কুফী লিপি
কূফী লিপি হল আরবি হরফের প্রাচীন ক্যালিগ্রাফিক রূপ। প্রাচীন নাবাতীয় বর্ণমালার পুনর্বিন্যাসে এই লিপির উদ্ভব হয়েছে। ৭ম শতাব্দীর শেষদিকে ইরাকের কুফায় এই লিপির উদ্ভব হয় ও পরে অন্যান্য স্থানে তা ছড়িয়ে পড়ে।[১] ১১শ শতাব্দী নাগাদ এটি কুরআনে ব্যবহৃত প্রধান লিপি ছিল।[১]

ব্যবহারসম্পাদনা
৮ম থেকে ১০শ শতাব্দী পর্যন্ত পান্ডুলিপিতে কূফী লিপির ব্যবহার সবচেয়ে বেশি হত। সেলজুক মুদ্রা ও সৌধ এবং প্রথমদিককার উসমানীয় মুদ্রায় এই লিপি দেখতে পাওয়া যায়। এর আলঙ্করিক বৈশিষ্ট্য থাকায় তুরস্কে প্রজাতন্ত্র ঘোষণার আগে জনসাধারণের জন্য নির্মিত দালান ও বসতবাড়িতে অলংকরণের জন্য কূফী লিপিতে কারুকাজ করা হত।
ইরাকের বর্তমান পতাকায় কূফী লিপিতে আল্লাহু আকবর লেখা রয়েছে।
বর্গাকার ও জ্যামিতিক কূফীসম্পাদনা
দেয়ালে ব্যবহারের জন্য বর্গাকার ও জ্যামিতিক কূফী লিপি ব্যবহার হয়। ইরানের বান্নাই নামে পরিচিত পদ্ধতিতে কখনো সম্পূর্ণ দালান আল্লাহ, মুহাম্মদ ও আলি ইবনে আবি তালিবের নাম লিখিত টাইলসে আচ্ছাদিত করা হয়।[২]
পাশ্চাত্যে প্রভাবসম্পাদনা
সিউডো-কূফী বা কুফিস্ক হল কূফী লিপির অনুকরণে গড়ে উঠা লিপিশিল্প। রেনেসা বা মধ্য যুগে এই রীতি গড়ে উঠেঃ “ইউরোপীয় শিল্পে আরবির অনুকরণকে প্রায় সিউডো-কূফী বলে বর্ণনা করা হয়, এর উদ্ভব হয়েছে আরবি লিপি থেকে যাতে সোজা ও কৌণিক টানের উপর গুরুত্বারোপ করা হয়, এবং তা ইসলামি স্থাপত্যের অলংকরণে প্রায়শ ব্যবহার হয়"।[৩]
গ্যালারিসম্পাদনা
কূফী ক্যালিগ্রাফি ব্যবহৃত গামলা, ১০ম শতাব্দী, ব্রুকলিন মিউজিয়াম।
কুরআনে সুরা মরিয়মের পান্ডুলিপি; হরিণের চামড়ায় লিখিত, ৯ম শতাব্দী, (সুরা ১৯:৮৩-৮৬)।
জ্যামিতিক কূফীর নমুনা, (সুরা ১১২) সূরা ইখলাস, নিচে বাম দিক থেকে ঘড়ির কাটার দিকে পড়ুন।
মুহাম্মদ এর নাম খোদিত জ্যামিতিক কূফী লিপি।
মিনারে উৎকীর্ণ কূফী লিপি। বান্নাই স্থাপত্যের নিদর্শন।
কূফী লিপিতে লিখিত বিসমিল্লাহির রহমানির রহিম, ৯ম শতাব্দী। কায়রোর ইসলামি মিউজিয়ামে রক্ষিত (Inventar-Nr. 7853)।
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "Arabic scripts"। British Museum। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৩।
- ↑ Jonathan M. Bloom; Sheila Blair (২০০৯)। The Grove encyclopedia of Islamic art and architecture। Oxford University Press। পৃষ্ঠা 101, 131, 246। আইএসবিএন 978-0-19-530991-1। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১২।
- ↑ Mack, Rosamond E., 1941- (২০০২)। Bazaar to piazza : Islamic trade and Italian art, 1300-1600। Berkeley: University of California Press। পৃষ্ঠা ৫১। আইএসবিএন 0-520-22131-1। ওসিএলসি 45958231।
গ্রন্থপঞ্জিসম্পাদনা
- Mack, Rosamond E. Bazaar to Piazza: Islamic Trade and Italian Art, 1300–1600, University of California Press, 2001 আইএসবিএন ০-৫২০-২২১৩১-১
- Wolfgang Kosack: Islamische Schriftkunst des Kufischen. Geometrisches Kufi in 593 Schriftbeispielen. Deutsch – Kufi – Arabisch. Christoph Brunner, Basel 2014, আইএসবিএন ৯৭৮-৩-৯০৬২০৬-১০-৩.
বহিঃসংযোগসম্পাদনা
- Square Kufic lectures: alphabet (stylized), examples, square designs
- Kufic manuscript alphabet
- On The Origins Of The Kufic Script
- Kufic Script
- Square Kufic Script
- Square Kufic