কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র
কোচবিহার দক্ষিণ (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার একটি বিধানসভা কেন্দ্র।
কোচবিহার দক্ষিণ | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
কেন্দ্রের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬°১৯′২৭″ উত্তর ৮৯°২৭′০৭″ পূর্ব / ২৬.৩২৪১৭° উত্তর ৮৯.৪৫১৯৪° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | কোচবিহার |
কেন্দ্র নং. | ৪ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | ১. কোচবিহার(এসসি) |
নির্বাচনী বছর | ১৮২,৪৪৮ (২০১১) |
এলাকা
সম্পাদনাভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে ৪ নং কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি কোচবিহার পৌরসভা এবং চান্দামারি, চিল্কিরহাট, ফালিমারি, ঘুঘুমারি, হাড়িভাঙ্গা, ময়ামারি, পাটচ্চারা, পুটিমারি, ফুলেশ্বরী এবং সুক্তাবাড়ি গ্রাম পঞ্চায়েতগুলি কোচবিহার-১ সিডি ব্লক এর অন্তর্গত।[১]
কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি ১ নং কোচবিহার লোকসভা কেন্দ্র(এসসি) র অন্তর্গত।[১]
বিধানসভার বিধায়ক
সম্পাদনানির্বাচনের বছর |
কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
১৯৫১ | কোচবিহার | মাজিরুদ্দিন আহমেদ | ভারতীয় জাতীয় কংগ্রেস[২] |
জতীন্দ্রনাথ সিংহ সরকার | ভারতীয় জাতীয় কংগ্রেস[২] | ||
১৯৫৭ | মাজিরুদ্দিন আহমেদ | ভারতীয় জাতীয় কংগ্রেস[৩] | |
সতীশচন্দ্র রায় সিংহ | ভারতীয় জাতীয় কংগ্রেস[৩] | ||
১৯৬২ | কোচবিহার উত্তর | সুনিল দাসগুপ্ত | ফরওয়ার্ড ব্লক [৪] |
কোচবিহার দক্ষিণ | সুনিল বাসুনিয়া | সারা ভারত ফরওয়ার্ড ব্লক [৪] | |
১৯৬৭ | কোচবিহার উত্তর | এম.আর.তার | ভারতীয় জাতীয় কংগ্রেস[৫] |
কোচবিহার দক্ষিণ | সন্তোষ কুমার রায় | ভারতীয় জাতীয় কংগ্রেস [৫] | |
কোচবিহার পশ্চিম | প্রসেনজিৎ বর্মন | ভারতীয় জাতীয় কংগ্রেস [৫] | |
১৯৬৯ | কোচবিহার উত্তর | বিমল কান্তি বসু | ফরওয়ার্ড ব্লক[৬] |
কোচবিহার দক্ষিণ | সন্তোষ কুমার রায় | ভারতীয় জাতীয় কংগ্রেস [৬] | |
কোচবিহার পশ্চিম | প্রসেনজিৎ বর্মন | ভারতীয় জাতীয় কংগ্রেস [৬] | |
১৯৭১ | কোচবিহার উত্তর | সুনিল কর | ভারতীয় জাতীয় কংগ্রেস [৭] |
কোচবিহার দক্ষিণ | সন্তোষ কুমার রায় | ভারতীয় জাতীয় কংগ্রেস [৭] | |
কোচবিহার পশ্চিম | রাজানী দাস | ভারতীয় জাতীয় কংগ্রেস [৭] | |
১৯৭২ | কোচবিহার উত্তর | সুনিল কর | ভারতীয় জাতীয় কংগ্রেস [৮] |
কোচবিহার দক্ষিণ | সন্তোষ কুমার রায় | ভারতীয় জাতীয় কংগ্রেস [৮] | |
কোচবিহার পশ্চিম | রাজানী দাস | ভারতীয় জাতীয় কংগ্রেস[৮] | |
১৯৭৭ | কোচবিহার উত্তর | অপরাজিতা গোপ্পী | ফরওয়ার্ড ব্লক [৯] |
কোচবিহার পশ্চিম | বিমল কান্তি বসু | ফরওয়ার্ড ব্লক[৯] | |
১৯৮২ | কোচবিহার উত্তর | অপরাজিতা গোপ্পী | ফরওয়ার্ড ব্লক [১০] |
কোচবিহার পশ্চিম | বিমল কান্তি বসু | ফরওয়ার্ড ব্লক[১০] | |
