কল্পনা উইলসন ভট্টাচার্য

কল্পনা উইলসন হলেন একজন লেখক, সাংবাদিক এবং লন্ডনের একজন কমিউনিস্ট নেত্রী। তিনি দক্ষিণ এশীয় সলিডারিটি গ্রুপ রাজনৈতিক দলটির অন্যতম নেত্রী।

কল্পনা উইলসন ভট্টাচার্য
জন্ম২৩ শে সেপ্টেম্বর, ১৯৬৬
মাতৃশিক্ষায়তনলন্ডন বিশ্ববিদ্যালয়
রাজনৈতিক দলদক্ষিণ এশীয় সলিডারিটি গ্রুপ
দাম্পত্য সঙ্গীদীপঙ্কর ভট্টাচার্য
সন্তানঅনন্যা উইলসন ভট্টাচার্য
পিতা-মাতানিমাই ভট্টাচার্য
জেনি উইলসন

কল্পনা উইলসন ভট্টাচার্য ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন দলের চতুর্থ ও বর্তমান সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য-এর দাম্পত্য সঙ্গী।[১][২] দীপঙ্কর ভট্টাচার্য ও কল্পনা উইলসনের একমাত্র সন্তান হলেন অনন্যা উইলসন ভট্টাচার্য।[৩][৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Kalpana Wilson | the Guardian"TheGuardian.com 
  2. "Dipankar Bhattacharya: মেয়ে কী করবে ওর স্বাধীনতা, কিন্তু 'ভক্‌ত' হয়ে গেলে দুঃখ পেতাম" 
  3. "Home" 
  4. "Kalpana Wilson Archives"