কলেজ রোড, চট্টগ্রাম

চট্টগ্রামে অবস্থিত একটি সড়ক

কলেজ রোড চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকা সংলগ্ন একটি অভ্যন্তরীণ সড়ক। এটি ড. মুহম্মদ এনামুল হক সড়ক নামেও পরিচিত এবং ০.৮৩ কিলোমিটার দীর্ঘ। চট্টগ্রাম কলেজহাজী মুহাম্মদ মহসিন কলেজসহ চট্টগ্রামের বেশ কিছু ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এই সড়কে অবস্থিত।[১]

কলেজ রোড
মানচিত্র
পথের তথ্য
প্রধান সংযোগস্থল
প্রধান সংযোগস্থলচকবাজার, চট্টগ্রাম


কলেজ রোড

সীমারেখা সম্পাদনা

সড়কটি চকবাজারের ওয়ালী খান মসজিদ মোড় হতে গণি বেকারী মোড় পর্যন্ত বিস্তৃত। সড়কটি চকবাজার থানা এবং চকবাজার ওয়ার্ডের অন্তর্ভুক্ত।

ভগ্নীসড়ক সম্পাদনা

  • কাতালগঞ্জ রোড
  • আরাকান রোড (কাপাসগোলা সড়ক)
  • কে বি ফজলুল কাদের রোড
  • চট্টেশ্বরী রোড
  • লালচাঁন্দ রোড
  • রসিক হাজারী লেইন
  • জামালখান রোড
  • আব্দুস সাত্তার সড়ক

প্রতিষ্ঠান ও স্থাপনা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা