কলকাতা উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্র
পশ্চিমবঙ্গের একটি অধুনালুপ্ত লোকসভা কেন্দ্র
কলকাতা উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্র ভারতীয় প্রজাতন্ত্রের একটি অধুনালুপ্ত লোকসভা (সংসদীয়) কেন্দ্র। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার উত্তর-পশ্চিমাংশে এই কেন্দ্রটি অবস্থিত ছিল। সীমানা পুনর্নির্ধারণ কমিশনের আদেশানুসারে বর্তমানে এই কেন্দ্রটি অবলুপ্ত। কলকাতা উত্তর পূর্ব কেন্দ্রটির সঙ্গে মিলিত হয়ে এটি এখন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অংশে পরিণত হয়েছে।[১]
বিধানসভা কেন্দ্র
সম্পাদনা২০০১ সালে কলকাতা উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গ বিধানসভার নিম্নলিখিত কেন্দ্রগুলি নিয়ে গঠিত ছিল:[২]
- কাশীপুর (১৪০ নং বিধানসভা কেন্দ্র)
- শ্যামপুকুর (১৪১ নং বিধানসভা কেন্দ্র)
- জোড়াবাগান (১৪২ নং বিধানসভা কেন্দ্র)
- জোড়াসাঁকো (১৪৩ নং বিধানসভা কেন্দ্র)
- বড়বাজার (১৪৪ নং বিধানসভা কেন্দ্র)
- বউবাজার (১৪৫ নং বিধানসভা কেন্দ্র)
- তালতলা (তফসিলি জাতি) (১৫৪ নং বিধানসভা কেন্দ্র)
নির্বাচনী ফলাফল
সম্পাদনাবিভিন্ন সাধারণ নির্বাচনে কলকাতা উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্রের ফলাফল নিম্নরূপ:
বছর | ভোটার | ভোট প্রদানকারী | বিজয়ী | দ্বিতীয় স্থানাধিকারী | ||||
---|---|---|---|---|---|---|---|---|
% | প্রার্থী | % | দল | প্রার্থী | % | দল | ||
১৯৫২ | ১৩৯,৭৩১ | ৩৬.৫২ | মেঘনাদ সাহা | ৫৩.০৫ | স্বতন্ত্র (বিপ্লবী সমাজতন্ত্রী দল)[৩] | প্রভু দয়াল হিমাতসিঙ্কা | ৩৫.০৬ | জাতীয় কংগ্রেস |
১৯৭৭[৪] | ৩২১,৭৪০ | ৫৪ | বিজয় সিংহ নাহার | ৫৭.২৫ | ভারতীয় লোক দল | অশোক কুমার সেন | ৩৫.০৬ | জাতীয় কংগ্রেস |
১৯৮০ | ৩১৯,৮১০ | ৫১.৮৯ | অশোক কুমার সেন | ৪৭.৯ | জাতীয় কংগ্রেস | শ্যামসুন্দর গুপ্ত | ৩৩.৯৪ | ফরওয়ার্ড ব্লক |
১৯৮৪ | ৩৮৭,১৫০ | ৬৪.৭৩ | অশোক কুমার সেন | ৬৪.২৪ | জাতীয় কংগ্রেস | অমিয়নাথ বসু | ২৯.২৩ | ফরওয়ার্ড ব্লক |
১৯৮৯ | ৪৩৯,৭৭০ | ৬৩.৩২ | দেবীপ্রসাদ পাল | ৫০.৯৫ | জাতীয় কংগ্রেস | অশোক কুমার সেন | ৩৮.২৫ | জনতা দল |
১৯৯১ | ৪০৯,৫৬০ | ৫৮.১৪ | দেবীপ্রসাদ পাল | ৪১.৩৯ | জাতীয় কংগ্রেস | দিলীপ চক্রবর্তী | ৩৩.৪৭ | জনতা দল |
১৯৯৬ | ৪৫২,৭৬০ | ৬৫.২৪ | দেবীপ্রসাদ পাল | ৪৮.৩১ | জাতীয় কংগ্রেস | শ্যামল ভট্টাচার্য | ৩৩.৫৬ | জনতা দল |
১৯৯৮ | ৪৬৯,৩৮০ | ৬৭.৪৭ | সুদীপ বন্দ্যোপাধ্যায় | ৪৯.০৭ | তৃণমূল কংগ্রেস | সরলা মাহেশ্বরী | ৩৩.১৭ | সিপিআই(এম) |
১৯৯৯ | ৪৪৪,০৪০ | ৬৩.০৭ | সুদীপ বন্দ্যোপাধ্যায় | ৪৬.৬ | তৃণমূল কংগ্রেস | রাজদেও গোয়ালা | ২৫.৩৭ | সিপিআই(এম) |
২০০৪ | ৩৬০,১২০ | ৫৯.১১ | সুধাংশু শীল | ৪২.১৫ | সিপিআই(এম) | সুব্রত মুখোপাধ্যায় | ৩০.২ | তৃণমূল কংগ্রেস |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Press Note, Delimitation Commission" (পিডিএফ)। Assembly Constituencies in West Bengal। Delimitation Commission। সংগ্রহের তারিখ ২০০৮-১০-২৯।
- ↑ "General election to the Legislative Assembly, 2001 – List of Parliamentary and Assembly Constituencies" (পিডিএফ)। West Bengal। Election Commission of India। ২০০৮-০৪-১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১৯।
- ↑ "Saha wins"।
- ↑ "Partywise comparison since 1977 Lok Sabha elections"। 21 - Calcutta North West Parliamentary Constituency। Election Commission of India। ২০০৫-০৪-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১৭।