ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-ব্স্তান-পা-র্গ্যা-ম্ত্শো

ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-ব্স্তান-পা-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: blo bzang 'phrin las bstan pa rgya mtsho) (১৮৪৯-১৯০৪) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের অষ্টম কির-তি রিন-পো-ছে (ওয়াইলি: kir+ti rin po che) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-ব্স্তান-পা-র্গ্যা-ম্ত্শো ১৮৪৯ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল স্ঙ্গাগ্স-'ছাং-ব্দে-ছেন (ওয়াইলি: sngags 'chang bde chen) এবং মাতার নাম ছিল জো-মো-থার (ওয়াইলি: jo mo thar)। জন্মের পর তার নাম রাখা হয় 'ফ্রিন-লাস-র্দো-র্জে (ওয়াইলি: 'phrin las rdo rje)। পাঁচ বছর বয়সে ব্লো-ব্জাং-থুব-ব্স্তান-'জিগ্স-মেদ-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: blo bzang thub bstan 'jigs med rgya mtsho) নামক তৃতীয় 'জাম-দ্ব্যাংস-ব্ঝাদ-পা (ওয়াইলি: 'jam-dbyangs bzhad-pa) উপাধিধারী লামা তাকে কুন-দ্গা'-ছোস-'ফাগ্স-থুব-ব্স্তান-ন্যি-মা (ওয়াইলি: kun dga chos 'phags thub bstan nyi ma) নামক সপ্তম কির-তি রিন-পো-ছে (ওয়াইলি: kir+ti rin po che) উপাধিধারী লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন এবং তার নতুন নাম রাখেন ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-ব্স্তান-পা-র্গ্যা-ম্ত্শো। দ্কোন-ম্ছোগ-স্মোন-লাম (ওয়াইলি: dkon mchog smon lam) নামক ভিক্ষুর নিকট তিনি শিক্ষার্থীর শপথ গ্রহণ করেন। ১৮৭৩ খ্রিষ্টাব্দে ঙ্গাগ-দ্বাং-ছোস-'ফেল (ওয়াইলি: ngag dbang chos 'phel) নামক বৌদ্ধ লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। ১৮৭৪ খ্রিষ্টাব্দে তিনি ঙ্গা-য়ুল-কির-তি (ওয়াইলি: nga yul kir ti) বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন, যেখানে ১৯০৪ খ্রিষ্টাব্দে তার মৃত্যু হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Namgyal, Tsering (অক্টোবর ২০১১)। "The Eighth Kirti, Lobzang Trinle Tenpa Gyatso"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-১৯ 
পূর্বসূরী
কুন-দ্গা'-ছোস-'ফাগ্স-থুব-ব্স্তান-ন্যি-মা
ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-ব্স্তান-পা-র্গ্যা-ম্ত্শো
অষ্টম কির-তি রিন-পো-ছে
উত্তরসূরী
স্কাল-ব্জাং-ব্লো-গ্রোস-কুন-দ্গা'-লুং-র্তোগ্স-র্গ্যা-ম্ত্শো