১৯৮৭ | কোচবিহার উত্তর | অপরাজিতা গোপ্পী | ফরওয়ার্ড ব্লক [১১] |
কোচবিহার পশ্চিম | বিমল কান্তি বসু | ফরওয়ার্ড ব্লক[১১] | |
১৯৯১ | কোচবিহার উত্তর | বিমল কান্তি বসু | ফরওয়ার্ড ব্লক[১২] |
কোচবিহার পশ্চিম | সৌমিন্দ্র চন্দ্র দাস | ফরওয়ার্ড ব্লক [১২] | |
১৯৯৬ | কোচবিহার উত্তর | মিহির গোস্বামী | ভারতীয় জাতীয় কংগ্রেস [১৩] |
কোচবিহার পশ্চিম | সৌমিন্দ্র চন্দ্র দাস | ফরওয়ার্ড ব্লক[১৩] | |
২০০১ | কোচবিহার উত্তর | দীপক চন্দ্র সরকার | ফরওয়ার্ড ব্লক [১৪] |
কোচবিহার পশ্চিম | অক্ষয় ঠাকুর | ফরওয়ার্ড ব্লক[১৪] | |
২০০৬ | কোচবিহার উত্তর | দীপক চন্দ্র সরকার | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১৫] |
কোচবিহার পশ্চিম | অক্ষয় ঠাকুর | ফরওয়ার্ড ব্লক[১৫] | |
২০১১ | কোচবিহার দক্ষিণ | অক্ষয় ঠাকুর | ফরওয়ার্ড ব্লক [১৬] |
নির্বাচনী ফলাফল
সম্পাদনা২০১১
সম্পাদনা২০১১ সালের নির্বাচনে, এআইএফবি'র অক্ষয় ঠাকুর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের আব্দুল জালিল আহমেদকে পরাজিত করে।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
ফরওয়ার্ড ব্লক | অক্ষয় ঠাকুর | ৭২,০২৮ | ৪৭.০৪ | -৪.০৩ | |
তৃণমূল | আব্দুল জালিল আহমেদ | ৬৯,১৬৫ | ৪৫.১৭ | +১১.২৯ | |
বিজেপি | গায়েত্রী কর | ৬,৪১৯ | ৪.১৯ | ||
নির্দল | সনত সেন | ২,২০৭ | |||
নির্দল | শ্যামল চন্দ্র বর্মন | ১,২৭৭ | |||
নির্দল | প্রহ্লাদ চন্দ্র দত্ত | ৭৪৫ | |||
নির্দল | কৃষ্ণকান্ত বর্মন | ৬৮৫ | |||
পিউপিলস ডেমোক্রাটিক কনফারেন্স অফ ইন্ডিয়া | চঞ্চল সরকার | ৫৮৯ | |||
ভোটার উপস্থিতি | ১,৫৩,১১৫ | ৮৩.৯২ | |||
ফরওয়ার্ড ব্লক নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | -১৫.৩২ |
১৯৭৭ - ২০০৬:কোচবিহার উত্তর কেন্দ্র
সম্পাদনাঅধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলি বহুমুখী প্রতিযোগীযুক্ত ছিল কিন্তু এখানে শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ২০০৬[১৫] এবং ২০০১[১৪] সালের রাজ্যের বিধানসভা নির্বাচনে, ফরওয়ার্ড ব্লকের দীপক চন্দ্র সরকার, তৃণমূল কংগ্রেসের মিহির গোস্বামীকে পরাজিত করে। কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন মিহির গোস্বামী ১৯৯৬ সালে ফরওয়ার্ড ব্লকের অপরাজিতা গোপ্পীকে পরাজিত করেন।[১৩] ফরওয়ার্ড ব্লকের বিমল কান্তি বাসু ১৯৯১ সালে কংগ্রেসের মিহির গোস্বামীকে পরাজিত করেন।[১২] ফরওয়ার্ড ব্লকের অপরাজিতা গোপ্পী ১৯৮৭ সালে কংগ্রেসের মিহির গোস্বামীকে পরাজিত করেন।[১১] ১৯৮২ সালে কংগ্রেসের সুনিল কর[১০] এবং ১৯৭৭ সালে কংগ্রেসের বিমল চন্দ্র ধর।[৯]
১৯৭৭ - ২০০৬:কোচবিহার পশ্চিম কেন্দ্র
সম্পাদনা২০০৬[১৫] এবং ২০০১[১৪] রাজ্যের বিধানসভা নির্বাচনে, ফরওয়ার্ড ব্লকের অক্ষয় ঠাকুর যথাক্রমে আব্দুল জলিল আহমেদ ও সৌমেন্দ্র চন্দ্র দাস (উভয়ই তৃণমূল কংগ্রেসের) পরাজিত হন। ১৯৯৬ সালে ফরওয়ার্ড ব্লকের সৌমীন্দ্র চন্দ্র দাস কংগ্রেসের আব্দুল জলিল আহমেদকে পরাজিত করেন[১৩] এবং কংগ্রেসের রামকৃষ্ণ পাল ১৯৯১ সালে।[১২] ১৯৮৭ সালে ফরওয়ার্ড ব্লকের বিমল কান্তি বসু কংগ্রেসের শ্যামল চৌধুরীকে পরাজিত করেন[১১] এবং ১৯৮২ সালে[১০] এবং কংগ্রেসের মাকসুদর রহমানকে ১৯৭৭ সালে পরাজিত করে।[৯]
১৯৬২ - ১৯৭২: কোচবিহার উত্তর, দক্ষিণ ও পশ্চিম নির্বাচন কেন্দ্র
সম্পাদনাকংগ্রেসের সুনিল কর ১৯৭২[৮] ও ১৯৭১[৭] সালে কোচবিহার উত্তর কেন্দ্র থেকে জিতেছিলেন। ফরওয়ার্ড ব্লকের বিমল কান্তি বসু ১৯৬৯ সালে জিতেছিলেন।[৬] কংগ্রেসের এম.আর.তার ১৯৬৭ সালে জিতেছিলেন।[৫] ফরওয়ার্ড ব্লকের সুনিল দাশগুপ্ত ১৯৬২ সালে জিতেছিলেন।[৪] কংগ্রেসের সন্তোষ কুমার রায় ১৯৭২,[৮] ১৯৭১,[৭] ১৯৬৯[৬] ও ১৯৬৭[৫] সালের কোচবিহার দক্ষিণ আসন জয় লাভ করেন। ফরওয়ার্ড ব্লকের সুনীল বসুনিয়া ১৯৬২ সালে আসন লাভ করেন।[৪] কংগ্রেসের রজনী দাস ১৯৭২[৮] এবং ১৯৭১[৭] সালে কোচবিহার পশ্চিম আসন জয় লাভ করেন। কংগ্রেসের প্রসেনজিৎ বর্মন ১৯৬৯[৬] এবং ১৯৬৭[৫] সালে জিতেছিলেন। ১৯৬৭ সালের আগে আসনটি ছিল না।
১৯৫১ ও ১৯৫৭: কোচবিহার কেন্দ্র
সম্পাদনাকোচবিহার ১৯৫৭ সালে একটি যৌথ আসন ছিল।[৩] এটি মজিরুদ্দিন আহমেদ এবং সতীশ চন্দ্র রায় সিংহ (কংগ্রেস উভয়) দ্বারা জিতেছে। ১৯৫১ সালে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন,[২] মজিরুদ্দিন আহমেদ এবং জিতেন্দ্রনাথ সিংহ সরকার (কংগ্রেস উভয়ই) কোচবিহার যৌথ আসন লাভ করে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)। পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪।
- ↑ ক খ গ "General Elections, India, 1951, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ ক খ গ "General Elections, India, 1957, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ ক খ গ ঘ "General Elections, India, 1962, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ ক খ গ ঘ ঙ চ "General Elections, India, 1967, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ ক খ গ ঘ ঙ চ "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ ক খ গ ঘ ঙ চ "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ ক খ গ ঘ ঙ চ "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ ক খ গ ঘ "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ ক খ গ ঘ "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ ক খ গ ঘ "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ ক খ গ ঘ "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ ক খ গ ঘ "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৭ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ ক খ গ ঘ "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ ক খ গ ঘ "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ "West Bengal Assembly Election 2011"। Cooch Behar Uttar (ইংরেজি ভাষায়)। Empowering India। ১৪ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১১।