কুমার কার্তিকেয়া

কুমার কার্তিকেয়া (জন্ম ২৬ ডিসেম্বর ১৯৯৭) একজন ভারতীয় ক্রিকেটার যিনি ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করেন। [১] তিনি সেপ্টেম্বর ২০১৮-এ ২০১৮-১৯ বিজয় হাজারে ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে তার লিস্ট এ অভিষেক করেছিলেন।[২] তিনি ২৮ নভেম্বর ২০১৮-এ ২০১৮-১৯ রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন [৩] ২০১৯ সালের ২ মার্চ ২০১৮-১৯ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে তার টি-টোয়েন্টিতে অভিষেক হয়।[৪]

কুমার কার্তিকেয়া
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামকুমার কার্তিকেয়া সিং
জন্ম (1997-12-26) ২৬ ডিসেম্বর ১৯৯৭ (বয়স ২৬)
কুবাসি, উত্তরপ্রদেশ, ভারত
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
বোলিংয়ের ধরনবাঁ-হাতি অর্থোডক্স স্পিন
ভূমিকাবোলার
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৮-বর্তমানমধ্যপ্রদেশ
২০২২-বর্তমানমুম্বই ইন্ডিয়ান্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি লিএ টি২০
ম্যাচ সংখ্যা ২৩ ২৫ ১৮
রানের সংখ্যা ৩০৩ ৯০ ১২
ব্যাটিং গড় ১১.২২ ৯.০০ ৬.০০
১০০/৫০ ০/১ -/- -/-
সর্বোচ্চ রান ৬১ ২১ ৫*
বল করেছে ৫৪১৮ ১২১৫ ৩৭২
উইকেট ৯৯ ২৩ ১৯
বোলিং গড় ২২.৩২ ৩৫.২৬ ২১.৮৪
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৬/২০ ৩/২৮ ৩/১০
ক্যাচ/স্ট্যাম্পিং ৮/০ ৫/০ ১/০
উৎস: ক্রিকইনফো, ৮ এপ্রিল ২০২৩

২০২২ সালের এপ্রিলে, মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য আরশাদ খানের স্থলাভিষিক্ত হিসাবে দলে নেয়, যখন খান ইনজুরির কারণে বাদ পড়েছিলেন। [৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Kumar Kartikeya"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৮ 
  2. "Elite, Group B, Vijay Hazare Trophy at Delhi, Sep 26 2018"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৮ 
  3. "Elite, Group B, Ranji Trophy at Thiruvananthapuram, Nov 28 - Dec 1 2018"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  4. "Group C, Syed Mushtaq Ali Trophy at Indore, Mar 2 2019"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৯ 
  5. "IPL 2022: Kumar Kartikeya replaces injured Arshad Khan for Mumbai Indians"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা