কামাল হোসেন (সচিব)
কামাল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা যিনি বর্তমানে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে সচিব (সমন্বয় ও সংস্কার) ছিলেন।[১][২]
কামাল হোসেন | |
---|---|
সিনিয়র সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২০ ফেব্রুয়ারি ২০২২ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
মন্ত্রী | দীপু মনি |
পূর্বসূরী | আমিনুল ইসলাম খান |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্লিন্ডার বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট |
পেশা | সচিব, সরকারি কর্মকর্তা |
প্রাথমিক জীবন
সম্পাদনাকামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[৩][৪]
কর্মজীবন
সম্পাদনাকামাল হোসেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৯ম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি মাঠ পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক, সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরিচালক, স্কিলস ডেভলপমেন্ট প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মন্ত্রিপরিষদ বিভাগে সচিব (সমন্বয় ও সংস্কার), শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ও সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[৩][৪][৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব হলেন কামাল হোসেন"। ঢাকাটাইমস। ৯ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২২।
- ↑ "সিনিয়র সচিব হলেন কামাল হোসেন, থাকছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগেই"। দৈনিক শিক্ষা। ১ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২২।
- ↑ ক খ "সিনিয়র সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ"। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। ২০ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২২।
- ↑ ক খ "সিনিয়র সচিব হলেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের কামাল হোসেন"। ঢাকাটাইমস। ১ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২২।
- ↑ "মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব কামাল হোসেন"। যুগান্তর। ১০ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২২।