কামারদহ ইউনিয়ন
কামারদহ ইউনিয়ন বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার একটি প্রশাসনিক এলাকা।
কামারদহ | |
---|---|
ইউনিয়ন | |
১৩ নং কামারদহ ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | গাইবান্ধা জেলা |
উপজেলা | গোবিন্দগঞ্জ উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৭৪১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থানসম্পাদনা
কামারদহ ইউনিয়ন রংপুর বিভাগের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অন্তর্গত। এটি গোবিন্দগঞ্জ উপজেলার অন্যতম একটি ইউনিয়ন। এটি গোবিন্দগঞ্জ উপজেলা হতে প্রায় ৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই ইউনিয়ন পূর্বে কোচাশহর ইউনিয়ন, পশ্চিমে করতোয়া নদী, উত্তরে গোবিন্দগঞ্জ পৌরসভা এবং দক্ষিণে বগুড়া জেলা দ্বারা বেষ্টিত।
ইতিহাসসম্পাদনা
রংপুর বিভাগের প্রবেশদ্বার ১৩ নং কামারদহ ইউনিয়ন পরিষদ । লোকমুখে জানা যায় এখানে অনেক কামারের বসতী ছিল এবং এই ইউনিয়নে অনেক গর্ত বা দহ ছিল বলে এর নাম করণ করা হয় কামারদহ। বর্তমানে ইউনিয়ন পরিষদটি মাস্তা মৌজায় অবস্থিত। পূর্বের ভবন ছিল ফাঁসিতলা বাজার সংলগ্ন।কেয়ারক্যাপাসিটি বিল্ড প্রতিষ্ঠানের সহায়তায় এই ইউনিয়ন পরিষদ কার্যালয় ২০০৪ সালে প্রতিষ্ঠা করা হয়। [১]
প্রশাসনিক এলাকাসম্পাদনা
মৌজা-১৮ টি
- বকচর
- বার্না চন্দ্রশেখর
- কর্ন্দপপুর
- বার্না
- রসুলপুর
- মাস্তা
- কামারদহ
- বার্না আকুব
- চাঃ পাবতিপুর
- বেতগারা
- মহানগর
- চাঁদপাড়া
- মেকুড়াই
- তারদহ
- ভাগগোপাল
- শাহাদত
- মহাব্বতপুর
- সৈয়দপুর
নির্বাচিত চেয়ারম্যানের তালিকাসম্পাদনা
'ক্রমিক নং | 'চেয়ারম্যানের নাম | "'দায়িত্বকাল" | |
---|---|---|---|
০১ | জনাব নুরুল হোসেন আহম্মেদ | ১৯৬৮-১৯৭৩ | |
০২ | জনাব রইচ উদ্দীন প্রধান | ১৯৭৩-১৯৭৪ | |
০৩ | জনাব এ.ক.এম জিন্নাতুল ইসলাম | ১৯৭৪-১৯৯২ | |
০৪ | জনাব মোঃ ইকবাল হোসেন মন্ডল | ১৯৯২-১৯৯৭ | |
০৫ | জনাব মোঃ তৌফিকুল ইসলাম | ১৯৯৭-২০০৩ | |
০৬ | জনাব মোঃআঃ মোত্তালিব সরকার বাদশা | ২০০৩-২০১১ | |
০৭ | জনাব মোঃ মোমিরুল হাসান সিজু | ০৮-০৮-২০১১- | |
০৮ | সৈয়দ শরিফুল ইসলাম রতন |
[২]
জনসংখ্যার উপাত্তসম্পাদনা
ইউনিয়নের ভোটার সংখ্যাসম্পাদনা
'ওয়ার্ড নং | 'পুরুষ | মহিলা | মোট ভোটার | |
---|---|---|---|---|
০১ | ১৬১০ | ১৬৯৭ | ৩৩০৭ | |
০২ | ১১২৮ | ১২০৯ | ২৩৩৭ | |
