বিদিশা জেলা
বিদিশা জেলা ভারতের মধ্য প্রদেশের ৫২ টি জেলার একটি জেলা। বিদিশা শহরটি এর প্রশাসনিক সদর দফতর।
বিদিশা জেলা | |
---|---|
মধ্যপ্রদেশের জেলা | |
মধ্য প্রদেশে বিদিশা জেলার অবস্থান | |
দেশ | ভারত |
প্রদেশ | মধ্যপ্রদেশ |
সদর দফতর | বিদিশা |
আয়তন | |
• সর্বমোট | ৭,৩৭১ বর্গকিমি (২,৮৪৬ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• সর্বমোট | ১৪,৫৮,৮৭৫ |
• জনঘনত্ব | ২০০/বর্গকিমি (৫১০/বর্গমাইল) |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+০৫:৩০) |
ভূগোল
সম্পাদনাজেলাটির উত্তর-পূর্বে অশোকনগর, পূর্বে সাগর, দক্ষিণে রায়সেন, দক্ষিণ-পশ্চিমে ভোপাল এবং উত্তর-পশ্চিমে গুনা জেলারসমূহের অবস্থান।[১] বিদিশা জেলাটি মূল বিন্ধ্যচল পর্বতমালার বিন্ধ্যচল মালভূমিতে অবস্থিত। মালভূমিটি দক্ষিণ থেকে উত্তরে ঢালু হয়ে বেশ কয়েকটি নদী - বেতওয়া, বিনা এবং সিন্ধ দ্বারা বয়ে যায়। এই নদীগুলি বিন্ধ্যচল পর্বতমালার স্পন্দিত পাখার মধ্যে প্রবাহিত হয়, যা মালবে মালভূমি পর্যন্ত বিস্তৃত।[২]
জেলাটি ২৩০ ২০’ এবং ২৪০ ২২' উত্তর অক্ষাংশ এবং ৭৭০১৬’ এবং ৭৮০১৮’ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এর আয়তন প্রায় ৭,৩৭১ কিলোমিটার।[২]
এই জেলায়ই ঐতিহাসিক বেসনগর শহর এবং বৌদ্ধদের স্তূপা সাঁচীর অবস্থান।[১]
ইতিহাস
সম্পাদনা১৯০৪ সালে বিদিশা (ভিলসা নামেও পরিচিত) ও বাসোদা তহশিলগুলি যোগ করে এটি "ভিলসা জেলা" হিসাবে তৈরি করা হয়েছিল। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পরে, প্রাক্তন দেশীয় রাজ্য গোয়ালিয়র মধ্য ভারত প্রদেশের অংশে পরিণত হয়, যা ১৯৪৮ সালে গঠিত হয়েছিল। ১৯৪৯ সালে ছোট দেশীয় রাজ্য কুরওয়াই প্রদেশের সংযুক্তিতে ভিলসা জেলা সম্প্রসারিত হয়। জেলাটি ১৯৫৫ সালে তার বর্তমান রূপ গ্রহণ করে, যখন মধ্য ভারত প্রদেশ, ভোপাল প্রদেশ এবং তৎকালীন রাজস্থানের অংশ এবং পূর্বের টঙ্ক প্রদেশের অংশ সিরোঞ্জের তহসিল মধ্য প্রদেশে একীভূত হয়। ভোপাল প্রদেশ থেকে সিরোঞ্জ তহশিল এবং পিকলনের ছোট্ট পরগনা বিদিশা জেলায় একীভূত হয়।[২]
জনমিতি
সম্পাদনা২০১১ এর জনগণনা অনুযায়ী বিদিশা জেলার জনসংখ্যা ছিলো ১,৪৫৮,৮৭৫ জন,[৩] যা আফ্রিকার দেশ ইসোয়াতিনি[৪] অথবা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হাওয়াইয়ের প্রায় সমান।[৫] জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১৯৮ জন ১৯৮ জন প্রতি বর্গকিলোমিটার (৫১০ জন/বর্গমাইল)।[৩] ২০০১–২০১১ সময়কালে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিলো ২০.০৩%।[৩] জেলার জনসংখ্যার অনুপাত হলো প্রতি হাজার জন পুরুষের বিপরীতে ৮৯৭ জন নারী।[৩] জেলার স্বাক্ষরতার হার ৭২.০৮%।[৩]
২০১১ জনগণনার সময় হিন্দি ৯৫.১৬% এবং উর্দু ৪.৫৭% মানুষের মাতৃভাষা ছিলো।[৬]
বছর | জন. | ব.প্র. ±% |
---|---|---|
১৯০১ | ২,২৭,৯৯৮ | — |
১৯১১ | ২,৯৬,৯৬৬ | +২.৬৮% |
১০২১ | ৩,৪৮,০৪৭ | +০.০২% |
১৯৩১ | ৩,৪৫,৮১৮ | −০% |
১৯৪১ | ৩,৮৩,৩৪৭ | +১.০৪% |
১৯৫১ | ৩,৮৬,০৭৫ | +০.০৭% |
১৯৬১ | ৪,৮৯,২১৩ | +২.৪% |
১৯৭১ | ৬,৫৮,৪২৭ | +৩.০২% |
১৯৮১ | ৭,৮৩,০৯৮ | +১.৭৫% |
১৯৯১ | ৯,৭০,৩৮৮ | +২.১৭% |
২০০১ | ১২,১৪,৮৫৭ | +২.২৭% |
২০১১ | ১৪,৫৮,৮৭৫ | +১.৮৫% |
উৎস:[৭] |
সাহিত্যে বিদিশা
সম্পাদনাকবি জীবনানন্দ দাশের লেখা বনলতা সেন কবিতাটিতে আছে: "চুল তার, কবেকার, অন্ধকার, বিদিশার নিশা"। এতে প্রাচীন বিদিশার কথা ইঙ্গিত করা হয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Vidisha"। mponline। ২০১০-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৮-১৯।
- ↑ ক খ গ "Vidisha"। District administration। ২০১০-০৯-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৮-১৯।
- ↑ ক খ গ ঘ ঙ "Vidisha District Population Census 2011, Madhya Pradesh literacy sex ratio and density"। Census Organisation of India। ২০১১। ৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৯।
- ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২০১১-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-০১।
Swaziland 1,370,424
- ↑ "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২০১১-০৮-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
Hawaii 1,360,301
- ↑ 2011 Census of India, Population By Mother Tongue
- ↑ Decadal Variation In Population Since 1901
বহিঃসংযোগ
সম্পাদনাটেমপ্লেট:মধ্য প্রদেশের জেলা টেমপ্লেট:ভোপাল বিভাগ