কলেজ রোড, চট্টগ্রাম
চট্টগ্রামে অবস্থিত একটি সড়ক
কলেজ রোড চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকা সংলগ্ন একটি অভ্যন্তরীণ সড়ক। এটি ড. মুহম্মদ এনামুল হক সড়ক নামেও পরিচিত এবং ০.৮৩ কিলোমিটার দীর্ঘ। চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজসহ চট্টগ্রামের বেশ কিছু ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এই সড়কে অবস্থিত।[১]
কলেজ রোড, চট্টগ্রাম
কলেজ রোড | |
---|---|
পথের তথ্য | |
দৈর্ঘ্য | ০.৮৩ কিমি (০.৫২ মা; ২,৭০০ ফু) |
প্রধান সংযোগস্থল | |
উত্তর প্রান্ত: | চকবাজার |
দক্ষিণ প্রান্ত: | গণি বেকারি সার্কেল |
মহাসড়ক ব্যবস্থা | |
সীমারেখা
সম্পাদনাসড়কটি চকবাজারের ওয়ালী খান মসজিদ মোড় হতে গণি বেকারী মোড় পর্যন্ত বিস্তৃত। সড়কটি চকবাজার থানা এবং চকবাজার ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
ভগ্নীসড়ক
সম্পাদনা- নাজিরহাট সড়ক (কাতালগঞ্জ রোড )
- আরাকান সড়ক (কাপাসগোলা সড়ক)
- খান বাহাদুর ফজলুল কাদের সড়ক
- চট্টেশ্বরী রোড
- লালচাঁন্দ রোড
- জামালখান সড়ক
- আব্দুস সাত্তার সড়ক
উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ও স্থাপনা
সম্পাদনা- চট্টগ্রাম কলেজ
- সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম
- চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়
- হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়
- কর্ণফুলী রেজিমেন্ট সদরদপ্তর
- পর্তুগিজ ভবন
- কাজেম আলী স্কুল এন্ড কলেজ
- হযরত মিসকিন শাহ এর মাজার ও মসজিদ
- প্যারেড ময়দান
- গণি বেকারী, চট্টগ্রামের বিখ্যাত বেলা বিস্কুটের আবিস্কারক
- চট্টগ্রাম বিজ্ঞান কলেজ
- মডেল কিন্ডারগার্টেন স্কুল
সাবেক অবস্থান
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চট্টগ্রাম কলেজ"। ctgcollege.gov.bd।