কাতিলা বিনতে আবদিল উজ্জা

আবু বকরের প্রথম স্ত্রী
(কুতায়লাহ্ বিনতে আব্দুল উজ্জা থেকে পুনর্নির্দেশিত)

কাতিলা বিনতে আবদিল উজ্জা (আরবি: قتيلة بنت عبدالعزة)[১] ছিলেন আবু বকরের প্রথম স্ত্রী।

কাতিলা বিনতে আবদিল উজ্জা
قتيلة بنت عبدالعزة
জন্ম
মৃত্যু
দাম্পত্য সঙ্গীআবু বকর (আবু বকর ৬১০ খ্রিষ্টাব্দে তার সাথে বিচ্ছেদ ঘটানোর আগ পর্যন্ত)
সন্তান
পিতা-মাতা
  • আব্দুল উজ্জা (পিতা)

কাতিলা বিনতে আবদিল উজ্জা মক্কার কুরাইশ বংশের আমির ইবনে লুয়াই গোত্রের সদস্য ছিলেন। [২]:১৭৬ আবু বকরের সাথে তার বিবাহের ফলে আসমা[১]আবদুল্লাহ[১] নামে দুইজন সন্তান হয়। আবদুল্লাহ এর জন্মের কয়েকদিন আগে বা পরে আবু বকর তাকে তালাক দেন। এর পরেই আবু বকর ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু কাতিলা মুশরিক থেকে গেল।[২]:১৭৮

তাঁদের মেয়ে আসমা মক্কা থেকে হিজরত করার সাত বছর পরে কাতিলা তাকে দেখতে মদিনায় এসেছিলো। তিনি কিশমিশ, স্বচ্ছ মাখন এবং কারাজ (সন্ত গাছের এক প্রজাতির শুঁটি) উপহার নিয়ে এসেছিলেন। কিন্তু, আসমা তার ঘরের মধ্যে তার মাকে প্রবেশ করাননি বা উপহার গ্রহণ করেননি। তিনি আয়েশা (রা.) কে নবীজির নিকট এই বলে পাঠান যে, মায়ের হাদিয়া নেয়া যাবে কিনা? নবীজি বললেন, “তাকে ঘরে আসতে দাও এবং হাদিয়া গ্রহণ করো।”[২]:১৭৮

এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা সূরা মুমতাহিনার ৮ নং আয়াত অবতীর্ণ করেন:

“দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে স্বদেশ থেকে বহিস্কার করেনি তাদের প্রতি মহানুভবতা দেখাতে ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ্‌ ন্যায়পরায়ণদেরকে ভালবাসেন।”

— কুরআন ৬০:৮-৯

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "আবু বকরের পরিবার" (ইংরেজি ভাষায়)। অনলাইনে কুরআন অনুসন্ধান করুন। ২৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১২ 
  2. মুহাম্মাদ ইবনে সাদ,'তাবাকাত' খন্ড ৮। বিউলি, এ। (১৯৯৫ সালে) অনুবাদ করেছেন।. 'মদীনার নারী'। লন্ডন: তা-হা পাবলিশার্স।

বহিঃসংযোগ সম্পাদনা