কান্দি
কান্দি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। তবে আজ ০১/০৮/২০২২ থেকে কান্দি নতুন জেলা হতে চলেছে। যেটা বর্তমান সরকার দায়িত্ব থাকা অবস্থায় ঘোষণা করেছেন।
কান্দি | |
---|---|
শহর | |
পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫৭′ উত্তর ৮৮°০২′ পূর্ব / ২৩.৯৫° উত্তর ৮৮.০৩° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | মুর্শিদাবাদ |
উচ্চতা | ২০ মিটার (৭০ ফুট) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৫০,৩৪৫ |
ভাষা | |
• অফিসিয়াল | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
ভৌগোলিক উপাত্তসম্পাদনা
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩°৫৭′ উত্তর ৮৮°০২′ পূর্ব / ২৩.৯৫° উত্তর ৮৮.০৩° পূর্ব।[১] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ২০ মিটার (৬৫ ফুট)।
জনসংখ্যার উপাত্তসম্পাদনা
ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে কান্দি শহরের জনসংখ্যা হল ৫০,৩৪৫ জন।[২] এর মধ্যে পুরুষ ৫৩% এবং নারী ৪৭%।
এখানে সাক্ষরতার হার ৬৫%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭০% এবং নারীদের মধ্যে এই হার ৬০%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%।
এই শহরের জনসংখ্যার ১৪% হল ৬ বছর বা তার কম বয়সী।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Kandi"। Falling Rain Genomics, Inc। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০০৬।
- ↑ "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০০৬।
পশ্চিমবঙ্গের অবস্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |