কলমা ইউনিয়ন, অষ্টগ্রাম
কলমা ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
কলমা | |
---|---|
ইউনিয়ন | |
৫নং কলমা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে কলমা ইউনিয়ন, অষ্টগ্রামের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১৮′২৭″ উত্তর ৯১°৯′২৯″ পূর্ব / ২৪.৩০৭৫০° উত্তর ৯১.১৫৮০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
উপজেলা | অষ্টগ্রাম উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাঅষ্টগ্রাম উপজেলার সবচেয়ে বেশি শিক্ষার হার কলমা ইউনিয়নে। তবে শিক্ষার হার সঠিকভাবে জানা যায় নি।
উক্ত ইউনিয়নে রয়েছে ১টি মাধ্যমিক (এমপিও) বিদ্যালয় ও ১০ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো- মোহনতলা উচ্চ বিদ্যালয়,বাজুরী। সাপান্ত সপ্রাবি,চন্ডিপুর সপ্রাবি,বাজুরী সপ্রাবি, হালালপুর সপ্রাবি,কলমা সপ্রাবি ইত্যাদি।
দর্শনীয় স্থান
সম্পাদনাকলমা ইউনিয়নের কাকুরিয়া গ্রামে একটি সুবিশাল জলাবন রয়েছে। যা উক্ত উপজেলায় 'সুন্দরবন' নামে খ্যাত এবং এখানে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের কাছে 'কাকুরিয়া চণ্ডীতলা' নামেও অবহিত আছে। এছাড়া মোহনতলা বাজুরীতে সুপ্রাচীনকাল থেকে পূজিত 'শালগ্রাম' এবং পাশেই একটি নিতাই গৌর মন্দিরও আছে (আরেকটি মন্দির নির্মিতব্য)। গ্রীষ্মকালে বিশাল হাওড়ে পাকা ধানের জমি আর ভুট্টা গাছের সারি এই ইউনিয়নকে সৌন্দর্যে মণ্ডিত করে।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা১। নিত্যনন্দ দাস,প্রাক্তন সাংসদ।
জনপ্রতিনিধি
সম্পাদনাচেয়ারম্যান | নির্ধারিত মেয়াদকাল | ||
---|---|---|---|
পাঁচ বছর (২০২২-২০২৭) | |||
ওয়ার্ড নং | ওয়ার্ড সদস্য | সংরক্ষিত সদস্য | |
০১ | |||
০২ | |||
০৩ | |||
০৪ | |||
০৫ | |||
০৬ | |||
০৭ | |||
০৮ | |||
০৯ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কলমা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৪ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২০।
- ↑ "অষ্টগ্রাম উপজেলা"। বাংলাপিডিয়া। ১৮ আগস্ট ২০১৪। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২০।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |