কুন-দ্গা'-ছোস-'ফাগ্স-থুব-ব্স্তান-ন্যি-মা

কুন-দ্গা'-ছোস-'ফাগ্স-থুব-ব্স্তান-ন্যি-মা (ওয়াইলি: kun dga chos 'phags thub bstan nyi ma) (১৭৯৭-১৮৪৮) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের সপ্তম কির-তি রিন-পো-ছে (ওয়াইলি: kir+ti rin po che) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

কুন-দ্গা'-ছোস-'ফাগ্স-থুব-ব্স্তান-ন্যি-মা

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

কুন-দ্গা'-ছোস-'ফাগ্স-থুব-ব্স্তান-ন্যি-মা ১৭৯৭ খ্রিষ্টাব্দে তিব্বতের ত্শা-খোগ (ওয়াইলি: tsha khog) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ব্জোদ-পা (ওয়াইলি: bzod pa) এবং মাতার নাম ছিল ব্ক্রা-শিস-স্ক্যিদ (ওয়াইলি: bkra shis skyid)। ১৮০২ খ্রিষ্টাব্দে তিনি গ্যের-গ্শোং-দ্গে-'দুন-জ্লা-গ্রাগ্স (ওয়াইলি: g.yer gshong dge 'dun zla grags) নামক এক ভিক্ষুর নিকট তিনি শিক্ষার্থীর শপথ গ্রহণ করেন। ১৮০৪ খ্রিষ্টাব্দে দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-স্গ্রোন-মে (ওয়াইলি: dkon mchog gung thang bstan pa'i sgron me) নামক তৃতীয় গুং-থাং লামা তাকে দ্গে-'দুন-ছোস-ক্যি-দ্বাং-ফ্যুগ (ওয়াইলি: dge 'dun chos kyi dbang phyug) নামক ষষ্ঠ কির-তি রিন-পো-ছে (ওয়াইলি: kir+ti rin po che) উপাধিধারী লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন ও তাকে স্তাগ-ত্শাং-ল্হা-মো (ওয়াইলি: stag tshang lha mo) নামক বৌদ্ধবিহারের প্রধানের পদে অধিষ্ঠিত করা হয়। এই সময় ব্লো-ব্জাং-ব্স্তান-পা (ওয়াইলি: blo bzang bstan pa) নামক এক ভিক্ষুর নিকট তিনি শিক্ষালাভ করেন। ১৮১৬ খ্রিষ্টাব্দে সপ্তম পাঞ্চেন লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। ব্যাং-ছুব-'ছোস-'ফেল (ওয়াইলি: byang chub chos 'phel) নামক উনসত্তরতম দ্গা'-ল্দান-খ্রি-পার উপদেশে তিনি স্তাগ-ত্শাং-ল্হা-মো বৌদ্ধবিহারে দর্শনশাস্ত্র অধ্যয়নের জন্য একটি মহাবিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন। ১৮২২ খ্রিষ্টাব্দে তিনি হোর-ত্শাং (ওয়াইলি: hor tshang) নামক স্থানে তিনি ব্ক্রা-শিস-ব্সাম-গ্তান-গ্লিং (ওয়াইলি: bkra shis bsam gtan gling) বৌদ্ধবিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Gyatso, Thinlay (জুন ২০১৩)। "The Seventh Kirti, Kunga Chopak Tubten Nyima"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-১৯ 
পূর্বসূরী
দ্গে-'দুন-ছোস-ক্যি-দ্বাং-ফ্যুগ
কুন-দ্গা'-ছোস-'ফাগ্স-থুব-ব্স্তান-ন্যি-মা
সপ্তম কির-তি রিন-পো-ছে
উত্তরসূরী
ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-ব্স্তান-পা-র্গ্যা-ম্ত্শো