ফারজি বলতে মুঘল দরবারের বাইরের পোশাককে বোঝায়। এটি একটি কোট ছিল ছোট হাতা এবং পশম কলার, সামনে খোলা। দৈর্ঘ্য জামার চেয়ে কম ছিল। ফারজি ছিল শীতকালীন পোশাক। অর্থাৎ ফারজি মুঘল সম্রাটগণ এবং অন্যান্য সভাসদগণ শীতের সময় পরিধান করতেন। মুঘল সম্রাট এবং দরবারের সভাসদবৃন্দ জামার উপরে এটি পরিধান করতেন, একটি সজ্জিত কাপড় দিয়ে বেঁধেছিলেন, অর্থাৎ কাটজেব কোমরের চারপাশে আলগাভাবে ঝুলন্ত প্রান্ত দিয়ে। কাটজেবে তরবারি বা ছোরা নিয়ে মুঘল সম্রাটদের অনেক মুঘল চিত্রকর্ম রয়েছে। ফারজি ছিল মুঘল সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ এবং অন্যান্য দরবারীদের খিলাতে (সম্মানের পোশাক) দেওয়া পোশাকগুলির মধ্যে একটি। রাজকীয়দের মধ্যে সপ্তদশ শতকে কোটটি খুব বিখ্যাত ছিল।[১][২][৩]

উপরে বাম দিকে একজন মুঘল নারী ফারজি পরিহিত অবস্থায়, উপরে মাঝে মুঘল সম্রাট ফররুখশিয়ার ফারজি পরিহিত অবস্থায় এবং সম্রাট হুমায়ুন ফারজি পরিহিত অবস্থায়

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Itihas (ইংরেজি ভাষায়)। Director of State Archives, Government of Andhra Pradesh.। ১৯৯২। পৃষ্ঠা 40। 
  2. Sherwani, Haroon Khan (১৯৭৪)। History of Medieval Deccan, 1295-1724: Mainly cultural aspects (ইংরেজি ভাষায়)। Copies can be had from Director of Print. and Publication Bureau, Government of Andhra Pradesh। পৃষ্ঠা 223। 
  3. Mohamed Nasr। A Study Of Mughal Emperial Costumes And Designs During 16th And 17th Century (English ভাষায়)।