করপাড়া ইউনিয়ন, গোপালগঞ্জ সদর
১৪ নং করপাড়া ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন।[১][২] এটি সদর উপজেলার একটি প্রাচীনতম জনপদ এবং গোপালগঞ্জ জেলার মধ্যে একটি জনবহুল ইউনিয়ন। ভোটার সংখ্যা বিবেচনায় এর অবস্থান গোপালগঞ্জ সদর উপজেলায় দ্বিতীয়।[৩] ১১ নভেম্বর ২০২১ এর হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকার তথ্য অনুযায়ী ভোটারের সংখ্যা প্রায় ২৫,০১৩ জন। ইউনিয়নটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ। অন্যান্য ধর্মের মধ্যে হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ, খ্রিস্টান এবং ১% এর নিচে অন্যান্য সম্প্রদায়ে লোকের বসবাস। বাসিন্দারা বেশিরভাগ কৃষি নির্ভরশীল বা আর্থ-সামাজিক উন্নয়নে তাদের কৃষিক্ষেত্রে অবদানের উপর জীবিকা নির্ভরশীল।
করপাড়া | |
---|---|
ইউনিয়ন | |
করপাড়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে করপাড়া ইউনিয়ন, গোপালগঞ্জ সদরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°০′৫২″ উত্তর ৮৯°৪৯′৫৭″ পূর্ব / ২৩.০১৪৪৪° উত্তর ৮৯.৮৩২৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | গোপালগঞ্জ জেলা |
উপজেলা | গোপালগঞ্জ সদর উপজেলা |
জনসংখ্যা | |
• মোট | ৬০ হাজার অধিক |
সাক্ষরতার হার | |
• মোট | শতকরা ৪৫.৬২ ভাগ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৮১০০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইউনিয়ন পরিষদের অবস্থান
সম্পাদনাগোপালগঞ্জ জেলা সদর থেকে প্রায় সতের বা আঠারো কিলোমিটার উত্তর পূর্ব দিকে দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দিকে এর অবস্থান।
জেলা | উপজেলা | দিক | মৌজা নং | এসএ সিট নং | দাগ খতিয়ান | জমির পরিমান |
---|---|---|---|---|---|---|
গোপালগঞ্জ | সদর | উত্তর পূর্ব | ৬০(হাল) | ৪নং সিট | ১০৯৭ | ২৪ শতাংশ |
প্রশাসনিক এলাকা সমূহ
সম্পাদনা- আড়ুয়া কংশুর
- বনগ্রাম
- করপাড়া
- হাটবাড়িয়া
- বলাকইড়
- তারগ্রাম
- পানাইল
- পুইশুর
- ডেমাকইর
সীমানা
সম্পাদনাউত্তরে বৌলতলী এবং সাহাপুর ইউনিয়ন, দক্ষিণে মাঝিগাতী ইউনিয়ন, পূর্বে কাজুলিয়া ইউনিয়ন এবং পশ্চিমে দুর্গাপুর ও উলপুর ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
