কার্ল ইয়াকব হাইন

এস্তোনীয় ফুটবল খেলোয়াড়

কার্ল ইয়াকব হাইন (জার্মান: Karl Hein; জন্ম: ১৩ এপ্রিল ২০০২; কার্ল হাইন নামে সুপরিচিত) হলেন একজন এস্তোনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল এবং এস্তোনিয়া জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।[১][২]

কার্ল হাইন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম কার্ল ইয়াকব হাইন
জন্ম (2002-04-13) ১৩ এপ্রিল ২০০২ (বয়স ২১)
জন্ম স্থান পুলভা, এস্তোনিয়া
উচ্চতা ১.৯৪ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
আর্সেনাল
জার্সি নম্বর ৩১
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৪:৫০, ২৬ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৭ সালে, হাইন এস্তোনিয়া অনূর্ধ্ব-১৭ দলের হয়ে এস্তোনিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় তিন বছর যাবত এস্তোনিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে এস্তোনিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; এস্তোনিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

কার্ল ইয়াকব হাইন ২০০২ সালের ১৩ই এপ্রিল তারিখে এস্তোনিয়ার পুলভায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

হাইন এস্তোনিয়া অনূর্ধ্ব-১৭, এস্তোনিয়া অনূর্ধ্ব-১৯ এবং এস্তোনিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে এস্তোনিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালে তিনি এস্তোনিয়া অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। এস্তোনিয়ার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ১৯ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

২৬ এপ্রিল ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
এস্তোনিয়া ২০২০
২০২১
২০২২
সর্বমোট ১৮

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Arsenal Squad: Men Information & Details" [আর্সেনাল দল: পুরুষ দলের তথ্য ও বিবরণ]। arsenal.com (ইংরেজি ভাষায়)। আর্সেনাল ফুটবল ক্লাব। ১৫ মার্চ ২০১৬। ১৭ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৩ 
  2. "Arsenal FC Squad Information 2022/2023" [আর্সেনাল ফুটবল ক্লাবের দলের তথ্য ২০২২/২৩]। premierleague.com (ইংরেজি ভাষায়)। প্রিমিয়ার লিগ। ৮ জুলাই ২০১৬। ১৭ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা