কুমিরা ইউনিয়ন, সীতাকুণ্ড
কুমিরা বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
কুমিরা | |
---|---|
ইউনিয়ন | |
৭নং কুমিরা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে কুমিরা ইউনিয়ন, সীতাকুণ্ডের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩০′৩৯″ উত্তর ৯১°৪২′২১″ পূর্ব / ২২.৫১০৮৩° উত্তর ৯১.৭০৫৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সীতাকুণ্ড উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ মোরশেদ হোসেন চৌধুরী |
আয়তন | |
• মোট | ৩৪.৫৬ বর্গকিমি (১৩.৩৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৪,১৩৫ |
• জনঘনত্ব | ৯৯০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৯.৫৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩১৪ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাকুমিরা ইউনিয়নের আয়তন ৮৫৩৭ একর[১] (৩৪.৫৬ বর্গ কিলোমিটার)।
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কুমিরা ইউনিয়নের লোকসংখ্যা ৩৪,১৩৫ জন। এর মধ্যে পুরুষ ১৮,৪৯৭ জন এবং মহিলা ১৫,৬৩৮ জন।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাসীতাকুণ্ড উপজেলার মধ্যভাগে কুমিরা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বাঁশবাড়িয়া ইউনিয়ন, পূর্বে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন ও হাটহাজারী পৌরসভা, দক্ষিণে সোনাইছড়ি ইউনিয়ন এবং পশ্চিমে সন্দ্বীপ চ্যানেল ও সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাকুমিরা ইউনিয়ন সীতাকুণ্ড উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সীতাকুণ্ড মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৪ এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | উত্তর মছজিদ্দা, মোল্লাপাড়া, পুনর্বাসন, হিন্দু পাড়া, কান্দানী পাড়া, মন্ধম পাড়া, মাঝামাঝি পাড়া, নাথ পাড়া, মগ পুকুর, ত্রিপুরা পাড়া |
২নং ওয়ার্ড | মছজিদ্দা, দেলীপাড়া, চৌধুরী বাড়ী, পাখর পাড়া |
৩নং ওয়ার্ড | দক্ষিণ মছজিদ্দা, জামাই পাড়া, মাস্টার পাড়া |
৪নং ওয়ার্ড | হিঙ্গরী পাড়া, ছোট কুমিরা, মছজিদ্দা |
৫নং ওয়ার্ড | কাজী পাড়া |
৬নং ওয়ার্ড | সোনারপাড়া, রহমতপুর |
৭নং ওয়ার্ড | কুমিরা, বাজার পাড়া, নিউ রাজাপুর, কলোনী, রহমতপুর |
৮নং ওয়ার্ড | কুমিরা কালী বাড়ী |
৯নং ওয়ার্ড | কোর্টপাড়া, আলেকদিয়া |
নামকরণ
সম্পাদনাকুমিরা নামকরণের কোন ঐতিহাসিক তথ্য পাওয়া যায়নি। তবে নামকরণে স্থানীয় এলাকায় বিভিন্ন জনশ্রুতি রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে কুমিরা অঞ্চলের পশ্চিম পাশে সমুদ্র তীরবর্তী এলাকায় একসময় কুমিরের উপদ্রব ছিল। তাই এ অঞ্চলের নামকরণ করা হয় 'কুমিরা'।
কুমিরের 'রা' (ডাক শব্দ যেমন সব শিয়ালের একরা) থেকে 'কুমিরা' নামের উৎপত্তি হয় বলে অনেকের বিশ্বাস। তখনকার দিনে শিশুদের কান্না থামাতে মায়ের মুখে কুমিরের রা' বা ডাকের অনুকরণ করে ওদের ভয় দেখাত।
আরেকটি জনশ্রুতি এরকম, হিন্দুদের কুমারী দেবী বিশেষ বিশেষ সময়ে ওখানকার খালে (বর্তমানে কুমিরা খাল) এসে অলৌকিক ও দৈব শক্তি প্রদর্শন করেছেন। কুমারী দেবীর নাম অনুসারে সে এলাকার নামকরণ হয় 'কুমিরা'। অর্থাৎ কুমারী থেকে কুমিরা। দেবীর সম্মানে কুমারী মন্দিরে এখনো পূজা দেওয়া হয়।[৩]
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাকুমিরা ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৫৫%।[১] এ ইউনিয়নে ১টি বিশ্ববিদ্যালয়, ১টি কলেজ, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাবিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
কলেজ
- কলেজ
- মাদ্রাসা
- নূরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা
- কাজীপাড়া বায়তুন নূর দাখিল মাদ্রাসা
- হযরত খাদিজাতুল কোবরা (রা.) মহিলা দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়
- মছজিদ্দা উচ্চ বিদ্যালয়
- মেরিটজোন স্কুল এন্ড কলেজ
- লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আলেকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর মছজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কুমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কোর্ট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ মছজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মছজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মছজিদ্দা (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাকুমিরা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সব ধরনের যানবাহনের মাধ্যমে যোগাযোগ করা যায়। এছাড়াও রয়েছে ঢাকা-চট্টগ্রাম রেলপথ (কুমিরা স্টেশন)।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাকুমিরা ইউনিয়নে ২৭টি মসজিদ, ৭টি ঈদগাহ ও ৮টি মন্দির রয়েছে।[২]
খাল ও নদী
সম্পাদনাকুমিরা ইউনিয়নের পশ্চিম পাশে সন্দ্বীপ চ্যানেল। এছাড়া এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বড় কুমিরা খাল এবং ছোট কুমিরা খাল।[৮]
হাট-বাজার
সম্পাদনাকুমিরা ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল কুমিরা হাট এবং মছজিদ্দা বাজার।[৯]
দর্শনীয় স্থান
সম্পাদনা- কুমিরা টিবি হাসপাতাল
- কুমিরা সমুদ্র সৈকত
- কুমিরা অগ্নিকুণ্ড
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- অমলেন্দু বিশ্বাস –– যাত্রা অভিনেতা ও পরিচালক।
- আবু তাহের মোহাম্মদ সালাহউদ্দীন –– বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।[১১]
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ মোরশেদ হোসেন চৌধুরী[১২]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | পরেশ নাথ ভৌমিক | ১৯২৫-১৯৩১ |
০২ | আজিজ উল্লাহ উকিল | ১৯৩১-১৯৩৬ |
০৩ | নোয়াব মিয়া চৌধুরী | ১৯৩৬-১৯৪০ |
০৪ | এয়ার মোহাম্মদ চৌধুরী | ১৯৪০-১৯৫২ |
০৫ | জহুরুল ইসলাম চৌধুরী | ১৯৫২-১৯৬৫ |
০৬ | মকসুদ আলী চৌধুরী | ১৯৬৫-১৯৭৪ |
০৭ | ননী গোপাল দত্ত | ১৯৭৪-১৯৭৭ |
০৮ | নুরুদ্দীন আহমেদ চৌধুরী | ১৯৭৭-১৯৮৪ |
০৯ | জহুরুল ইসলাম চৌধুরী | ১৯৮৪-১৯৮৮ |
১০ | আ ফ ম মফিজুর রহমান | ১৯৮৮-১৯৯১ |
১১ | আ ক ম কামাল উদ্দীন (ভারপ্রাপ্ত) | ১৯৯১-১৯৯২ |
১২ | কাজী আহমদ হোসেন জাহাঙ্গীর | ১৯৯২-১৯৯৮ |
১৩ | জসিম উদ্দীন আহমদ চৌধুরী | ১৯৯৮-২০০৩ |
১৪ | আ ফ ম মফিজুর রহমান | ২০০৩-২০১১ |
১৫ | জসিম উদ্দীন আহমদ চৌধুরী | ২০১১-২০১৬ |
১৬ | মোহাম্মদ মোরশেদ হোসেন চৌধুরী | ২০১৬-বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "সীতাকুন্ড উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ গ "এক নজরে কুমিরা ইউনিয়ন - কুমিরা ইউনিয়ন - কুমিরা ইউনিয়ন"। kumiraup.chittagong.gov.bd। ১৫ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৭।
- ↑ "কুমিরা ইউনিয়নের ইতিহাস - কুমিরা ইউনিয়ন - কুমিরা ইউনিয়ন"। kumiraup.chittagong.gov.bd। ৬ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৭।
- ↑ "কলেজ - কুমিরা ইউনিয়ন - কুমিরা ইউনিয়ন"। kumiraup.chittagong.gov.bd। ১ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৭।
- ↑ "মাদ্রাসা - কুমিরা ইউনিয়ন - কুমিরা ইউনিয়ন"। kumiraup.chittagong.gov.bd। ১ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - কুমিরা ইউনিয়ন - কুমিরা ইউনিয়ন"। kumiraup.chittagong.gov.bd।
- ↑ "প্রাথমিকবিদ্যালয় - কুমিরা ইউনিয়ন - কুমিরা ইউনিয়ন"। kumiraup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - কুমিরা ইউনিয়ন - কুমিরা ইউনিয়ন"। kumiraup.chittagong.gov.bd। ১১ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - কুমিরা ইউনিয়ন - কুমিরা ইউনিয়ন"। kumiraup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - কুমিরা ইউনিয়ন - কুমিরা ইউনিয়ন"। kumiraup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - কুমিরা ইউনিয়ন - কুমিরা ইউনিয়ন"। kumiraup.chittagong.gov.bd। ১৩ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৭।
- ↑ "মোহাম্মদ মোরশেদ হোসেন চৌধুরী - কুমিরা ইউনিয়ন - কুমিরা ইউনিয়ন"। kumiraup.chittagong.gov.bd। ১৩ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৭।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - কুমিরা ইউনিয়ন - কুমিরা ইউনিয়ন"। kumiraup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]