কলেজ রোড, চট্টগ্রাম
চট্টগ্রামে অবস্থিত একটি সড়ক
কলেজ রোড (ইংরেজি: College Road) চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকা সংলগ্ন একটি অভ্যন্তরীণ সড়ক। এটি ড. মুহম্মদ এনামুল হক সড়ক নামেও পরিচিত এবং ০.৮৩ কিলোমিটার দীর্ঘ। চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজসহ চট্টগ্রামের বেশ কিছু ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এই সড়কে অবস্থিত।[১]
কলেজ রোড | |
---|---|
পথের তথ্য | |
প্রধান সংযোগস্থল | |
চকবাজার, চট্টগ্রাম |
সীমারেখাসম্পাদনা
সড়কটি চকবাজারের ওয়ালী খান মসজিদ মোড় হতে গণি বেকারী মোড় পর্যন্ত বিস্তৃত।
প্রতিষ্ঠান ও স্থাপনাসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "চট্টগ্রাম কলেজ"। ctgcollege.gov.bd।