দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-স্গ্রোন-মে

দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-স্গ্রোন-মে (ওয়াইলি: dkon mchog bstan pa'i sgron me) (১৭৬২-১৮২৩) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের তৃতীয় গুং-থাং লামা উপাধিধারী বৌদ্ধ ভিক্ষু ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-স্গ্রোন-মে ১৭৬২ খ্রিষ্টাব্দে তিব্বতের ম্দ্জোদ-দ্গে (ওয়াইলি: mdzod dge) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল থে-বো-ল্চাগ্স-পো-ব্যাম্স-পা (ওয়াইলি: the bo lcags po byams pa) এবং মাতার নাম ছিল বো-চোগ (ওয়াইলি: bo cog)। সাত বছর বয়সে দ্কোন-ম্ছোগ-'জিগ্স-মেদ-দ্বাং-পো (ওয়াইলি: dkon mchog 'jigs med dbang po) নামক দ্বিতীয় 'জাম-দ্ব্যাংস-ব্ঝাদ-পা (ওয়াইলি: 'jam dbyangs bzhad pa) উপাধিধারী লামা তাকে ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: ngag dbang bstan pa'i rgyal mtshan) নামক দ্বিতীয় গুং-থাং লামা উপাধিধারী বৌদ্ধ ভিক্ষুর পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন। তিনি ১৭৬৮ খ্রিষ্টাব্দে তাকে ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারে এনে তাকে উপাসক, প্রব্রজ্যা ও শ্রমণের শপথ প্রদান করেন। এরপর দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-স্গ্রোন-মে দর্শন, তন্ত্র, ব্যাকরণ, কাব্যশাস্ত্র, সংস্কৃত ধ্বনিতত্ত্ব, জ্যোতিষ, চিকিৎসাশাস্ত্র, মঙ্গোল ও চীনা ভাষা প্রভৃতি বিভিন্ন বিষয়ে শিক্ষালাভ করেন। সতেরো বছর বয়সে তিনি লাসা যাত্রা করে দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের গোমাং মহাবিদ্যালয়ে ভর্তি হয়ে হোর-স্কাল-ব্জাং-দ্ঙ্গোস-গ্রুব (ওয়াইলি: hor skal bzang dngos grub) নামক এক মঙ্গোল পণ্ডিতের নিকট ধর্মশিক্ষালাভ করেন। ১৭৮২ খ্রিষ্টাব্দে অষ্টম দলাই লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। ১৭৯১ খ্রিষ্টাব্দে তিনি ত্শা-খো'ই-দা-ত্শাং (ওয়াইলি: tsha kho'i da tshang) মঠ এবং সদ্যপ্রতিষ্ঠিত র্ঙ্গা-বা'ই-স্গো-মাং (ওয়াইলি: rnga ba'i sgo mang) বিহারের প্রধান হিসেবে অধিষ্ঠিত হন। ১৭৯২ খ্রিষ্টাব্দে তাকে ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের একুশতম প্রধান হিসেবে এবং ১৭৯৭ খ্রিষ্টাব্দে দ্গোন-লুং-ব্যামস-পা-গ্লিং (ওয়াইলি: dgon lung byams pa gling) বিহারের প্রধান হিসেবে অধিষ্ঠিত করা হয়।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Chhosphel, Samten (অক্টোবর ২০১০)। "The Third Gungtang, Konchok Tenpai Dronme"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-১০-২৭ 
পূর্বসূরী
ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান
দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-স্গ্রোন-মে
তৃতীয় গুং-থাং লামা
উত্তরসূরী
দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-র্গ্যা-ম্ত্শো