কামারের চর ইউনিয়ন
শেরপুর জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন
কামারের চর ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার অন্তর্গত একটি।[১][২]
কামারের চর | |
---|---|
ইউনিয়ন | |
১নং কামারের চর ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে কামারের চর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°১′১৭″ উত্তর ৯০°১০′২০″ পূর্ব / ২৫.০২১৩৯° উত্তর ৯০.১৭২২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | শেরপুর জেলা |
উপজেলা | শেরপুর সদর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
প্রশাসনিক এলাকা
সম্পাদনাগ্রামের সংখ্যা-১৬। গ্রাম সমূহ ও গ্রাম ভিত্তিক লোক সংখ্যাঃ
গ্রামের নাম | লোক সংখ্যা |
বাবলারচর ( সন্যাসিরচর) | ২৭৪৫ |
৬নং চর | ৩৪২৪ |
৭নং চর | ২৯১৪ |
গোয়ালপাড়া | ১২৫৫ |
পয়াস্তিরচর | ৪৪৩ |
ব্যাপারীপাড়া | ১৪৪২ |
সাহাব্দীরচর কামারপাড়া | ১৯১৭ |
দশানীপাড়া | ৯৮৭ |
সাহাব্দীরচর উত্তরপাড়া | ১৩৭৫ |
দক্ষিণ ডুবারচর | ২১৫৬ |
পন্ডিতপাড়া | ৬১৬ |
পাইকারপাড়া | ৩২৩ |
বাঘেরচর | ৬৬৯ |
শিবোত্তর | ৬২৩ |
নিজকামারেরচর | ৬৫৬ |
লতারিয়া | ১৮৬২ |
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাআয়তন- ২৬.৯৫ বর্গ কিঃ মিঃ। জনসংখ্যা-২৯১৩২ জন (২০১১ জন্ম নিবন্ধন অনুযায়ী)
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার : ৬০%।
শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ০৮ টি
- রেজিষ্টার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা – ০৬ টি।
- মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা – ০৩ টি।
- মাদ্রাসার সংখ্যা –১৪ টি।
দর্শনীয় স্থান
সম্পাদনা- ঈমামবাড়ি মাজার
- দশানী নদী
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কামারের চর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৮ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২০।
- ↑ "শেরপুর সদর উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ২৫ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২০।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |