আলিপুরদুয়ার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।

আলিপুরদুয়ার
শহর
আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
আলিপুরদুয়ার
আলিপুরদুয়ার
পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ২৬°২৯′২০″ উত্তর ৮৯°৩১′৩৭″ পূর্ব / ২৬.৪৮৯° উত্তর ৮৯.৫২৭° পূর্ব / 26.489; 89.527
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাআলিপুরদুয়ার
জনসংখ্যা (২০১১)
 • মোট৬৫,২৩২[]
ভাষা
 • সরকারিবাংলা, ইংরেজি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

ভারতের ২০১১ সালের আদম শুমারি অনুসারে আলিপুরদুয়ার এর জনসংখ্যা হল ১২৬৮৯১ জন। এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।

আলিপুরদুয়ার শহরের সাক্ষরতার হার ৮৮.৯৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৯১.৯৫% এবং নারীদের মধ্যে এই হার ৮৫.৮৩%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%(ভারতের শহরগুলির সাক্ষরতার হার ৮৫%), তার চাইতে আলিপুরদুয়ার এর সাক্ষরতার হার বেশি।

আলিপুরদুয়ার এর জনসংখ্যার ৮.৫৭% হল ৬ বছর বা তার কম বয়সী(ভারতের শহরগুলির জনসংখ্যার ১০.৯৩% হল ৬ বছর বা তার কম বয়সী)। []

আলিপুরদুয়ার পৌরসভার ভাষাসমূহ[]

  বাংলা (৮৮.৬৭%)
  হিন্দি (৯.৭২%)
  অন্যান্য (১.৬১%)

জেলা আলিপুরদুয়ার

সম্পাদনা

২০১৪ খ্রিস্টাব্দের ২৫ জুন আলিপুরদুয়ার জেলার মর্যাদা লাভ করে।

পুরসভা

সম্পাদনা
২২ মার্চ, ২০২২ অনুযায়ী ওয়ার্ড কাউন্সিলর
ওয়ার্ড নম্বর কাউন্সিলর দল
প্রসেনজিত কর তৃণমূল কংগ্রেস
শ্রীলা দত্ত নির্দল
মৌসুমি বাগচি বিশ্বাস তৃণমূল কংগ্রেস
সুস্মিতা রাহা (দাস) তৃণমূল কংগ্রেস
দেবকান্ত বড়ুয়া তৃণমূল কংগ্রেস
গার্গি তালুকদার নির্দল
পার্থপ্রতিম ঘোষ তৃণমূল কংগ্রেস
মিতালি মজুমদার তৃণমূল কংগ্রেস
দীপক সরকার তৃণমূল কংগ্রেস
১০ ঝুমা মিত্র নির্দল
১১ পার্থ সরকার তৃণমূল কংগ্রেস
১২ দীপ্ত চ্যাটার্জি তৃণমূল কংগ্রেস
১৩ আনন্দ জয়সওয়াল তৃণমূল কংগ্রেস
১৪ মাধবী দে সরকার তৃণমূল কংগ্রেস
১৫ পার্থ প্রতিম মন্ডল তৃণমূল কংগ্রেস
১৬ দিবাকর পাল তৃণমূল কংগ্রেস
১৭ মাম্পি অধিকারী তৃণমূল কংগ্রেস
১৮ অরুপা রায় তৃণমূল কংগ্রেস
১৯ মদন ঘোষ তৃণমূল কংগ্রেস
২০ শান্তনু দেবনাথ ভারতীয় জাতীয় কংগ্রেস

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
  • সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়
  • লিটল ফ্লাওয়ারস ইংলিশ স্কুল
  • রেলওয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
  • স্টেপিং স্টোন মডেল স্কুল
  • আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়
  • আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয় (উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত)
  • বিবেকানন্দ কলেজ, আলিপুরদুয়ার (উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত)
  • ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই), বীরপাড়া
  • ইস্টার্ন ডুয়ার্স কলেজ (বেসরকারি), ভাটিবাড়ি, আলিপুরদুয়ার

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. https://www.census2011.co.in/data/town/801642-alipurduar-west-bengal.html
  2. ২০১১ সালের আদমশুমারি, ভারত,পশ্চিমবঙ্গ, সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৬, ২০১৫ 
  3. http://www.censusindia.gov.in/2011census/C-16.html