কাটজেব

এক ধরনের কোমরবন্দ

কাটজেব (কামারবন্দ, কেয়াবাঁধ, কামারবন্দ) ছিল একটি পোশাকের কোমরবন্দ যা শরীরকে ঘিরে রাখে, যার শেষপ্রান্ত কোমরের চারদিকে ঘুরে এসে সামনের দিকে ঝুলন্ত থাকে। এটি ছিল একধরনের উত্তরীয় যাকে পটকাও বলা হয়।[১][২]

আকবর কাটজেব পরিহিত অবস্থায়

নামের উৎপত্তি সম্পাদনা

কাটজেব একটি সমাসসংস্কৃত শব্দ কটি মানে কোমর, আর ফারসিতে জেব মানে শোভা। মুঘলরা এটি জামার (কোট) উপরে পরত। কাটজেব হল তৃতীয় মুঘল সম্রাট আকবরের একটি কোমরবন্ধ, যিনি খুব ফ্যাশন সচেতন ছিলেন এবং অনেক সমসাময়িক পোশাকের নতুন নাম দিয়েছিলেন। আবুল ফজল ইবনে মুবারক আইন-ই-আকবরীতে এগুলো বর্ণনা করেছেন।[৩][৪][৫][৬][৭][৮]

দরবারের পোশাক সম্পাদনা

কাটজেব ছিল একটি ছোট আয়তাকার কাপড়ের টুকরো কিন্তু এটি পোশাকের একটি অপরিহার্য পোশাক ছিল যার মধ্যে একটি জামা (কোট), শাল, পাগড়ি, তানজেব (ট্রাউজারও) অন্তর্ভুক্ত ছিল। কাটজেব পরিহিত অবস্থায় তরবারি বা ছুরি দিয়ে সম্রাটদের অনেক মুঘল চিত্রকর্ম রয়েছে।[৯][১০]

আকবরের রাজত্বের সময় কাটজেব দুইধরনের ছিল। একটি দীর্ঘ এবং অন্যটি সংক্ষিপ্ত, এই দুটি দৈর্ঘ্যের কাটজেব ছিল। শ্রমিক, দাস এবং দরবারীদের প্রায়শই খাটো কাটজেব পরতেন। সম্রাট আকবর ও নামীদামী ব্যক্তিবর্গ লম্বা কাটজেব পরতেন, অনেকসময় দুই রকমের কাটজেব একসাথেও পরতেন।সাধারণত একটি একক কাটজেবই যথেষ্ট, এবং এগুলি বিভিন্ন উপায়ে পরা হত।[১১]

শৈলী সম্পাদনা

কাটজেব সাধারণ কাপড়ের বেল্টের মতো বস্ত্র যা বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ফিতাযুক্ত, সুতা দিয়ে নকশা করা, কারুকার্যখচিত, কাপড়ের উপর রং করা বা মুদ্রিত। কাতজেব কোমরের চারদিকে পরা হতো। এতে অনেকসময় ছুরি বা তরবারি বহন করে হতো। বিভিন্ন ধরনের ও বিভিন্ন গুণমানসম্পন্ন কাটজেব পাওয়া যেত।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Bhushan, Jamila Brij; Brijbhushan, Jamila (১৯৫৮)। The Costumes and Textiles of India (ইংরেজি ভাষায়)। Taraporevala's Treasure House of Books। পৃষ্ঠা 32। 
  2. Mohamed Nasr। A Study Of Mughal Emperial Costumes And Designs During 16th And 17th Century (English ভাষায়)। পৃষ্ঠা 14। 
  3. Condra, Jill (২০০৮)। The Greenwood Encyclopedia of Clothing Through World History: 1501-1800 (ইংরেজি ভাষায়)। Greenwood Publishing Group। পৃষ্ঠা 212, 211। আইএসবিএন 978-0-313-33664-5 
  4. "Definition of GIRDLE"www.merriam-webster.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-০৮ 
  5. A. Fazal, Ain-i-Akbari, vol. 1, p. 96
  6. Verma, Som Prakash (১৯৭৮)। Art and Material Culture in the Paintings of Akbar's Court (ইংরেজি ভাষায়)। Vikas। পৃষ্ঠা 51, 46, 47। আইএসবিএন 978-0-7069-0595-3 
  7. Ibn-Mubārak, Abu-'l-Faḍl (১৮৭৩)। "The" Ain i Akbari : 1 (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা 90। 
  8. Sharma, Monika (২০১৪-১২-০৩)। Socio-Cultural Life of Merchants in Mughal Gujarat (ইংরেজি ভাষায়)। Partridge Publishing। আইএসবিএন 978-1-4828-4036-0 
  9. Verma, Som Prakash (২০০৫)। Painting the Mughal Experience (ইংরেজি ভাষায়)। Oxford University Press। পৃষ্ঠা 59। আইএসবিএন 978-0-19-566756-1 
  10. Houghteling, Sylvia (২০১৭)। "The Emperor's Humbler Clothes: Textures of Courtly Dress in Seventeenth-century South Asia"Ars Orientalis৪৭ (২০১৯১০২৯)। hdl:2027/spo.13441566.0047.005আইএসএসএন 2328-1286ডিওআই:10.3998/ars.13441566.0047.005  
  11. "A GLIMPSE OF MUGHAL COSTUMES WITH SPECIAL REFERENCE TO THE COSTUME TRADITION OF AKBAR'S REIGN"। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৩