কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসা

চট্টগ্রাম বিভাগের কুমিল্লা সদর উপজেলায় অবস্থিত একটি আলিয়া কামিল মাদ্রাসা

কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম বিভাগের কুমিল্লা সদর উপজেলায় অবস্থিত একটি উল্লেখযোগ্য আলিয়া কামিল মাদ্রাসা[১] এটি ২০১৬ সালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্স মাদ্রাসার অধিভুক্তি লাভ করে।[২] এটি ১৯৬২ সালে কুমিল্লা জেলার সদর উপজেলায় প্রতিষ্ঠিত হয়েছিলো। মাদ্রাসার বর্তমান অধ্যক্ষের নাম মাওলানা মোহাম্মদ আবদুল মতিন, বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় ৪ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। বর্তমানে প্রাথমিক ইবতেদায়ী থেকে সর্বোচ্চ পর্যায় কামিল পর্যন্ত সব শ্রেণী এই মাদ্রাসায় রয়েছে। ফলাফলের দিক থেকে এটি চট্টগ্রাম বিভাগের শীর্ষ অবস্থানে অবস্থান করে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ সালে মাদ্রাসাটি জাতীয় পর্যায়ে পুরস্কার লাভ করে।[৩]

কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসা
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত১ জানুয়ারি ১৯৬২; ৬২ বছর আগে (1962-01-01)
প্রতিষ্ঠাতা
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (২০০৬- ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান)
অধ্যক্ষমোহাম্মদ আবদুল মতিন
মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
ঠিকানা
চকবাজার
, , ,
EIIN সংখ্যা১০৫৮০৪
ওয়েবসাইটhttp://105804.ebmeb.gov.bd/

ইতিহাস সম্পাদনা

মাদ্রাসাটি কুমিল্লা শহরের ঐতিহাসিক স্থান আমির মোহাম্মদ দীঘির পশ্চিম পাড়ে অবস্থিত। এইস্থানটি মাদরাসার নির্মাণের পূর্বে পরিত্যাক্ত ছিল। ১৯৬২ সালে ড. মোহাম্মদ শহিদুল্লাহ, সোনাকান্দা দরবার শরীফের পীর আবদুর রহমান হানাফি, মাওলানা হাতেম আলী পীর গোবিন্দপুর ও মাওলানা আজিম উদ্দিন পীর ধামতী প্রভৃতির উদ্যোগে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসা প্রতিষ্ঠায় আর্থিক সাহায্য করেন, কুমিল্লা শহরের বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সালাম।[৪]

বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সম্পাদনা

২০০৬ সালের ইসলামী বিশ্ববিদ্যালয় সংশোধনী আইন, ২০০৬ মোতাবেক আলিয়া মাদ্রাসার ফাযিল (স্নাতক ডিগ্রি) ৩ বছর এবং কামিল (স্নাতকোত্তর) ২ বছর মোট ৫ বছরের কোর্স চালু হয় এবং বাংলাদেশের ১,০৮৬টি ফাযিল (স্নাতক) ও ১৯৮টি কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।[৫] এরফলে এই মাদ্রাসাটিও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়। এরপরে ২০১৬ সালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে,[৬] মাদ্রাসাটি আরো ২১টি মাদ্রাসার সাথে অনার্স ডিগ্রির অন্তর্ভুক্ত হয়।[৭]

শিক্ষা কার্যক্রম সম্পাদনা

মাদ্রাসাটিতে ইবতেদায়ী থেকে শুরু করে আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ পর্যায় কামিল শ্রেণী পর্যন্ত রয়েছে।[৮] এই মাদ্রাসার দাখিল ও আলিম পর্যায়ে বিজ্ঞান ও মানবিক উভয় শাখা রয়েছে। এবং ফাজিল ও পর্যায়ে আল কুরআন ও ইসলামি অধ্যয়ন, আল হাদিস ও ইসলামি অধ্যয়ন, দাওয়াহ প্রভৃতি বিভাগ চালু আছে।[৯] এছাড়াও কামিল পর্যায়ে আল কুরআন ও আল হাদিস নিয়ে উচ্চ পড়াশোনা ও গবেষণার সুযোগ রয়েছে। এই মাদ্রাসায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা বিএমএড কোর্স চালু করা হয়েছে।[১০][১১]

সুযোগ-সুবিধা সম্পাদনা

এই মাদ্রাসা আধুনিক সকল সুযোগ সুবিধা সম্পন্ন একটি মাদ্রাসা।[১২] ছাত্রদের খেলার মাঠ, পড়াশোনার জন্য লাইব্রেরী, মেয়েদের অবসর কাটানোর জন্য কমন রুম সহ বিভিন্ন সুবিধা রয়েছে। সম্পূর্ণ মাদ্রাসাটি প্রায় ৪.৫ একর জমির উপরে অবস্থিত। মাদ্রাসার মূল ভবন ৬৬ শতক জিমির উপরে অবস্থিত এবং বাকি ৩.৭৮ জমির উপরে মাদ্রাসার অন্যান্য স্থাপনা অবস্থিত। মাদরাসার পূর্ব-দক্ষিণ পার্শ্বে ৩ তলা বিশিষ্ট একটি দালান রয়েছে, ভবনের ৩০টি কক্ষ ক্লাসরুম, শিক্ষক মিলনায়তন, অফিস হিসাবে ব্যবহৃত হয়। মাদ্রাসার পশ্চিম পার্শ্বে ২য় তলা বিশিষ্ট দালান ১৪টি কক্ষ ছাত্রাবাস রয়েছে।২০২০ সালে পরিচালনা কমিটির উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গনে একটি শহীদ মিনার স্থাপন করা হয়েছে।[১৩]

খেলার মাঠ সম্পাদনা

মাদ্রাসার চারিদিকে দেয়ালের মাঝখানে শিক্ষার্থীদের খেলার জন্য সুবিশাল মাঠ রয়েছে। এখানে অবসর সময়ে ও পাঠদান শেষে মাদ্রাসার ছাত্ররা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এখানে খেলা-ধুলা করে থাকে। এই মাদ্রাসার ছাত্ররা খেলা-ধুলায় অগ্রগণ্য। বেশিরভাগ সময় ছাত্ররা ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলে থাকে। প্রতিবছর মাদ্রাসাটিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গ্রন্থাগার সম্পাদনা

মাদ্রাসার সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত লাইব্রেরী রয়েছে। দাখিল থেকে শুরু করে কামিল পর্যায়ের সকল শিক্ষার্থীরা এখান থেকে বই ধার নিয়ে পড়াশোনা করতে পারে। ফাজিল ও কামিল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ উচ্চতর গবেষণাধর্মী বই রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Islamia Aliah Kamil Madrasha Chawkbazar Comilla - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৪ 
  2. "কুমিল্লা আলিয়া মাদরাসায় ছবক দিয়ে ফাযিল-অনার্স কোর্সের যাত্রা শুরু"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৪ 
  3. রিপোর্টার, কুমিল্লা থেকে স্টাফ। "কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা প্রিন্সিপাল ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্বের সম্মাননা"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৪ 
  4. "ISLAMIA KAMIL MADRASAH"105804.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৪ 
  5. "আলিয়া মাদরাসার উৎপত্তি ও ক্রমবিকাশ"lekhapora24.net। ২০২১-০৮-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৭ 
  6. "মাদ্রাসা শিক্ষার উন্নয়নে প্রত্যাশা"SAMAKAL (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১০ 
  7. "অনার্স কোর্স চালু হচ্ছে আরও ২১ মাদ্রাসায়"Bangla Tribune। ২০২১-০৮-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৬ 
  8. ajker-comilla.com (২০১৯-০৭-০১)। "চকবাজার ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার আলিম ১ম বর্ষ ও কামিল ১ম পর্বের ছবক অনুষ্ঠিত"Ajker Comilla। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. News, Magura (২০১৬-১১-১৮)। "মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় অনার্স কোর্স চালুর অনুমতি"Magura News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৪ 
  10. Sangbad, Protidiner। "মাদ্রাসা শিক্ষায় বাউবির পদক্ষেপ"Protidiner Sangbad। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৪ 
  11. Somachar, নোয়াখালী সমাচার :: Noakhali। "কুমিল্লায় মাদরাসা শিক্ষায় বিএমএড কোর্স একটি মাইলফলক"Noakhali Somachar (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৪ 
  12. "কুমিল্লা আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার কেন্দ্র ইউসুফ হাই স্কুলে স্থানান্তর"www.comillarkagoj.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৪ 
  13. "কুমিল্লা আলিয়া মাদ্রাসায় ৫৮ বছর পর শহীদ মিনার"www.shomoyeralo.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৪