সম্পাদনাঐতিহাসিক ঘটনা বাংলা ১৩৬৮ সালে বৌলতলী ইউনিয়নের করপাড়া (বর্তমান করপাড়া ইউনিয়ন),বলাকইড়,তারগ্রাম এলাকায় হিন্দু ও মুসলিমদের মধ্যে এক দাঙ্গায় বহু লোকের প্রাণহানি ঘটে। তার মধ্যে বনগ্রাম পশ্চিম পাড়ার লাল মিয়া ফকির উল্লেখযোগ্য ব্যক্তি যিনি এ দাঙ্গা নিরসনে বিশেষ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধকালীন ১৯৭১ সালের ৭ এপ্রিল পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে ২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ইউনিয়ন। তিনি এ ইউনিয়নে কয়েকবার আগমন করেছেন।জনশ্রুতি আছে,বঙ্গবন্ধু বলতেন,"আমার এক বাড়ি টুঙ্গিপাড়া আরেক বাড়ি করপাড়া" কারণ হিসেবে এই ইউনিয়নের বনগ্রাম বড়বাড়ির আব্দুল মান্নান মন্নু শেখ,করপাড়ার পন্ডিত কালীদাস ও বলাকইড় গ্রামে তাঁর কয়েকজন সহচর বন্ধু ছিলেন।
দর্শনীয় স্থান ও অন্যান্য
সম্পাদনাবনগ্রামের সাধক হাজার চাঁদ ফকিরের মাজার,বনগ্রাম-বলাকইড়ের পদ্মবিল,আলম মিয়ার বাড়ির অতিথি পাখির আশ্রয়কেন্দ্র।
বিশেষ স্থান
সম্পাদনা- ঐতিহ্যবাহী বনগ্রাম বড় মাঠ
- পবিত্র খান-ই-খোদা ইদ্গাহ ময়দান,বনগ্রাম
- ইসহাক মোল্লার দিঘি
- করপাড়া ইউনিয়নের সরকারি পুকুর
- বনগ্রাম দক্ষিণ পাড়া ভুতের (ভিটে)বাড়ি
শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীও উপসনালয়সমূহ
সম্পাদনাকলেজ
সম্পাদনা- বলাকইড় রাবেয়া সরোয়ার স্কুল এন্ড কলেজ
- বনগ্রাম দাখিল আলিয়া মাদ্রাসা এন্ড কলেজ
মাদ্রাসা
সম্পাদনা- বনগ্রাম পশ্চিম পাড়া শামছিয়া কওমিয়া কবরস্থান মাদ্রাসা
- বনগ্রাম মধ্য পাড়া সুলতানীয়া মাদ্রাসা
- বনগ্রাম মধ্যপাড়া হযরত রাবিয়া বসরী(রঃ) মহিলা মাদ্রাসা
- বনগ্রাম পূর্বপাড়া মাদ্রাসা যা স্থানীয়ভাবে হাজী সাহেবের মাদ্রাসা নামে পরিচিত
- বলাকইড় উত্তরপাড়া মাদ্রাসা
- করপাড়া মদিনাতুল মাদ্রাসা
- আড়ুয়া কংশুর ফোরকানিয়া মাদ্রাসা
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
সম্পাদনা- করপাড়া ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়(109446), করপাড়া বাজার
- বলাকইড় রাবেয়া সরোয়ার আজহারীয়া উচ্চ বিদ্যালয়, বলাকইড় দক্ষিণ পাড়া বাজার
- বনগ্রাম দাখিল আলিয়া মাদ্রাসা, মাদ্রাসা পাড়া, বনগ্রাম
প্রাথমিক বিদ্যালয়
সম্পাদনা- বনগ্রাম দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বনগ্রাম পশ্চিম পাড়া মোজাম সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বনগ্রাম মধ্যপাড়া কচিকাচা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বনগ্রাম পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আড়ুয়া কংশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- করপাড়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- করপাড়া মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাটবাড়িয়া মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব হাটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বলাকইড় দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বলাকইড় উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সৈয়দ আজম বেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়,পদ্মবিল সড়ক,বলাকইড়
- তারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পানাইল-ডেমাকইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
পাঠশালা
সম্পাদনা- আড়ুয়া কংশুর আনন্দ পাঠশালা
মসজিদ
সম্পাদনা- বনগ্রাম দক্ষিণ পাড়া সিকদার বাড়ি জামে মসজিদ
- বনগ্রাম দক্ষিণ পাড়া খা বাড়ি জামে মসজিদ
- হাজার চাঁদ জামে মসজিদ
- মুন্সি বাড়ি জামে মসজিদ
- নাসের উদ্দিন গাজী/নতুন মসজিদ/বায়তুল আমান জামে মসজিদ
- সিকদার বাড়ি মসজিদ/বনগ্রাম খান-ই-খোদা জামে মসজিদ
- পুরাণ বাড়ি মসজিদ/বনগ্রাম পশ্চিম পাড়া বাজার মসজিদ/আবু হুরায়রা জামে মসজিদ
- শরীফ বাড়ি জামে মসজিদ
- চরপাড়া জামে মসজিদ
- হাসান উদ্দিন মোল্লা জামে মসজিদ
- বড়বাড়ি জামে মসজিদ
- বনগ্রাম মধ্য পাড়া পুরাণ মসজিদ
- বনগ্রাম মধ্যপাড়া মাদ্রাসা মসজিদ
- বনগ্রাম দাড়িয়া বাড়ি জামে মসজিদ
- বনগ্রাম পূর্ব পাড়া মৃধা বাড়ি মসজিদ
- বনগ্রাম পূর্ব পাড়া হাজী সাহেবের মসজিদ
- বড় সরদার বাড়ি জামে মসজিদ
- বনগ্রাম পূর্ব পাড়া চৌধূরী বাড়ি জামে মসজিদ
- আড়ুয়া কংশুর মধ্যপাড়া জামে মসজিদ
- আড়ুয়া কংশুর ফোরকানিয়া জামে মসজিদ
- করপাড়া বাজার জামে মসজিদ
- করপাড়া মোল্লা বাড়ি জামে মসজিদ
- করপাড়া পাল বাড়ি জামে মসজিদ
- আজহার উদ্দিন খান বায়তুল আকসা জামে মসজিদ,করপাড়া মধ্য
- মোক্তার হোসেন মোল্লা জামে মসজিদ
- বনগ্রাম পশ্চিমপাড়া ত্রিমোহনা জামে মসজিদ।
ক্লাব/সংঘ
সম্পাদনা- বনগ্রাম ডিজিটাল ক্লাব
- বনগ্রাম যুব সংঘ
হাট বাজার
সম্পাদনাপ্রতিষ্ঠা কাল | বাজার | অবস্থান | আয়তন | দোকান সংখ্যা | বাজারের ধরণ |
---|---|---|---|---|---|
ব্রিটিশ ঔপনেবেশিক | করপাড়া বাজার | করপাড়া | ৩৪৮ বর্গমিটার | ৪০ টি | কাচা |
ইস্ট পাকিস্তান | বলাকইড় বাজার | বলাকইড় দক্ষিণ | ৩৬৬ বর্গমিটার | ৫৪ টি | কাচা ও পাকা |
২০০০ | বলাকইড় বাজার | বলাকইড় উত্তর | ২৪৮ বর্গমিটার | ২৫ টি | পাকা |
ব্রিটিশ ঔপনেবেশিক | বনগ্রাম হাটখোলা বাজার | বনগ্রাম দক্ষিণ | ১৬০ বর্গ মিটার | অস্তিত্বহীন | কাচা |
ইস্ট পাকিস্তান | বনগ্রাম পূর্বপাড়া বাজার | পূর্বপাড়া | ১৮০ বর্গ মিটার | ১৮ টি | কাচা ও পাকা |
২০০২ | তারগ্রাম বাজার | তারগ্রাম | ১৪৮ বর্গ মিটার | ২০ টি | কাচা ও পাকা |
২০০২ | পানাইল বাজার | পানাইল | ১২৮ বর্গ মিটার | ১০ টি | পাকা |