০৩ | ১২৩১ | ১২৯৫ | ২৫২৬ | |
০৪ | ১৮৫৪ | ১৯৬৫ | ৩৮১৯ | |
০৫ | ৬২৬ | ৬৭২ | ১২৯৮ | |
০৬ | ৮০৭ | ৮৫৪ | ১৬৬১ | |
০৭ | ১৩৮৭ | ১৪৮৬ | ২৮৭৩ | |
০৮ | ৯৭৪ | ১১২৩ | ২০৯৭ | |
০৯ | ৬৭১ | ৭৪৭ | ১৪১৮ |
স্বাস্থ্যসম্পাদনা
- ফাঁসিতলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
- কামারদহ কমিউনিটি ক্লিনিক
- বার্ণাআকুব কমিউনিটি ক্লিনিক
- বকচর কমিউনিটি ক্লিনিক
- সতিতলা ভাগগোপাল কমিউনিটি ক্লিনিক
শিক্ষাসম্পাদনা
শিক্ষা প্রতিষ্ঠানসম্পাদনা
- একরামুল হক আইডিয়াল এন্ড কম্পিউটার বিজ্ঞান কলেজ
- ফাঁসিতলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়
- চাঁদপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়
- মোগলটুলি শাহ দেওয়ান বালিকা উচ্চ বিদ্যালয়
- চাপড়ীগঞ্জ এস.এম ফাজিল মাদ্রাসা
- মাস্তা ছামসুল হক দাখিল মাদ্রাসা
- ফাঁসিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফাঁসিতলা প্রি-ক্যাডেট স্কুল
- ফাঁসিতলা কে.জি স্কুল
- ফাঁসিতলা মডেল স্কুল
- চাঁদপাড়া সিনিয়র আলিম মাদ্রাসা
- চাঁদপাড়া হাফেজিয়া মাদ্রাসা
- ফাঁসিতলা নূরে-মাদিনা হাফেজিয়া মাদ্রাসা
কৃষিসম্পাদনা
খাল-বিল ও নদীসম্পাদনা
বিলের তালিকাঃ
- বিখ্যাত তারদহ বিল
- বাসিল্লার বিল
- দিঘার বিল
খালঃ
- ইছামতি গজারিয়া খাল
নদীঃ
- করতোয়া নদীর শাখা নদী
অর্থনীতিসম্পাদনা
উল্লেখযোগ্য ব্যক্তিসম্পাদনা
দর্শনীয় স্থানসম্পাদনা
- করতোয়া নদী
- প্রাচীন মাস্তা জামে মসজিদ
- হযরত শাহ দেওয়ান (রহ:) এর মাজার
সংগঠনসম্পাদনা
সাংস্কৃতিক সংগঠন
- রনি শিল্পী গোষ্ঠী
- চাপড়ীগঞ্জ শিল্পী গোষ্ঠী
- ফাঁসিতলা শিল্পী গোষ্ঠী।
পেশাজীবি সংগঠন
- নিজেরা করি ভুমিহীন সংগঠন
- কর্মজীবী মহিলা সমবায় সমিতি
- ফাঁসিতলা যুব উন্নয়ন সমিতি
- চাঁদপাড়া কৃষক সমিতি
- কামারদহ মৎস্য সমবায় সমিতি
ক্রীড়া সংগঠন
- ফাঁসিতলা ক্লাব ও পাঠাগার
- ফাঁসিতলা ছাত্র যুব কল্যাণ সংঘ
- কর্জে হাসানাহ ফাউন্ডেশন (KAHAF)
বিবিধসম্পাদনা
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "কামারদহ ইউনিয়নের ইতিহাস"। জাতীয় তথ্য বাতায়ন। ২৬ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৮।
- ↑ "চেয়ারম্যানেরতালিকা"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৮।
- ↑ "খাল-বিল ও নদীর তালিকা"। kamadohoup.gaibandha.gov.bd। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৮।