কুর্বাই রাজ্য [২] ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি মধ্য ভারত এজেন্সির ভোপাল এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।[৩] রাজ্যটির রাজধানী কুর্বাই শহরটি বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যে বিদিশা জেলায় অবস্থিত। মহম্মদ দিলের খান ১৭১৫ খ্রিস্টাব্দে এই শহরটির পত্তন ঘটান৷ রাজ্যটি ৩৬৮ বর্গ কিলোমিটার ক্ষেত্রফল জুড়ে বিস্তৃত ছিলো এবং ১৮৯২ খ্রিস্টাব্দে এটির মোট জনসংখ্যা ছিলো ৩০,৬৩১ জন৷

কুর্বাই রাজ্য
कुर्वाई रियासत / ریاست کوروائی
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
১৭১৩–১৯৪৮

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া ‌থেকে প্রাপ্ত কুর্বাই রাজ্যের মানচিত্র
রাজধানীকুর্বাই
আয়তন 
• ১৯০১
৩৬৮ বর্গকিলোমিটার (১৪২ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
১৩,৬৩৪
সরকার
 • নীতিবাক্যনাসর্ মিন আল্লাহ্ ওয়া ফাথ কারিব[১]
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৭১৩
১৯৪৮
পূর্বসূরী
উত্তরসূরী
মারাঠা সাম্রাজ্য
ভারত
বর্তমানে যার অংশবিদিশা জেলা, মধ্যপ্রদেশ, ভারত

ইতিহাস সম্পাদনা

মোগল সৈন্যবাহিনীর এক আফগান যোদ্ধা মহম্মদ দিলের খান ১৭১৩ খ্রিস্টাব্দে কুর্বাই রাজ্য প্রতিষ্ঠা করেন৷ এই রাজ্যের শাসকরা ছিলেন পার্শ্ববর্তী বসোদামহম্মদগড় রাজ্যের শাসকদের মতোই মধ্যপ্রদেশের পাঠান জাতির প্রতিনিধি৷ তিনি ছিলেন ভোপাল রাজ্যের সমসাময়িক নবাব দোস্ত মহম্মদ খানের ভাই৷[৪] খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীর তিনের দশকে রাজ্যটি মারাঠা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়৷ চারের দশকে এটি মারাঠা পেশোয়াদের সরাসরি অধীনস্থ হয়৷[৫] ১৭৬১ খ্রিস্টাব্দে এই রাজ্যের নবাব ইজ্জত খান পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের সাহায্য করেন৷ পরে ১৮১৮ খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধে ব্রিটিশরা জয় লাভ করলে এটি ব্রিটিশ করদ রাজ্যে পরিণত হয়৷

১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর এই কুর্বাই রাজ্য ভারতীয় অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয়। স্বাধীন ভারতে প্রাথমিকভাবে ১৯৪৮ খ্রিস্টাব্দে এটিকে মধ্যভারত ও পরে ১৯৫৬ খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর তারিখে নবগঠিত মধ্যপ্রদেশ রাজ্যে অংশীভূত করা হয়।[৬]

নবাব সম্পাদনা

কুর্বাই দেশীয় রাজ্যের শাসকগণ নবাব উপাধিতে ভূষিত হতেন৷ [তথ্যসূত্র প্রয়োজন]

  • ১৭১৩ – ১২ অক্টোবর ১৭২২ মহম্মদ দিলের খান
  • ১২ অক্টোবর ১৭২২ - ১৭৬২ মহম্মদ ইজ্জত খান
  • ১৭২২ – ১৭২৭ মহম্মদ আহসানুল্লা খান -রাজ প্রতিনিধি
  • ১৭৬২ – ১৭৯২ মহম্মদ হোরমাত খান
  • ১৭৯২ - ১৮৩৯ আকবর মহম্মদ খান
  • ১৮৩৯ – ১১ আগস্ট ১৮৫৮ মহম্মদ মোফাজ্জর খান
  • ১১ আগস্ট ১৮৫৮ – ১৫ জানুয়ারি ১৮৮৭ মহম্মদ নাজফ খান
  • ১৫ জানুয়ারি ১৮৮৭ – ১৮ সেপ্টেম্বর ১৮৯৬ মোনাওয়ার আলি খান
  • ১৫ জানুয়ারি ১৮৮৭ – ১৮৯২ মিঞা মাজার আলি খান -রাজ প্রতিনিধি
  • ১৮ সেপ্টেম্বর ১৮৯৬ - ১ অক্টোবর ১৯০৬ মহম্মদ ইয়াকুব আলি খান
  • ১ অক্টোবর ১৯০৬ – ১৫ আগস্ত ১৯৪৭ মহম্মদ সারোয়ার আলি খান
  • ১ অক্টোবর ১৯০৬ – ৯ এপ্রিল ১৯২৩ উমর উন নিসা বেগম (স্ত্রী) -রাজ প্রতিনিধি

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ঈশ্বরের সাহায্য পেলে জয় অতি নিকট"; কুরআন ৬১:১৩
  2. Imperial Gazetteer of India19। Clarendon Press। ১৯০৮। পৃষ্ঠা 241। 
  3. David P. Henige (২০০৪)। Princely states of India: a guide to chronology and rulers। Orchid Press। পৃষ্ঠা 22। আইএসবিএন 978-974-524-049-0 
  4. Abida Sultaan (২০০৪)। Memoirs of a rebel princess (illustrated সংস্করণ)। Oxford University Pressআইএসবিএন 978-0-19-579958-3 
  5. Source
  6. Imperial Gazetteer of India, Central India, vol. 12। ১৯০৮। পৃষ্ঠা 282–283।