দ্গে-'দুন-ছোস-ক্যি-দ্বাং-ফ্যুগ

দ্গে-'দুন-ছোস-ক্যি-দ্বাং-ফ্যুগ (ওয়াইলি: dge 'dun chos kyi dbang phyug) (১৭৭৩-১৭৯৬) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের ষষ্ঠ কির-তি রিন-পো-ছে (ওয়াইলি: kir+ti rin po che) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

দ্গে-'দুন-ছোস-ক্যি-দ্বাং-ফ্যুগ

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

দ্গে-'দুন-ছোস-ক্যি-দ্বাং-ফ্যুগ ১৭৭৩ খ্রিষ্টাব্দে তিব্বতের রেব-কোং (ওয়াইলি: reb kong) অঞ্চলে ব্সে-ছু-মা (ওয়াইলি: bse chu ma) নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ঙ্গাগ-দ্বাং-রাব-ব্র্তান (ওয়াইলি: ngag dbang rab brtan) এবং মাতার নাম ছিল স্ন্যিং-মো-থার (ওয়াইলি: snying mo thar)। ১৭৭৬ খিষ্টাব্দে তাকে ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: blo bzang bstan pa'i rgyal mtshan) নামক পঞ্চম কির-তি রিন-পো-ছে (ওয়াইলি: kir+ti rin po che) উপাধিধারী বৌদ্ধ লামা্র পুনর্জন্ম রূপে চিহ্নিত করে স্তাগ-ত্শাং-ল্হা-মো (ওয়াইলি: stag tshang lha mo) নামক বৌদ্ধবিহারের প্রধানের পদে অধিষ্ঠিত করা হয়। তিনি ১৭৯৬ খ্রিষ্টাব্দে মাত্র চব্বিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Gyatso, Thinlay (এপ্রিল ২০১৩)। "The Sixth Kirti, Gendun Chokyi Wangchuk"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-১৯ 
পূর্বসূরী
ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান
দ্গে-'দুন-ছোস-ক্যি-দ্বাং-ফ্যুগ
ষষ্ঠ কির-তি রিন-পো-ছে
উত্তরসূরী
কুন-দ্গা'-ছোস-'ফাগ্স-থুব-ব্স্তান-ন্যি-মা