক, সংগীত ইত্যাদি চর্চা করে থাকে। ছাড়া বিভিন্ন ধরনের খেলাধুলা অনুশীলন সহ প্রতিবছর বার্ষিক খেলাধুলাও অনুষ্ঠিত হয়।[৯]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Dhaka Education Board"dhakaeducationboard.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১০ 
  2. "KONABARI COLLEGE, GAZIPUR"deb109037.dhakaeducationboard.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১০ 
  3. Nation, The New। "GAZIPUR: Liberation War Affairs Minister AKM Mozammel Haque and President of Governing Body of Konabari Degree College speaking at the inaugural programme of extended academic building of the College on Saturday."The New Nation (ইংরেজি ভাষায়)। ২০২২-০৬-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১০ 
  4. "Best College & University in Konabari"locanfy.com। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১০ 
  5. WPAdmin (২০১৮-০২-১৪)। "List of Colleges in Gazipur District, Bangladesh"StudyBarta.Com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১০ 
  6. jagonews24.com। "Sirajganj road crash kills 4"jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১০ 
  7. "কোনাবাড়ী ডিগ্রি কলেজ"kdc.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১০ 
  8. "National University :: College Details"www.nubd.info। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১০ 
  9. "Four teachers suspended, 36 students expelled on 2nd day | New Age"www.newagebd.net। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১০ 

বহিঃসংযোগ সম্পাদনা