কোচবিহার
কোচবিহার বা কুচবিহার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার জেলা সদর ও একটি গুরুত্বপূর্ণ শহর। কোচবিহারের উত্তর পূর্বে আসাম রাজ্য, এছাড়াও আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশ।কোচবিহার জেলার প্রতিবেশী দেশ ভুটান।
কোচবিহার কুচবিহার | |
---|---|
City | |
ভারত তথা পশ্চিমবঙ্গে কোচবিহারের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬°১৯′২৭.০৮৪″ উত্তর ৮৯°২৭′৩.৬″ পূর্ব / ২৬.৩২৪১৯০০০° উত্তর ৮৯.৪৫১০০০° পূর্ব | |
রাষ্ট্র | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | কোচবিহার |
আয়তন | |
• মোট | ৮.১৯ বর্গকিমি (৩.১৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৭৭,৯৩৫ |
• জনঘনত্ব | ৯,৫০০/বর্গকিমি (২৫,০০০/বর্গমাইল) |
ভাষা | |
• দাপ্তরিক/সরকারী | বাংলা, ইংরাজী,রাজবংশী ভাষা |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
ডাক সূচক সংখ্যা | ৭৩৬১০১ |
দূরভাষ সংখ্যা | +৯১ ৩৫৮২ |
যানবাহন নিবন্ধন | WB-64/63 (ডব্লু.বি. ৬৪/৬৩) |
লোকসভা কেন্দ্র | কোচবিহার (তঃ জাঃ) |
বিধানসভা কেন্দ্র | কোচবিহার উত্তর (তঃ জাঃ), কোচবিহার দক্ষিণ, নাটাবাড়ি |
ওয়েবসাইট | www |
জনসংখ্যার উপাত্তসম্পাদনা
ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে কুচ বিহার শহরের জনসংখ্যা হল ৭৭,৯৩৫ জন।[১] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।
এখানে সাক্ষরতার হার ৮২%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৬% এবং নারীদের মধ্যে এই হার ৭৭%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে কোচবিহার এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ৯% হল ৬ বছর বা তার কম বয়সী।
শিক্ষা প্রতিষ্ঠানসম্পাদনা
- সুনীতি একাডেমী
- মণীন্দ্রনাথ হাইস্কুল
- রামভোলা হাইস্কুল
- এ.বি.এন. শীল কলেজ
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়
- কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়
- তুফানগঞ্জ মহাবিদ্যালয়
- মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়
- ইউনিভার্সিটি বি. টি এন্ড ইভিনিং কলেজ
- কোচবিহার কলেজ
- জামালদাহ তুলসী দেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়
- উচলপুকুরী কৃষক উদ্যোগ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়।
- তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ন মেমোরিয়াল হাই স্কুল
পরিবহনসম্পাদনা
কোচ বিহার জেলা সড়কপথ, রেলপথ, এবং অকাশপথে পারিবহন ব্যবস্থা রয়েছে | প্রধান রেল স্টেশন "নিউ কোচ বিহার এছাড়া কোচ বিহার, দিনহাটা, বামনহাট, মাথাভাঙ্গা,তুফানগঞ্জ রেল স্টেশন রয়েছে| 31 নং জাতীয় সড়ক উত্তরপূর্বে কোচ বিহার দিয়ে অসম রাজ্যর যুক্ত হয়েছে| কোচবিহার বিমানবন্দর প্রধান বিমানবন্দর|
দর্শনীয় স্থান
- রাজবাড়ী
- মদনমোহন মন্দির
- সাগর দীঘি
- শালবাগান প্রভৃতি।
- জামালদাহ অনুকূল চন্দ্রের আশ্রম
- তিনবিঘা করিডোর
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "ভারতের ২০১১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জুলাই ৭, ২০২০।