২০০৪ | ডেমাকইড় বাজার | ডেমাকইড় | ১৩২ বর্গ মিটার | ১২ টি | পাকা |
১৯৯৮ | মধ্য করপাড়া বাজার | মধ্য করপাড়া দিলু মার্কেট |
১৬৫ বর্গ মিটার | ৩৮ টি | কাচা ও পাকা |
১৯৯৮ | পূর্ব হাটবাড়িয়া বাজার | পূর্ব হাটবাড়িয়া | ১৪২ বর্গ মিটার | ১৫ টি | পাকা |
২০০৫ | বনগ্রাম মধ্যপাড়া বাজার | মধ্যপাড়া | ১৩৫ বর্গ মিটার | ৮টি | পাকা |
২০১২ | বনগ্রাম শিমুল বাজার | মধ্যপাড়া | ১২৫ বর্গ মিটার | ১১টি | পাকা |
৩১ মে,২০০৫ | বনগ্রাম পশ্চিম পাড়া বাজার | পশ্চিম পাড়া | ৩২৮বর্গ মিটার | ৬০টি | পাকা |
এগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল বড় বাজার হচ্ছে বনগ্রাম পশ্চিম পাড়া বাজার যেখানে স্থানীয় লোকজন ছাড়াও দূর দূরান্ত থেকে লোকজন আসে বিভিন্ন ধরনের বাজার করতে। উল্লেখ্য এখানে প্রতি বছর ইদুল ফিতর ও ইদুল আজহা কে সামনে রেখে অত্র করপাড়া ইউনিয়নের একমাত্র সরকারি অনুমোদন প্রাপ্ত পশু হাট বসে থাকে।
কমিউনিটি ক্লিনিক
সম্পাদনাক্রমিক নং | ক্লিনিকের নাম | পাড়া/মহল্লা | গ্রাম |
---|---|---|---|
১ | বনগ্রাম কমিউনিটি ক্লিনিক | পশ্চিম পাড়া | বনগ্রাম |
২ | বলাকইড় কমিউনিটি ক্লিনিক | দক্ষিণ পাড়া | বলাকইড় |
৩ | করপাড়া কমিউনিটি ক্লিনিক | মধ্য করপাড়া | করপাড়া |
৪ | হাটবাড়িয়া কমিউনিটি ক্লিনিক | পশ্চিম হাটবাড়িয়া | হাটবাড়িয়া |
৫ | তারগ্রাম নাজিম উদ্দিন কমিউনিটি ক্লিনিক | দক্ষিণ পাড়া | তারগ্রাম |
পোস্ট অফিস/ডাকঘর
সম্পাদনাপোস্ট অফিস/ডাকঘর | পোস্ট কোড |
---|---|
করপাড়া | সদর পোস্ট কোড-৮১০০ |
মধ্য বনগ্রাম | সদর পোস্ট কোড-৮১০০ |
বলাকইড় | সদর পোস্ট কোড-৮১০০ |
ঈদগাহ ময়দান
সম্পাদনাইদ্গাহ ময়দান | ধরণ | আয়তন | সড়ক | অবস্থান |
---|---|---|---|---|
বনগ্রাম কেন্দ্রীয় ইদ্গাহ ময়দান(অফিসিয়াল) খান-ই-খোদা ইদ্গাহ ময়দান(স্থানীয় পরিচিতি/অফিসিয়াল) |
পাকা খোলা মাঠ | ২০ কাঠা | খান-ই-খোদা ইদ্গাহ সড়ক | পশ্চিম বনগ্রাম |
বলাকইড় কেন্দ্রীয় ইদ্গাহ ময়দান | কাচা খোলা মাঠ | ৮ কাঠা | পদ্মবিল সড়ক | দক্ষিণ বলাকইড় |
আড়ুয়া কশুর ঈদগাহ ময়দান | ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গন | প্রযোজ্য নহে | কংশুর-করপাড়া হাইস্কুল সড়ক | ফোরকানিয়া মাদ্রাসা, আড়ুয়া কংশুর |
হাটবাড়িয়া ইদ্গাহ ময়দান | কাচা ও খোলা মাঠ | ২ কাঠা | হাটবাড়িয়া সড়ক | হাটবাড়িয়া মধ্য,সাবেক চেয়ারম্যান কবির দাড়িয়ার বাড়ি সংলগ্ন |
বলাকইড় উত্তরপাড়া ইদ্গাহ ময়দান | বলাকইড় উত্তরপাড়া মাদ্রাসা প্রাঙ্গন | প্রযোজ্য নহে | বলাকইড় তারগ্রাম সড়ক | উত্তরপাড়া বাজার মাদ্রাসা,বলাকইড় |
তাড়গ্রাম ঈদগাহ ময়দান | তারগ্রাম প্রাইমারী স্কুল মাঠ প্রাঙ্গন | প্রযোজ্য নহে | তারগ্রাম পিঠাবাড়ি সড়ক | তারগ্রাম মধ্য |
করপাড়া উত্তরপাড়া ঈদগাহ ময়দান | কাচা ও খোলা মাঠ | ২ কাঠা | করপাড়া মধ্য স্ট্যান্ড করপাড়া সড়ক | উত্তর- চর করপাড়া |
মোল্লাবাড়ি ঈদগাহ ময়দান | মোল্লাবাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গন | প্রযোজ্য নহে | করপাড়া বৌলতলী সড়ক | দক্ষিণ করপাড়া |
রুস্তম মাস্টার ঈদগাহ ময়দান | কাচা ও খোলা মাঠ | ৩ কাঠা | সরদার রুস্তম মাস্টার সড়ক | বলাকইড় মধ্য |
বিলসমূহ
সম্পাদনাবিলের নাম/স্থানীয় পরিচিতি | মাটির ধরণ | আয়তন | উৎপাদিত প্রধান ফসলসমূহ | অন্যান্য ফসলসমূহ | যোগাযোগ ব্যবস্থা | অবস্থান |
---|---|---|---|---|---|---|
আড়ুয়া কংশুর পশ্চিম(ডাঙা) বিল | বেলে ও দোআশ মাটি | ধান,পাট,গম,বাদাম,মটরশুটি,খেসারি কলাই,ভুট্টা। | শীতকাল সবজিসহ বাধাকপি,ফুলকপি,মরিচ,পেয়াজ,রসুন,মিষ্টি কুমড়া,পুইশাক,পালং শাক,মুলা,ঢেড়শ,বেগুন,মিষ্টি আলু বিশেষভাবে উল্লেখযোগ্য। | জমির আইল ও পার্শ্ববর্তী কংশুর-করপাড়া সড়ক ব্যবহার | আড়ুয়া কংশুর | |
আড়ুয়া কংশুর মধ্য(ডাঙা) বিল | বেলে ও দোআশ মাটি | ধান,পাট,গম,বাদাম। | পেয়াজ,রসুন। | জমির আইল ও পার্শ্ববর্তী কংশুর-করপাড়া সড়ক ব্যবহার | আড়ুয়া কংশুর | |
বনগ্রাম উত্তর(ডাঙা)/ময়ূরবাড়ি বিল | বেলে ও দোআশ মাটি | ধান,পাট,গম,বাদাম। | পেয়াজ,রসুন,বেগুন,মুলা,ডাটা শাক,অন্যান্য শীতকালীন সবজি | জমির আইল ও পার্শ্ববর্তী ত্রিমোহনা-বনগ্রাম-করপাড়া/বনগ্রাম বাজার সড়ক ব্যবহার | বনগ্রাম | |
বনগ্রাম পশ্চিম(ডাঙা) বিল | বেলে ও দোআশ মাটি | ধান,পাট,গম,বাদাম। | পেয়াজ,মটরশুটি,খেসারি কলাই | জমির আইল ও পার্শ্ববর্তী ত্রিমোহনা-বনগ্রাম বাজার/বনগ্রাম বাজার-বড়মাঠ-ডালনিয়া/বনগ্রাম এফ এম ফিরোজ আহমেদ সড়ক ব্যবহার | বনগ্রাম | |
বনগ্রাম মীর(ডাঙা) বিল | বেলে ও দোআশ মাটি | ধান,পাট,গম,বাদাম। | পেয়াজ,মটরশুটি,খেসারি কলাই | জমির আইল ও পার্শ্ববর্তী বনগ্রাম বাজার-বড়মাঠ-ডালনিয়া/বনগ্রাম এফ এম ফিরোজ আহমেদ/ত্রিমোহনা-দক্ষিণ বনগ্রাম-গোপালগঞ্জ সড়ক ব্যবহার | বনগ্রাম | |
বনগ্রাম পূর্ব(ডাঙা) বিল | দোআশ মাটি | ধান,পাট। | এক ফসলি প্রকৃতির জমি হওয়ায় অন্য কোন ফসল এখানে চাষাবাদ হয় না। | জমির আইল ও পার্শ্ববর্তী বনগ্রাম খান-ই-খোদা ইদ্গাহ সড়ক ব্যবহার | বনগ্রাম | |
বনগ্রাম নিচু(ডাঙা) বিল | দোআশ মাটি | ধান | জলাশয়/ডোবা এলাকার অন্তর্ভুক্ত | জমির আইল ও পার্শ্ববর্তী বনগ্রাম খান-ই-খোদা ইদ্গাহ আধ্যাত্মিক নেতা সাধক হাজার চাঁদ সড়ক ব্যবহার |
বনগ্রাম |
কবরস্থান
সম্পাদনা- ১)বনগ্রাম পশ্চিম পাড়া কবরস্থান (আয়তনে গোপালগঞ্জ সদরের কবরস্থান গুলোর
মধ্যে দ্বিতীয়)
- ২)বনগ্রাম মধ্যপাড়া কবরস্থান
- ৩)দাড়িয়া পাড়া কবরস্থান
- ৪)বনগ্রাম পূর্বপাড়া/আলিয়া মাদ্রাসা পাড়া কবরস্থান
- ৫)বনগ্রাম পূর্বপাড়া চৌধুরী বাড়ি কবরস্থান
- ৬)বনগ্রাম মধ্যপাড়া পাড়ৈ বাড়ি কবরস্থান
- ৭)আড়ুয়া কংশুর কবরস্থান
- ৮) করপাড়া দক্ষিণ মোল্লা বাড়ি কবরস্থান
- ৯)উত্তর করপাড়া কবরস্থান
- ১০)বলাকইড় কবরস্থান
- ১১)হাটবাড়িয়া কবরস্থান
- ১২)তাড়গ্রাম কবরস্থান
খেলার মাঠ
সম্পাদনাক্রমিক নং | মাঠের নাম | পাড়া/মহল্লা | ওয়ার্ড নং | গ্রাম |
---|---|---|---|---|
১ | ঐতিহ্যবাহী বড় মাঠ | পশ্চিম পাড়া | ২ | বনগ্রাম |
২ | বনগ্রাম ছোট মাঠ | পশ্চিম পাড়া | ২ | বনগ্রাম |
৩ | বনগ্রাম গাজী বাড়ি ফুটবল মাঠ | পশ্চিম পাড়া | ২ | বনগ্রাম |
৩ | খালপাড় মাঠ | জামাই পাড়া | ২ | বনগ্রাম |
৪ | বনগ্রাম চরপাড়া মাঠ | চরপাড়া | ২ | বনগ্রাম |
৫ | পূর্বপাড়া মাঠ | পূর্বপাড়া | ৩ | বনগ্রাম |
৬ | করপাড়া হাইস্কুল মাঠ | উত্তর পাড়া | ২,৩ | বনগ্রাম |
৭ | বলাকইড় হাইস্কুল মাঠ | দক্ষিণ পাড়া | ৮ | বলাকইড় |
৯ | বনগ্রাম শরীফ বাড়ি ফুটবল মাঠ | পশ্চিম পাড়া | ২ | বনগ্রাম |
১০ | বনগ্রাম বিলপাড়া ফুটবল মাঠ | বিলপাড়া পাড়া | ৩ | বনগ্রাম |
ওয়্যারলেস কেন্দ্র
সম্পাদনা- এক মাত্র বলাকইড় ওয়্যারলেস কেন্দ্র (বর্তমানে পরিত্যাক্ত)
চেয়ারম্যান গণের তালিকা
সম্পাদনাক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | জনাব আব্দুল বারিক খান | ২৩.১০.১৯৭৩-২৮.০২.১৯৭৭ |
০২ | জনাব হালিমুজ্জামান সরদার | ২৯.০২.১৯৭৭-০৯.০২.১৯৮৪ |
০৩ | জনাব ছাবেদ আলী খান | ১০.০২.১৯৮৪-১৩.০১.১৯৮৮ |
০৪ | জনাব আব্দুল আজিম শেখ বতু | ১৪.০১.১৯৮৮-২৯.১০.১৯৯২ |
০৫ | আলিউজ্জামান ওলি | ৩০.১০.১৯৯২-২৯.০২.১৯৯৮ |
০৬ | কবির হোসেন দাড়িয়া | ০১.০৩.১৯৯৮-৩০.০৩.২০০৩ |
০৭ | বরকত জাহান সিকদার বকু | ৩১.০৩.২০০৩-০১.০৮.২০১১ |
- বর্তমান চেয়ারম্যান: এস.এম হাবিবুর রহমান
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "করপাড়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৮ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০।
- ↑ "গোপালগঞ্জ সদর উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা"। করপাড়া ইউনিয়ন সরকারী ওয়েব পোর্টাল। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৩।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |